মাসে কেবলমাত্র ১৪৫৮ টাকা জমিয়ে আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি!│জেনে নিন এই বিনিয়োগের পদ্ধতি।

আপনি, আমি প্রায় আমরা সকলেই কোটিপতি (Millionaire) হওয়ার স্বপ্ন দেখি। আপনি যদি আপনার কোটিপতি হওয়ার স্বপ্নকে বাস্তবে পরিণত তাহলে চান তাহলে, আপনিও অবশ্যই খুব সহজে কোটি টাকার ফান্ড গড়ে তুলতে পারেন। আপনার ৬০ বছর বয়স হওয়ার পর যখন চাকরিজীবন থেকে যখন আপনি অবসর নেবেন, তখন আপনার সেই জমানো টাকা দিয়েই কিন্তু আপনার বার্ধক্য কাল কেটে যেতে পারে।

যদি আপনিও কোটিপতি হতে চান তাহলে যত শীঘ্র সম্ভব বিনিয়োগ করা শুরু করে দিতে পারেন। কারণ,যত দ্রুত আপনি বিনিয়োগ শুরু করবেন, তত বেশি লাভবান হতে পাবেন। যদি আপনি ১ কোটি টাকার তহবিল গড়তে চান, তাহলে প্রত্যেক মাসে কত টাকা জমা করতে হবে আপনাকে?

অনলাইনের মাধ্যমে কোনো রকম পুঁজি ছাড়াই ঘরে বসে ইনকাম করুন মোটা অঙ্কের টাকা l কিন্তু কি ভাবে জানুন পদ্ধতি l Earn Money Online

একটি রিপোর্ট অনুযায়ী, আগামী ৫ বছরের মধ্যে আপনি যদি ১ কোটি টাকার তহবিল চান এবং ৮% হারে যদি সুদ পান, তাহলে SIP-তে আপনাকে প্রত্যেক মাসে জমা করতে হবে ১,৩৫,১৯৬ টাকা।
আর সেই রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে, আপনার বিনিয়োগের ১০% হারে যদি SIP-তে ফেরৎ পাওয়া যায়, তাহলে প্রত্যেক মাসে আপনাকে জমা করতে হবে ১,২৮,০৭০ টাকা।

তাহলে যদি আপনি গড়ে ১৫% ফেরৎ পান, তাহলে প্রত্যেক মাসে আপনাকে জমা করতে হবে ১,১১,৫০৬ টাকা। তাছাড়া আপনি যদি ২৫% ফেরৎ পান, তাহলে প্রত্যেক মাসে আপনাকে ৮৩,৪৪২ টাকা জমা করতে হবে।

আবার আপনি যদি ১০ বছরে ১ কোটি টাকার একটি তহবিল তৈরি করতে চান এবং বিনিয়োগের গড় ফেরৎ যদি ৮% হয়, তাহলে প্রত্যেক মাসে আপনাকে ৫৪,২৯৯ টাকা জমা করতে হবে।সেক্ষেত্রে আপনি যদি গড় ১০% ফেরৎ পেয়ে থাকেন তাহলে আপনাকে প্রত্যেক মাসে ৪৮,৪১৪ টাকা বিনিয়োগ করতে হবে।আর ১৫% ফেরৎ পেলে ৩৫,৮৮৭ টাকা এবং যদি ২৫% ফেরৎ পান তাহলে প্রত্যেক মাসে ১৮,৭৬৯ টাকা করে বিনিয়োগ করতে হবে।

পুরনো ১০০০ টাকার নোটের বদলে পেয়ে যান ১ লক্ষ টাকা, কিভাবে পাবেন জানুন বিস্তারিত │Old 1000 Rupees Notes Value in India

আবার আপনি যদি ১৫ বছরে ১ কোটি টাকার তহবিল তৈরি করতে চান এবং ৮% ফেরৎ পান তাহলে আপনাকে প্রত্যেক মাসে ২৮,৭০৮ টাকা জমা করতে হবে।সেক্ষেত্রে, ১০% ফেরৎ পেলে আপনাকে প্রত্যেক মাসে ২৩,৯২৮ টাকা জমা করতে হবে। ১৫% ফেরৎ ১৪,৭৭৫ টাকা এবং যদি ২৫% ফেরৎ পেয়ে থাকেন, তাহলে আপনাকে প্রত্যেক মাসে মাত্র ৫১১৪ টাকা জমা করতে হবে। এভাবেই তৈরি হয়ে যাবে আপনার কোটি টাকার ফান্ড।

written by- subir barman

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment