চাকরির পাশাপাশি বাড়িতে বসেই Online Income করতে চান? জেনে নিন এই ১০ টি আকর্ষণীয় অনলাইন কাজ সম্পর্কে │Online Income Ideas

আপনি কি চাকরি করেন? চাকরির পাশাপাশি যদি ঘরে বসেই  অন্য কোনো কাজ করে উপার্জন করার ইচ্ছে এবং সময় থাকে আপনার, তাহলে অবশ্যই শুরু করতে পারেন যেকোন একটি অনলাইন প্লাটফর্মের  কাজ। অনলাইনে কাজ করার একটি বিশেষ সুবিধা হচ্ছে এখানে আপনি আপনার ইচ্ছে মতো কাজ করতে পারবেন। প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে আপনাকে হাজিরা দিতে হবে না। আপনার যখন ইচ্ছে হবে তখন কাজ করবেন। 

এছাড়াও অনলাইনের কাজগুলোর কোনোৰক অফিসে না গিয়ে  সম্পূর্ণ ঘরে বসে কাজ করা যায়। ফলে আপনি শুয়ে-বসে যেভাবে খুশি কাজ করতে পারছেন। আবার অনলাইনে কাজের উপার্জনের পরিমাণটাও কিন্তু যথেষ্ট ভালই। যদি আপনি এখানে লেগে থাকতে পারেন তাহলে দিন দিন আপনার এই উপার্জনের পরিমাণ কিন্তু বাড়তেই থাকবে।

তাই এবার আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে এই অনলাইনের কাজগুলিতে নেমে যেতে পারেন। প্রয়োজনে পার্টনারশীপের মাধ্যমেও কাজটি করতে পারেন। প্রয়োজনীয় সরঞ্জাম আর কিছু সংখ্যক লোক নিয়োগ করে নিশ্চিন্তে ব্যবসাটি পরিচালনা করতে পারেন। 

যদি আপনি ছোট পরিসরের কোনো  কাজ করতে চান, তাহলে একা-একাও অনলাইনের  কাজ চালিয়ে যেতে যেতে পারেন। তবে আসুন আর দেরি না করে জেনে  নেওয়া যাক বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে উপার্জন করার সেরা ১০ টি কাজ সম্পর্কে। 

১. ওয়েব ডিজাইন (WebDesign):

আমরা প্রথমেই আলোচনা করবো ওয়েব ডিজাইন (WebDesign) অনলাইন কাজটির সম্পর্কে।  আজকের সময়ে ওয়েব ডিজাইনের কাজ করে কিন্তু  অনেকেই ভাল পরিামণ টাকা উপার্জন করছে ৷ আবার অনেকে তো ওয়েব ডিজাইনের কাজটাকে প্রফেসনাল কাজ হিসেবে বেছে নিয়েছে। ওয়েব ডিজাইন এর কাজের পাশাপাশি যদি আপনি ওয়েব ডেভেলপমেন্টের কাজটাও শিখে ফেলেন তাহলে আপনার ইনকাম রেটও  বেড়ে দ্বিগুণ হয়ে যাবে ।

ওয়েব ডিজাইনের কাজ করতে হলে সাধাসরণত যেসকল জিনিসের উপর ভাল দক্ষতা প্রয়োজন তা হলো-

  • এইচটিএমএল (HTML)
  • ওয়ার্ডপ্রেস (WordPress)
  • সিএসএস (CSS)

২. গ্রাফিক্স ডিজাইন(Graphic Design):

যদি আপনার ডিজাইনিং করতে ভালো লাগে তাহলে আপনি নিঃসন্দেহে গ্রাফিক্স ডিজাইনের(Graphic Design) কাজ শুরু করতে পারেন । গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে গ্রাহকদের চাহিদা অনুযায়ী ফটো এডিট, লোগো তৈরি, টি-শার্ট ডিজাইন, পোস্টার-ব্যানার তৈরি, ভিজিটিং কার্ড তৈরি সহ বিভিন্ন কাজ করে উপার্জন করতে পারেন। 

৩. ফ্রিল্যান্সিং রাইটিং(freelancing writing)

যদি আপনি লেখালেখিতে দক্ষ থাকেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং রাইটিং (freelancing writing) এর কাজটি অবশ্যই করতে পারেন। freelancing writing এর জন্য আপনার বিশেষ কোন কাজের  দক্ষতার প্রয়োজন নেই। এর জন্য চাইলে আপনি নিজে কোন একটি ব্লগিং ওয়েবসাইট চালু করতে পারেন। তাছাড়া যদি ওয়েবসাইট চালু করতে না চান, তাহলে ব্ল্যান্সার, আপওয়ার্ক, ফিভার এসকল সাইটে আপনি ফ্রিল্যান্সিং রাইটিং এর অনেক কাজ পাবেন।৫. অ্যামাজনের পণ্য বিক্রি

Also Read:প্যান কার্ড আপডেট করার এটাই শেষ সুযোগ ! এই নির্দেশ না মানলে আপনার প্যান কার্ড হবে বাতিল। Pan Card Update 2023

৪. সোসাল মিডিয়া মার্কেটিং(social media marketing):

বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার। দেশ-বিদেশের কোটি কোটি মানুষ এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন । তাই যেকোন ধরনের মার্কেটিং বা ব্যবসার প্রচার-প্রচারণার জন্য সোশ্যাল মিডিয়া সর্বোৎকৃষ্ট। আপনি ডিজিটাল মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর অনেক ভিউয়ার নিতে পারেন সোসিয়াল মিডিয়া থেকে। আর এই social media marketing থেকেই আপনার উপার্জনের রাস্তা তৈরী হবে। 

৬. অ্যাফিলিয়েট মার্কেটিং(affiliate marketing):

affiliate marketing অর্থাৎ অন্যের পণ্য নিজে বিক্রি করে তার থেকে কমিশন নেওয়া। বর্তমানে এমন অনেক Website রয়েছে যারা affiliate marketing এর মাধ্যমে তাদের পণ্য যে কাউকে বিক্রি করে দেওয়ার সুযোগ দেয়। ফলে প্রত্যেক পণ্যের জন্য তারা নির্দিষ্ট পরিমাণ কমিশন দিয়ে থাকেন। আপনি চাইলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে affiliate marketing এর মাধ্যমে অনেক টাকা উপার্জন করতে পারেন। 

৭. ফাইভারে কাজ(Fiver):

freelancer-দের জন্য Fiver মূলত একটি পরিচিত নাম। ফাইভার website এর মাধ্যমে freelancer-রা বায়ারদের অসংখ্য কাজ করে দেয়। আপনি যদি logo design, Animation তৈরি, poster -banner  তৈরি, visiting card  তৈরি সহ যাবতীয় কাজগুলোর একটিরও ভালভাবে করতে পারেন তাহলে আপনি ফাইভার সাইট থেকে অনেক টাকা উপার্জন করতে পারবেন।

৮. সোশাল মিডিয়া ম্যানেজমেন্ট(social media management):

প্রায় আমরা সকলেই  সোশ্যাল মিডিয়া(social media) ব্যবহার করে থাকি। এমন অনেক সাইট আছে যেগুলিতে  আমাদের অহেতুক অনেক সময় হয়ে যায়। তাই এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি অনেক টাকা উপার্জন করতে পারেন। 

আপনি প্রথমে সোশ্যাল মিডিয়া গুলোতে আপনার ভাল একটি প্রোফাইল তৈরি করবেন। তারপর বিভিন্ন কোম্পানির নতুন ব্যবসার বা পাইকারী বিক্রেতার বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে উপার্জন করতে পারেন। এছাড়াও  আপনি যদি সোশ্যাল মিডিয়ায় ভাল মানের ভিডিও বানিয়ে পোস্ট করেন, তাহলে ভিডিওর কোন অংশে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেখিয়ে উপার্জন করতে পারবেন। 

উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় ৭,৭৮৪ টি শূন্যপদে ভারতীয় রেলে TTE পদে কর্মী নিযোগ। মাসিক বেতন ৮১,০০০ টাকা।

৯. কাস্টমার সার্ভিস(customer service):

আপনার নিজের ঘরে বসে কাজ করার জন্য কাস্টমার সার্ভিসের(customer service) কাজটি কিন্তু সত্যিই দারুন। আপনি যদি সুন্দরভাবে কথা বলে কাস্টমার ম্যানেজ করতে পারেন তাহলে এই কাজটি আপনার জন্য একদম পারফেক্ট। 

নানা ব্যবসা-প্রতিষ্ঠানের জন্য অসংখ্য কাস্টমার সার্ভিসের প্রয়োজন পড়ে। আপনি কোন একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের হয়ে নিজের বাড়িতে বসেই কাস্টমার সার্ভিসের কাজটি পরিচালনা করে ভালো পরিমান টাকা উপার্জন করতে পারেন। 

১০. ডাটা এনালাইসিস(data analysis):

সর্বশেষ অনলাইনে উপার্জন করার যে কাজটির কথা বলতে চলেছি সেটি হল ডাটা এনালাইসিস(data analysis) এর কাজ।ডাটা এনালাইসিস (data analysis) একটি আকর্ষণীয় এবং সহজ কাজ। যেকেউ চাইলেই একটু বুদ্ধি-খাটিয়ে ডাটা এনালাইসিস এর কাজটি করতে পারেন৷ 

যত দিন যাচ্ছে ততই এই ডাটা এনালাইসিসের (data analysis) কাজ বেড়েই চলেছে। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটে ডাটা এনালাইসিসের প্রচুর কাজ পাওয়া যায়। চাকরীর পাশাপাশি অনলাইনে উপার্জন করার জন্য এটি নিঃসন্দেহে একটি বেস্ট চয়েস।

Written by Subir Barman

Leave a Comment