উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে শিক্ষা সংসদের নতুন নির্দেশিকা জারি করা হলো l না মানলে বাতিল হতে পারে আপনার উত্তরপত্রও l WBCHSE Exam 2023

বর্তমানে নতুন বছরে এসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস আটকাতে ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে একগুচ্ছ নতুন নির্দেশিকার কথা ঘোষণা করা হয়েছে । আর যে নির্দেশিকা মানতে হবে সকল পরীক্ষার্থীকেই, এবং এই নিয়ম না মানলে বাতিল হতে পারে আপনার উত্তরপত্রও।

এছাড়াও চলতি বছর মার্চ মাসের ১৪ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত রাজ্যে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। আরে যে পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁসের মতো ঘটনা প্রায় প্রত্যেক বছরই কম বেশি দেখা গিয়ে থাকে আর ঠিক সেই কারণেই এবার শিক্ষা সংসদের তরফে দারুন ভাবে সতর্ক থাকা হচ্ছে, যাতে এই প্রশ্ন ফাঁসের মতো ঘটনা কোনভাবেই না ঘটে আর তাই এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘিরে যাতে কোনও বিতর্ক না তৈরি হয় সেই জন্যই বেশ সতর্ক রয়েছে শিক্ষা সংসদ।

তাই সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ও সংসদের সেক্রেটারি ইনচার্জ তাপস মুখোপাধ্যায় এই নির্দেশিকার ঘোষণা করেছেন ইতিমধ্যে। আর যে নির্দেশিকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত মোট ২৬ টি নির্দেশিকার কথা বলা হয়েছে। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই নির্দেশিকা গুলি সম্পর্কে বিস্তারিত।

★শিক্ষা সংসদে নির্দেশিকায় যা বলা হয়েছেঃ

১) উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে সেন্টার ইনচার্জ সংশ্লিষ্ট সংসদকর্মীর কাছ থেকেই প্রশ্নপত্র সংগ্রহ করতে হবে। আর ঠিক তাঁর সঙ্গেই থাকবেন সেন্টার সেক্রেটারি ও দুজন পুলিশ অফিসার । এরপর সংগ্রহ করা সমস্ত প্রশ্নপত্রগুলি তিনি ভেন্যু সুপারভাইজার বা তাঁর মনোনীত কোনও শিক্ষক প্রতিনিধির কাছে পৌঁছে দেবেন।

১৫ জানুয়ারির মধ্যে ৮২ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবে রাজ্য,ঘোষণা নবান্নের l 

২) পরীক্ষা শুরু হওয়ার অন্তত এক ঘণ্টা আগে থেকেই সমস্ত প্রশ্নপত্র পৌঁছে দিতেই হবে সেন্টার গলিতে । পরীক্ষা শুরু হওয়ার ঠিক আধ ঘণ্টা আগে ভেন্যু সুপারভাইজাররা প্রশ্নপত্রের প্যাকেট খুলতে পারবেন।

৩) প্রশ্নপত্রের প্যাকেট খোলার নির্দেশ পাওয়ার পরেই, ওই প্রশ্নপত্রগুলি নিরীক্ষকদের উপস্থিতিতে ভাল করে পরীক্ষা করতে হবে।

৪) এরপর প্রশ্নপত্রগুলি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পাঠানো খামে ঢুকিয়ে মুখবন্ধ অবস্থায় সংশ্লিষ্ট পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত নিরীক্ষকদের স্বাক্ষর করিয়ে তাঁদের হাতে তুলে দিতে হবে।

৫) সবার শেষের ধাপে এসে পরীক্ষা কক্ষের দায়িত্বে থাকা শিক্ষকরা প্রশ্নপত্রগুলি নিজেদের কক্ষে নিয়ে যাবেন।

৬) এছাড়াও সংসদ আরো জানিয়েছে,যে সকাল দশটার আগে কোনওভাবেই পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা চলবে না।

মধ্যশিক্ষা পর্ষদের তরফে সমস্ত স্কুল শিক্ষকদের জন্য কড়া নির্দেশিকা জারি।

প্রসঙ্গত, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঠেকাতে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে তিনটি করে সিসিটিভি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ এমন নির্দেশ দিলেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এখনও তেমন কোনও নির্দেশিকা দেয়নি। তবে পরিস্থিতি বিবেচনা করেই যে এমন নির্দেশ দেওয়া হবে না তা হলফ করে বলতে পারছেন না উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কোনও কর্তা।

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment