WBPSC-এর পক্ষ থেকে Veterinary Officer পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, জানুন বিস্তারিত | WBPSC Veterinary Officer Job 2023

West bengal public service commission(WBPSC) 158 টি ভেটেরিনারি অফিসার পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেসকল প্রার্থীরা WBPSC ভেটেরিনারি অফিসার নিয়োগ 2023 বিজ্ঞপ্তি এবং বিশদ তথ্য অনুসন্ধান করছেন, তারা আজকের এই প্রতিবেদনে WBPSC ভেটেরিনারি অফিসার নিয়োগ 2023 বিজ্ঞপ্তি, যোগ্যতা এবং আরও অনেক তথ্য পেয়ে যাবেন।

WBPSC Veterinary Officer নিয়োগ 2023:

West bengal public service commission(WBPSC) ভেটেরিনারি অফিসার (West Bengal Animal Husbandry and Veterinary Services) 158টি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন। WBPSC Veterinary Officer Job 2023 (WBPSC) সম্পর্কে নিচে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো-

কেন্দ্রীয় সরকারের তরফে ভারতীয় নৌবাহিনীতে সেনা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন আবেদন পদ্ধতি │Indian Navy Job 2023

সংস্থার নাম: West bengal public service commission(WBPSC)

শ্রেণী: WBPSC ভেটেরিনারি অফিসার

মোট শূন্যপদ: 158

বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে: 19.12.2022

অনলাইনে আবেদন শুরুর তারিখ: 30/01/2023

অনলাইনে আবেদনের শেষ তারিখ: 20/02/2023

অফিসিয়াল ওয়েবসাইট: wbpsc.gov.in

শিক্ষাগত যোগ্যতা:

(i) ভেটেরিনারি সায়েন্স এবং অ্যানিমেল হাজবেন্ড্রিতে একটি ডিগ্রি (B. V. SC A.H.) অথবা একটি স্বীকৃত থেকে ভেটেরিনারি সায়েন্স (B.V. Sc.) বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট বা অন্য কোন যোগ্যতা থাকতে হবে প্রার্থীদের।

(ii) যেকোন আইনের অধীনে রাজ্য সরকার বা ভারত সরকার এবং প্রতিষ্ঠিত ভেটেরিনারি কাউন্সিলের সাথে রেজিস্ট্রেশন থাকতে হবে।

(iii) বাংলা বা নেপালি জ্ঞান – কথ্য এবং লিখিত উভয়ই থাকতে হবে।

বয়সসীমা:

প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 36 বছরের বেশি হবে না। সরকারি নিয়ম অনুযায়ী ক্যাটাগরি প্রার্থীরা বয়েসের ছাড় পাবেন।

শূন্যপদ:

এসসি -31

ST- 8

ওবিসি-এ (নন ক্রিমি লেয়ার)-17

ওবিসি-বি (নন ক্রিমি-12

পিডিইউআর- 13

পিডিএসসি-1

মোট 158

Power Grid Corp. of India Ltd.(PGCIL)-এ বিভিন্ন শূন্যপদে নিয়োগর জন্য আবেদন করতে, জানুন বিস্তারিত │PGCIL Job 2023

আবেদন ফি:

WBPSC ভেটেরিনারি অফিসার নিয়োগ 2023 এ আবেদনের জন্য প্রার্থীর আবেদন ফি 210/-(Rupees two hundred ten)টাকা করে প্রদান করতে হবে।

আবেদন পদ্ধতি:

WBPSC Veterinary Officer এর 158টি পদে আবেদন করার জন্য ওপরে দেওয়া লিংক থেকে সরাসরি আবেদন করতে পারেন অথবা অফিসিয়াল সাইট wbpsc.gov.in এ গিয়েও আবেদন করতে পারেন।

written by- Subir Barman

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment