রাজ্যের সমস্ত সরকারি চাকরি প্রার্থীদের জন্য আবারো দারুন একটি সুখবর কেননা ইতিমধ্যে মিড ডে মিল প্রকল্পে একাধিক শূন্য পদে লোক নেওয়া শুরু হয়ে গিয়েছে। এখানে মূলত গ্রুপ সি লেভেলের ডাটা এন্ট্রি অপারেটর পদেই নেওয়া হচ্ছে কর্মী। এখানে সকল প্রার্থীরা অফলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন। এবং এছাড়াও এই কাজের জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না।
এই কাজের জন্য সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমেই নেওয়া হবে কর্মী তো চলুন এবার জেনে নেওয়া যাক এই মিড ডে মিল প্রকল্পের নিয়োগ প্রক্রিয়ার ঘটনাটি তথ্য –
আয়কর বিভাগে 34,000 টাকা বেতনে প্রচুর পরিমানে Group-c এবং MTS পদে কর্মী নিয়োগ চলছে, যোগ্যতা মাধ্যমিক পাশ | Income Tax Dept. Job 2023
★যে সমস্ত পদে কর্মী নেয়া হবেঃ
রাজ্যের এই কর্মী নিয়োগর এর মধ্য দিয়ে গ্রুপ সি লেভেলে কর্মীই নিয়োগ করা হবে। সেক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর তথা DEO পদে নেওয়া হবে কর্মী।
★বয়সসীমাঃ
আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর রাখা হয়েছে। সেক্ষেত্রে SC/ST প্রার্থীদের বয়সে ৫ বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করা থাকতে হবে। সঙ্গে কম্পিউটার এর বিষয়ে বিশেষ অভিজ্ঞতা থাকতে হবে।
★মোট শূন্যঃ
এই কাজের জন্য মোট পদ রয়েছে ৩টি।
★মাসিক বেতনঃ
এই নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন ১৩,০০০/- টাকা। প্রতি বছর ৫০০/- টাকা করে বাড়ার সম্ভবনাও থাকবে এখানে।
★প্রয়োজনীয় ডকুমেন্টঃ
এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখতে হবে –
১) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট।
২) স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড।
৩) সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।
জারি করা হল বিমানবন্দরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি,মাসিক বেতন 36,000 টাকা | Airport Job 2023
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
৫) কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে।
৬) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।
৭) বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
★আবেদন পদ্ধতিঃ
এই নিয়োগ আবেদন জানাতে পারবেন সম্পুর্ন অফলাইনের মাধ্যমে। এক্ষেত্রে নিচে সমস্ত ধাপগুলি অনুসরন করুন-
১) সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করুন।
২) নিচে এই আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম এর ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে একটি সাদা A4 সাইজের পেপারে বের করে নিন।
৩) নিজের যাবতীয় সকল প্রকার তথ্য যেমন, নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
৪) একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করে দেবেন ফর্মের মধ্যে।
৫) সবার শেষে যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে যুক্ত করে একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
স্নাতক পাশেই LIC তে অসংখ্য শূন্যপদে কর্মী নেয়া হচ্ছে । মাসিক বেতন ৫৩ হাজার টাকা থেকে শুরু । LIC JOB 2023
★আবেদনর শেষ তারিখঃ
আগামী ২২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যেই আবেদন জানাতে পারবেন সকল
★কর্মী নেওয়ার ধরনঃ
প্রার্থীদের আবেদন জমা পড়ার পর সবার প্রথমে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা তথা অ্যাকাডেমিক মার্কস এর ওপর নম্বর প্রদান করা হবে। তারপর তাদের ডেকে নেওয়া হবে কম্পিউটার টেস্ট এর জন্য। সবার শেষে তাদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। এবং যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।