WhatsApp ব্যবহার করতে এখন প্রয়োজন হবে না আর ইন্টারনেটের। জেনে নিন এর গোপন কৌশল l WhatsApp New Features 2023

বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। আর তাই বর্তমানে হোয়াটসঅ্যাপ এমন একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে যার সাহায্যে মানুষ একে অপরের প্রয়োজনীয় কথা দূর দুরান্ত থেকে আদান-প্রদান করে ফেলে খুব সহজেই। আর তাই এই তথ্য আদান-প্রদানের জন্য বর্তমানে হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হয়ে দাড়িয়েছে।

আর যে কারনেই এই মেসেজিং অ্যাপ টি ব্যাবহার কারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর ঠিক এই কারণেই মেটা কোম্পানি তাক লাগিয়ে দেওয়ার মত নতুন ফিচার নিয়ে আসে সমস্ত ব্যবহারকারীদের জন্য। আর ঠিক তেমনই আবারো নতুন একটি ফিচার নিয়ে হাজির হলো whatsapp গ্রুপ কোম্পানি।

এবার থেকে যদি আপনার মোবাইলে কোন কারণ বসত ইন্টারনেট internet বা প্যাকেজ নাও থাকে তাহলেও এখন আপনি চালাতে পারবেন হোয়াটসঅ্যাপ, আর এই প্রক্রিয়াটি পুরোপুরি ভাবে সম্পন্ন হবে প্রক্সি সার্ভারের মাধ্যমেই। তবে এই প্রক্সি সার্ভারের জন্য আপনাকে বেশ কিছু বিষয় মেনে চলতে হবে।

মুকেশ আম্বানির Jio তরফে নিয়ে আসা হল বাম্পার এক নতুন অফার l এবার এক রিচার্জেই চলবে একাধিক ফোন l 

কি সেই নিয়ম গুলি তা বিস্তারিত জানতে এই প্রতিবেদ টি সম্পুর্ণ পড়তে হবে। এই প্রক্সি সাপোর্ট ফিচারের (WhatsApp new features) মাধ্যমে আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গেলে কোনরকম ইন্টারনেটের প্রয়োজন হবে না। লাগবেনা আপনার কোন ফোনের ইন্টারনেট অথবা ওয়াইফাই কোন কিছুই।

শুধুমাত্র প্রক্সি সার্ভার এর মাধ্যমে যুক্ত হয়ে আপনি ব্যবহার করতে পারবেন WhatsApp. হোয়াটসঅ্যাপ কোম্পানি ইতিমধ্যেই জানিয়েছে যে এটি ব্যবহারে কোন গোপনীয়তার সমস্যা হবে না এবং এটিও এন্ড টু এন্ড এনক্রিপটেড। তবে এই প্রক্সি সার্ভার হলো এমন এক সার্ভার যার মাধ্যমে আপনি ইন্টারনেট ব্যবহার করলে আপনার পরিচয় গোপন রাখা হয়। প্রক্সি সার্ভার মূলত ওয়েবসাইট সার্ভার এবং ব্যবহারকারীর মাধ্যমে একটি মাধ্যম হিসেবে কাজ করে।

আজই নতুন ব‍্যবসা শুরু করুন নিজের হাত খরচের ৫০০০ টাকা থেকেই l লাভের  পরিমান দেখলে চমকে যাবেন আপনিও l

প্রক্সি সার্ভার যেভাবে ব্যবহার করা যায়ঃ

১) প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে, যেন হোয়াটসঅ্যাপের এক্কেবারে লেটেস্ট ভার্সনটি ব্যবহার করেন।

২) Chats ট্যাবে চলে যান। সেখানে গিয়ে More > Settings অপশনে ট্যাপ করুন।

৩) এবার Storage And Data অপশনে ট্যাপ করে Proxy-তে চলে যান।

৪) Use Proxy অপশনে ট্যাপ করুন।

৫) Set Proxy অপশনে ট্যাপ করুন এবং আপনার Proxy Address দিয়ে দিন।

৬) Save অপশনে ট্যাপ করুন।

৭) কানেকশন সঠিক ভাবে কাজ করলে আপনাকে একটি Check মার্ক দেখানো হবে।

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment