সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আবারো দারুন একটি সুখবর কেনোনা ইতিমধ্যেই পোস্ট অফিসের পক্ষ থেকে সারা দেশ জুড়ে প্রচুর পরিমানে একাধিক শুন্যপদে GDS (Gramin Dak sevak) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পোস্ট মাস্টার পদে কর্মী নোওয়া হবে।
এই নিয়োগের জন্য দেশের যেকোনো প্রান্তের মানুষই আবেদন জানাতে পারবেন। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই নিয়োগের আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা থেকে শুরু করে আরো নানান খুটিনাটি সম্পর্কে বিস্তারিত।
WBPSC-এর পক্ষ থেকে Veterinary Officer পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, জানুন বিস্তারিত | WBPSC Veterinary Officer Job 2023
★শিক্ষাগত যোগ্যতাঃ
এই নিয়োগে আবেদন করতে হলে আবেদন কারীকে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার অনুমোদিত যে কোনো বোর্ড থেকে নুন্যতম মাধ্যমিক পাস করে থাকতে হবে।
★যে সমস্ত পদে লোক নেওয়া হবেঃ
১) গ্রামীণ ডাক সেবক (GDS)।
২) ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM)।
★মাসিক বেতনের পরিমানঃ
এখানে নিয়োগের বিভিন্ন পদে বিভিন্ন রকম পে-লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে। শিক্ষার্থী বেতন গুলির পরিমাণ দেওয়া হল –
★গ্রামীণ ডাক সেবকঃ-
এখানে এই পদের জন্য প্রতি মাসে ১০,০০০ থেকে ২৪,৪৭০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
★ব্রাঞ্চ পোস্টমাস্টারঃ-
এখানে এই পদের জন্য প্রতি মাসে ১২,০০০ থেকে ২৯,৩৮০টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
★ডিউটি টাইমঃ
সরকারি চাকরীর ডিউটি টাইম হিসাবে কাজের সময় নির্ধারন করা হবে। সর্বনিম্ন কাজের সময় ১০-১২ ঘন্টা হতে পারে।
★মোটশুন্যপদঃ
এখানে প্রচুর পরিমানে একাধিক শুন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
Power Grid Corp. of India Ltd.(PGCIL)-এ বিভিন্ন শূন্যপদে নিয়োগর জন্য আবেদন করতে, জানুন বিস্তারিত │PGCIL Job 2023
★এই নিয়োগের জন্য যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে পারবেনঃ
পশ্চিমবঙ্গের যেকোনো জেলার ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে অবশ্যই তাকে ভারতীয় নাগরিক হতে হবে।
বয়সসীমাঃ
এখানে আবেদন করতে আবেদনকারীকে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত শ্রেনীর আবেদন কারীরা সরকারি নিয়মঅনুযায়ী বয়সের ছাড় পাবেন।
★গুরুত্বপূর্ণ তারিখ সমূহঃ
আবেদন শুরু হয়েছে ২৭/০১/২০২৩ তারিখ থেকে। য়া শেষ হবে ১৬/০২/২০২৩ তারিখের মধ্যে।
★যেই নিয়মে কর্মী নেওয়া হবেঃ
এখানে আবেদনকরা প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
★আবেদন মূল্যঃ
এখানে নিয়োগে আবেদন করতে হলে সমস্ত প্রার্থীদের ১০০ টাকা করে আবেদন ফি জমা করতে হবে। সেক্ষেত্রে ST, SC, PWD এবং মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে কোন আবেদন ফি জমা করার প্রয়োজন নেই।
★আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিনঃ
সবার প্রথমে ইন্ডিয়ান পোস্ট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তারপর আবেদন করার সময় অবশ্যই আবেদনকারীকে তার জেলার কোন কোন পোস্ট অফিসে ভ্যাকান্সি রয়েছে সেটি নিশ্চিত করে দেখে নিতে হবে। তারপর কোন পোস্ট অফিসের চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক সেটি নির্বাচন করে এবং অনলাইনে আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
কেন্দ্রীয় সরকারের তরফে ভারতীয় নৌবাহিনীতে সেনা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন আবেদন পদ্ধতি │Indian Navy Job 2023
★প্রয়োজনীয় নথিপত্রঃ
• বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
• মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা ।
• কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
• এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।