রাজ্যের সমস্ত BDO অফিসে একাধিক শূন্য পদে স্বাস্থ্য কর্মী নিয়োগ। যোগ্যতা মাধ্যমিক পাশ l WB Health Worker Job 2023

রাজ্যে সমস্ত মাধ্যমিক পাস পরীক্ষার্থীদের জন্য দারুন একটি সুখবর, কেনোনা ইতিমধ্যেই সমগ্র রাজ্য জুড়ে রাজ্য সরকারের তরফে Department of Health and Family Welfare-রে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।

যে সকল ইচছুক পার্থীরা এই কাজে আবেদন করতে ইচ্ছুক তারা খুব শীঘ্রই আবেদন করে ফেলুন কেনোনা যে যত আগে আবেদন করবেন তার সূযোগ তত বেশি বেরে যাবে। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই নিয়োগের আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা থেকে শুরু করে সমস্ত খুটিনাটি সম্পর্কে।

২৫ হাজার টাকা বেতনে রাজ্যে জু্ড়ে স্বাস্থ্য দপ্তরে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ l যোগ্যতা স্নাতক পাশ l WB Health Job 2023

★যে সমস্ত পদে লোক নেওয়া হবেঃ

রাজ্য সরকারের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে রাজ্যের ব্লকে ব্লকে বেশ কিছু শূন্যপদে আশা কর্মী নিয়োগ করা হবে।

★বয়সসীমাঃ

এই কাজে আবেদন করার জন্য মহিলাদের বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে,এবং এসব বয়সের হিসেব ধরা হবে ০১/০১/২০২৩ তারিখ অনুয়ায়ী। এছাড়া তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ভুক্ত মহিলারা ২২-৪০ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবে।

★এই নিয়োগে আবেদনের জন্য যে সমস্ত যোগ্যতা তাকতে হবেঃ

এই নিয়োগে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ থাকতে হবে। এছাড়াও যারা মাধ্যমিকের চেয়ে বেশি পড়াশোনা করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। এছাড়া আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মহিলারা আবেদন করতে পারবে, তাও বিবাহিতা/বিধবা/স্বামী পরিত্যক্তা মহিলা হতে হবে।

★প্রযোজনীয় ডকুমেন্টসঃ

১) জন্ম সার্টিফিকেট।

২) আধার কার্ড বা ভোটার কার্ড।

৩) মাধ্যমিকের এডমিট ও মার্কসীট

৪) বিধবা মহিলাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট। বিবাহ বিচ্ছিন্ন মহিলাদের ক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেটের জেরক্স।

৫) কাস্ট সাটিফিকেট।

৬) পাসপোর্ট সাইজের ছবি।

৭) নিজস্ব সিগনেচার।

৮) একটি খালি খাম ও ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প।

৯) স্বনির্ভর গোষ্ঠীর সদস্য / প্রাপ্ত রাই এবং লিঙ্ক ওয়ার্কার পদের সংশাপত্রের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার (NHSRC)-তে নিয়োগ হতে চলেছে,জানুন বিস্তারিত│National Health Systems Resource Centre job 2023

★আবেদন পদ্ধতিঃ

এখানে সমস্ত প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ

Office Of Block Development Officer , Joypur , Jhalda-I , Jhalda-II & Baghmundih Development Block

written by- Dulal Roy

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment