আপনার কাছে কি Zero Balance এর অ্যাকাউন্ট আছে? যদি থাকে তাহলে আপনাকেও অবশ্যই জানা উচিত এই সব বিষয়গুলি। নাহলে আপনার আর্থিক পরিকল্পনায় ভুল হতে পারে। না জেনেই বড়সড়ো তহবিলের আশা করতে পারেন আপনি।
Zero Balance এর অ্যাকাউন্ট-এর সীমাবদ্ধতা জেনে নিন:
Zero Balance এর savings account-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল- আপনার এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বা যদি ১টাকাও না থাকে থাকে তাতেও কোনও সমস্যা নেই । অর্থাৎ আপনি শূন্য অ্যাকাউন্টও পরিচালনা করতে পারেন।
UPI লেনদেন-এ নতুন রেকর্ড গড়ল ভারত ! প্রায় ১৩ লক্ষ কোটি টাকার লেনদেন ডিসেম্বর মাসে │ Record UPI transaction in December
এই Zero Balance অ্যাকাউন্টে গ্রাহকরা net banking-এর সুবিধাও পায়। যার মাধ্যমে তারা সহজেই টাকা লেনদেন করতে পারেন। তাছাড়া আপনি এই অ্যাকাউন্টে ATM (Debit Card ), Moble Banking, passbook, e-passbook ইত্যাদির মতো অনেক কিছুর সুবিধা পাবেন।
Zero Balance অ্যাকাউন্টে সর্বাধিক ১ লক্ষ টাকা জমা করা যেতে পারে। ১ লক্ষের বেশি জমা হলে এই account টিকে একটি রেগুলার বা General savings account-এ বদলে নিতে হবে।
লেনদেনের limit পার হয়ে গেলে account-টি একটি রেগুলার বা General savings account-এ বদলে যায়। এই অ্যাকাউন্টে, আপনি FD, RD, Credit Card ও ডিম্যাট অ্যাকাউন্টের মতো বিকল্পগুলি পাবেন না।
Google Pay তে পেমেন্ট করার সময় এই স্টেপ গুলি ফলো করলে আপনিও পেয়ে যেতে পারেন আকর্ষণীয় সব Google Pay CashBack Offer।
আপনি যেকোনও ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এর পাশাপাশি Zero savings accountও খোলা যাবে অনলাইনের মাধ্যমে। আপনি এটি খুলতে চাইলে ভিডিও কলিংয়ের মাধ্যমে KYC করাতে পারেন।যে ব্যাঙ্কে আপনি Zero savings account খুলতে চান, সেই ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করুন।
এর পরে আপনাকে অ্যাকাউন্ট খোলার উপর ক্লিক করতে হবে। এর পরে আপনি বিবরণ পূরণ করে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর জন্য আপনার aadhar card ও pan card লাগবে।
written by subir barman
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।