রাজ্যের পৌরসভায় ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ। বেতন প্রতিদিন ৩০০০ টাকা। WB Job Recruitment Update

WB Job Recruitment Update-রাজ্যের সমস্ত  চাকরি প্রার্থীদের জন্য রয়েছে আাবারও দুর্দান্ত এক নিয়োগের সুখবর। ইতিমধ্যেই রাজ্যে পৌরসভা তথা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে, এবং নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে, যেখানে পরীক্ষা ছাড়াই প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে। এই নিয়োগে মোটা অঙ্কের বেতন সরবরাহ করা হবে। বিস্তারিত জানতে আপনি এই প্রতিবেদন টি সম্পুর্ণ পড়ুন। 

পদের নাম: মূলত স্পেশালিস্ট পদে নেওয়া হবে কর্মী। এক্ষেত্রে এই প্রধান পদের অধীনে মোট আট ধরনের পদ রয়েছে।

মাসিক বেতন: মোটা অঙ্কের টাকা বেতন হিসাবে প্রদান করা হবে। সেক্ষেত্রে কর্মী পিছু দৈনিক ৩,০০০/- টাকা প্রদান করা হবে। 

বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা ৬৭ বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন করতে পারবেন। 

যে ভাবে আবেদন করতে হবেঃ

আপনি যে ইন্টারভিউ এপ্লিকেশন জন্য তথ্য প্রয়োজন করছেন, তা দেওয়া সম্ভব নয় কারণ আমার ডাটাবেসে স্পেসিফিক ইনফরমেশন নেই। এই ধরনের আবেদনের জন্য আপনাকে সাধারণভাবে আপনার নাম, অভিভাবকের নাম, বয়স, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, আদি তথ্য প্রদান করতে হবে, সাথে নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার যোগ করতে হবে। এই ডকুমেন্টগুলি একটি খামেরে ভরে রাখতে হবে এবং নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখে জমা দিতে হবে।

আপনার প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্টগুলি প্রদান করার জন্য, আপনাকে আপনার ইন্টারভিউ এপ্লিকেশন ফরমে ডেটা প্রবেশ করতে হবে।

মাধ্যমিক পাশ যোগ্যতায় বিমানবন্দরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। মাসিক বেতন ২১,৩০০ টাকা ।

প্রয়োজনীয় নথীপএঃ

নিয়োগে আবেদনের ক্ষেত্রে কিছু ডকুমেন্ট প্রয়োজন। এগুলির অরিজিনাল ও জেরক্স কপি ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে যেতে হবে।

1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট

2. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট

3. কাস্ট সার্টিফিকেট যদি থাকে

4. ফটো আইডেন্টিটি প্রুফ

5. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড

ইন্টারভিউয়ের তারিখ:

আগামী ১৯/০৮/২০২৩ তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। 

ইন্টারভিউয়ের স্থান: Room No 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5 S.N. Banerjee Road, Kolkata 700013

Leave a Comment