দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শর্টপিটের জন্য অফিসিয়াল ভাবে মনিটাইজেশন প্রক্রিয়া নিয়ে এলো Youtube। তাই এবার সমস্ত ক্রিয়েটরা ইউটিউব শর্টস এর মাধ্যমে কিভাবে মোটা অঙ্কের টাকা আয় করতে পারেন, তা নিয়েই আজ আমরা আলোচনা করতে চলেছি তো চলুন আর দেরি না করে এবার জেনে নেওয়া যাক ইউটিউব শর্ট থেকে মনিটাইজেশন চালু করে কিভাবে ইনকাম করা যায় তার জন্য কিছু শর্তাবলী ও নিয়ন বিধি রয়েছে চলুন একে একে দেখে নেয়া যাক সেই নিয়ম ও শর্তাবলী গুলি।
ঘরে বসে আপনি colgate প্যাকেজিংয়ের কাজ করে এবার মাসে ভালো পরিমান টাকা ইনকাম করতে পারেন। কিন্তু কিভাবে জানুন পদ্ধতি সম্পর্কে
★ইউটিউব শর্টস থেকে আয় করার সহজ উপায় গুলি জেনে নিনঃ
ইউটিউব শর্টস থেকে আয় করতে চাইলে ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন হতে হবে। শর্টস থেকে আয়ের ক্ষেত্রে YouTube পার্টনার প্রোগ্রাম এর শর্ত কিছুটা ভিন্ন।
★ওয়াচ পেজ মনেটাইজেশন মডিউলঃ
এর মাধ্যমে লং-ফর্ম, লাইভ-স্ট্রিম ও প্রিমিয়াম কনটেন্টে প্রদর্শিত এড থেকে রেভিনিউ প্রদান
★করা হবে শর্টস মনেটাইজেশন মডিউলঃ
ইউটিউব শর্টস ফিডে কনটেন্ট এর সাথে দেখানো এড এর রেভিনিউ পাবেন ক্রিয়েটরগণ
★ কমার্স প্রোডাক্ট এডেন্ডামঃ
শুনতে কিছুটা জটিল মনে হলেও এই মনেটাইজেশন মডিউল এর অন্তর্ভুক্ত হলো মূলত মেম্বারশিপ, সুপার চ্যাট, সুপার থ্যাংকস, ইত্যাদি
চাকরির পাশাপাশি বাড়িতে বসেই Online Income করতে চান? জেনে নিন এই ১০ টি আকর্ষণীয় অনলাইন কাজ সম্পর্কে │Online Income Ideas
★একজন ক্রিয়েটর ইউটিউব শর্টস থেকে আয় করতে চাইলে ক্রিয়েটরগণের যা করতে হবে:
১) ১,০০০ সাবস্ক্রাইবার ও ১০মিলিয়ন ভ্যালিড পাবলিক শর্টস ভিউস (গত ৯০দিনে)।
২) ১,০০০সাবস্ক্রাইবার ও ৪,০০০ ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার, বড় ভিডিওতে (গত ১২মাসে), তবে এইক্ষেত্রে শর্টস থেকে আসা ওয়াচ আওয়ার হিসাব হবেনা।
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।