মাসিক ২২ হাজার টাকা বেতনে বসিরহাট স্বাস্থ্য জেলা দপ্তরে কর্মী নেওয়া হচ্ছে। শীঘ্রই আবেদন করুন l WB Nursing job 2023

রাজ্যের সমস্ত সরকারি চাকরি প্রার্থীদের জন্য আবারো দারুন সুখবর। কেনোনা ইতিমধ্যেই বসিরহাট স্বাস্থ্য জেলা দপ্তরের তরফে নার্সিং কাউন্সিলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই ইচ্ছুক প্রার্থীরা সকলেই এখানে আবেদন জানাতে পারেন। তো চলুন এবার দেখে নাও যাক এই নিয়োগের সমস্ত বিস্তারিত খুঁটিনাটি সম্পর্কে।

যে সমস্ত পদে কর্মী নেওয়া হবেঃ

বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য মেডিকেল অফিসার এর জন্য যে সমস্ত পদে লোক নেওয়া হবে।

১) স্টাফ নার্স, ২) মেডিকেল অফিসার, ৩) ল্যাব টেকনিশিয়ান, ৪) ডেন্টাল হাইজিনিস্ট, ৫) ক্লিনিকাল সাইকোলজিস্ট, ৬) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং আরো অন্যান্য পদে নিয়োগ করা হবে।

উচ্চমাধ্যমিক পাশে Flipkart কোম্পানিতে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ । মাসিক বেতন ২৪,০০০ টাকা থেকে শুরু। Flipkart job 2023

★শিক্ষাগত যোগ্যতাঃ

এই নিয়োগে আবেদনকারী প্রার্থীদের PG/GNM/ANM/MBBS/DMLT এই সমস্ত ডিগ্রি সম্পন্ন থাকতে হবে। এবং Higher Secondary, Diploma, Degree থাকতে হবে।

★নিয়োগ কারি সংস্থার নামঃ

স্টাফ নার্স, এমও, ল্যাব টিচ, সিএইচএ এবং অন্যান্য।

★বয়স সীমাঃ

এই নিয়োগ আবেদন কারি পার্থীদের ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

★বেতন পরিকাঠামোঃ

এখানে আবেদনকারী কর্মীদের মাসিক ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে।

★মোট শূন্যপদঃ

এই নিয়োগে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৪০ টি।

★আবেদন জমা দেওয়ার ফিসঃ

এই নিয়োগে আবেদনের জন্য কোনো রকম ফিস লাগবে না।

★নিয়োগ পদ্ধতিঃ

এই নিয়োগে মূলত ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নেওয়া হবে।

উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় ৭,৭৮৪ টি শূন্যপদে ভারতীয় রেলে TTE পদে কর্মী নিযোগ। মাসিক বেতন ৮১,০০০ টাকা। Indian Railway TTE job 2023

★আবেদন পদ্ধতিঃ

সবার প্রথমে, বসিরহাট স্বাস্থ্য জেলা দপ্তরের 2023 এর চাকরির বিজ্ঞপ্তি pdf ডাউনলোড করুন এবং তারপর এটি মনোযোগ সহকারে পড়ুন। তারপর আবেদন ফরম্যাট প্রিন্ট আউট করুন। এরপর সঠিক বিবরণ সহ আবেদনপত্র এবং সমস্ত শংসাপত্র এবং নথি সহ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত সাক্ষাত্কারের জায়গায় যান এবং সাইন করুন।

★আবেদন পএ জমা দেওয়ার ঠিকানাঃ

the Office of the CMOH, Basirhat Health District, Basirhat DH Compound, PO- Badartala, Basirhat-743292

written by- Dulal Roy

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment