Whatsapp-এ আসতে চলেছে এক নতুন আপডেট,এই আপডেট এ call recording সমেত থাকবে আরও 7 টি নতুন ফিচার্স │Whatsapp new update

আবারো আসতে চলেছে Whatsapp-এর নতুন এক update, এই update-এ রয়েছে বেশ কিছু নতুন ফিচার্স। Whatsapp Application মাঝে মাঝেই গ্রাহকদের জন্য এনে চলেছে দারুণ সুযোগ। এর ফলে এই Application এর ব্যবহারও হচ্ছে আরও বেশি সুরক্ষিত।

ফলস্বরূপ, সাধারণ মানুষের মধ্যেও Whatsapp-এর জনপ্রিয়তা প্রতিনিয়ত বেড়েই চলেছে। তবে এবারে এই নতুন ফিচার্সগুলি কিভাবে আর কবে থেকে পেতে চলেছেন গ্রাহকেরা! বিস্তারিত ভাবে জানার জন্য আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

WhatsApp Pay-এর দ্বারা 3 টাকা পাঠালে আপনিও ফেরত পেতে পারেন 105 টাকা। │WhatsApp Pay

সমস্ত গ্রাহকদের অত্যাধুনিক সুবিধা প্রদানে Whatsapp-এনেছে দারুণ নতুন ফিচার্স:

Whatsappএর ব্যবহারকে আরও বেশি এবং সুরক্ষিত করে তুলতে Meta এর চিন্তা ভাবনা বেশ আধুনিক হতে চলেছে। এই কারণে ইতিমধ্যেই Whatsapp এ দেখা গিয়েছে UPI Payments এর নতুন সংযোজনও। এছাড়াও নতুন ফিচার্স এর মধ্যে দেখা গেছে Whtsapp Poll , Display Picture হিসেবে বানানো যাচ্ছে নিজের ইচ্ছে মতো 3D ইমোজিও ।

তাছাড়া Whatsapp আরও যে সকল সুযোগ ফিচার্স আনতে চলেছে, সেগুলি এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমেই যে ফিচার্সটির কথা বলবো, তা হল মেসেজ শিডিউলিং। এক্ষেত্রে, আপনি যদি কাউকে একটি নির্দিষ্ট সময়ে মেসেজ পাঠাতে চান, কিন্তু গেল আপনি হয়তো সেই সময়ে ব্যস্ত থাকবেন। সেক্ষেত্রে আপনি আপনার মেসেজটি সেই ব্যক্তির নাম্বারে শিডিউল করে রাখতে পারবেন।

Whatsapp এর দ্বিতীয় নতুন ফিচার্সটি হল মেসেজ এডিটিং। অর্থাৎ, আপনি হয়তো কাউকে কিছু একটা লিখে পাঠিয়েছেন, আর সেক্ষেত্রে কিছু তথ্য যুক্ত করতে বা কোন ভুল শব্দ বাদ দিতে মেসেজ এডিট করা যাবে। এতে মেসেজ প্রেরকের বেশ সুবিধাই হবে।সেক্ষেত্রে নতুন করে তথ্য দিতেও পারা যাবে।

আরেকটি নতুন ফিচার্স হল- আনসেন্ড মেসেজ। অর্থাৎ, মেসেজ ভুল করে পাঠানোর পরে তা যদি ডিলিট করার প্রয়োজন পরে, তাহলে তা করা সম্ভব। সেক্ষেত্রে গ্রাহক তা জানতে পারতেন যে, কিছু মেসেজ পাঠিয়ে তা ডিলিট করা হয়েছে। তবে এই আনসেন্ড অপশন চালু হলে আর সেই সমস্যা হবে না ।

WhatsApp ব্যবহার করতে এখন প্রয়োজন হবে না আর ইন্টারনেটের। জেনে নিন এর গোপন কৌশল l WhatsApp New Features 2023

তারপর ভ্যানিশ মোড হচ্ছে আরও একটি নতুন ফিচারর্স। এই ফিচারর্স এর ক্ষেত্রে আপনি আপনার গোপন কথা আলোচনা বা বার্তালাপ ভ্যানিশ করে দিতে পারবেন। ইন্সটাগ্রাম বা মেসেঞ্জার ব্যবহারকারীরা এই অপশন সম্পর্কে খুব ভালোভাবেই অবহিত। সেই ফিচার্স এবারে আসতে চলেছে Whatsapp এর নতুন update এও।

সর্বশেষ যেই ফিচারর্সটির কথা বলবো সেটি হল- call recording ,২০২৩ এই আসতে চলেছে এই বিশেষ ফিচার্সগুলি। এর ফলে যেকোনো ধরণের call recording করা যাবে সাধারণ কলের মতোই। এর ফলে গ্রাহক এবং প্রেরক, উভয়ের ক্ষেত্রেই বেশ সুবিধাজনক এবং সুরক্ষিত হতে চলেছে এই ব্যবহার।

written by subir barman

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment