২০২৩ সাল শুরুর সঙ্গে সঙ্গেই বেকার চাকরিপ্রার্থীদের জন্য আবারও দারুন সুখবর। কেনোনা ইতিমধ্যেই স্বাস্থ্য বিভাগে কর্মী নেওয়া শুরু হয়েছে। আর বর্তমানে যারা ভালো শিক্ষা এবং ভালো ডিগ্রী থাকা সত্ত্বেও বহুদিন যাবত কাজের খোঁজে রয়েছেন। এবার ঠিক তাদের জন্যই রয়েছে এই সুযোগটি।
বর্তমানে এখানে সমগ্র রাজ্য জুড়েই অর্থাৎ বিভিন্ন জেলায় ব্লক ভিওিক কর্মী নেওয়া হবে। তো চলুন এবার এই কাজের আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বেতন পরিকাঠামো, থেকে শুরু করে সমস্ত কিছু বিস্তারিত ভাবে জেনে নেই।
★যে সমস্ত পদ গুলিতে লোক নেওয়া হবেঃ
রাজ্য সরকারের তত্ত্বাবধানে জেলা লেভেলে এসডিও অফিসের অধীনেই বিভিন্ন ব্লকে ব্লক প্রোগ্রাম কো অরডিনেটর পদেই নেওয়া হবে কর্মী।
সমগ্র রাজ্যজুড়ে বিদ্যুৎ দপ্তরে লিখিত পরীক্ষা ছাড়াই একাধিক শূন্য পদে কাজের সূযোগ l যোগ্যতা স্নাতক পাস l WBSETCL Job Notification
★আবেদনকারীর যোগ্যতাঃ
আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক কিংবা স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে।
★বয়সসীমাঃ
এই কাজের জন্য বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে ৪০ বছর। অর্থাৎ, এই বয়সের আয়োতার মধ্যে যেকেউ আবেদন যোগ্য। তবে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে SC/ST প্রার্থীদের বয়সে ৫ বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে।
★মাসিক বেতনঃ
এই কাজের জন্য মাসে মোটা অঙ্কের টাকাি বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে এই কাজের জন্য কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন ১৫,০০০/- টাকা থেকে শুরু।
★আবেদন পদ্ধতিঃ
এই কাজে ইচ্ছুক ব্যক্তিরা অফলাইনের মাধ্যমেই আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে কিছু স্টেপ অনুসরন করতে হবে সেই স্টেপ গুলি নিচে বিস্তারিত দেওয়া হলো –
১) সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করুন।
২) সেক্ষেত্রে নিচে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম এর লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করে নিন।
৩) নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করুন এই আবেদনপত্রটি।
৪) সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
৫) রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে একটি সিগনেচার করে দিন ফর্মের মধ্যে।
৬) সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
★লোক নেওয়ার প্রক্রিয়াঃ
এই কাজে আবেদন জানানোর পর সকল প্রার্থীদের ডেকে নেওয়া হবে তারপর সবার প্রথমে একটি লিখিত পরীক্ষার নেওয়া হবে। তার পর প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
NTRO-তে চাকরির জন্য অনলাইনে আবেদন চলছে, কিভাবে করবেন জানুন বিস্তারিত │NTRO Job Notification
★প্রয়োজনীয় নথিপত্রঃ
এই কাজের জন্য আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখতে হবে –
১) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট।
২) স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড।
৩) সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
৫) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।
★আবেদনের সময়সীমাঃ
আগামী ৩১ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
★আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
To The Sub Divisional Officer & Member Secretary, Jhargram Sub Division, At- Jhargram, PO- Jhargram, Dist- Jhargram, Pin – 721507
official link: https://jhargram.gov.in/
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।