আপনার Iphone অথবা Android ফোনের অতিরিক্ত ডাটা ব্যবহার বন্ধ করতে চান? তাহলে জেনে নিন এর উপায়গুলি।

ভারতে বিগত কয়েক বছর আগে থেকে মোবাইলের আনলিমিটেড ডাটা প্যাক ব্যবহার করার সুবিধা চালু হলেও এখনও পর্যন্ত ব্যবহারকারীরা মূলত লিমিটেড ডাটা প্যাকই ব্যবহার করে থাকেন, কারণ এটা সাশ্রয়ী। প্রতিদিন নির্দিষ্ট একটি সীমার মধ্যে ডাটার ব্যবহার করা খুব কঠিন হয়ে যাচ্ছে,দ্রুতগতির ইন্টারনেটের কারণে।

মূলত আমাদের ফোনের অ্যাপগুলো অতি দ্রুত অনেক ডাটা খরচ করে ফেলতে পারে সহজেই। তাই আপনার যদি লিমিটেড ডাটা প্যাক কেনা থাকে তবে, স্মার্টফোনে এই ডাটার ব্যবহার নিয়ন্ত্রন করা কিন্তু জরুরী।

আমাদের মধ্যে অনেকেই জানি না যে আমাদের স্মার্টফোনে এই ডাটার ব্যবহার নিয়ন্ত্রন করতে বেশ কিছু ফিচার উপলব্ধ রয়েছে। এই ফিচারগুলো ব্যবহার করে মোবাইল ডাটার ব্যবহার অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হবে।

ভারতে এই প্রথমবার 5G Android ট্যাবলেট লঞ্চ করেছে Lenovo l দেখে নিন তার মূল্য এবং অন্যান্য বিবরণ।

আবার মাথায় রাখতে হবে যে ডাটার ব্যবহার সীমাবদ্ধ করে দিলে অনেক অ্যাপই সাধারনভাবে কাজ নাও করতে পারে, বিশেষ করে যেসব অ্যাপ নিয়মিত ডাটা ব্যবহারের মাধ্যমে আপনাকে আপডেট জানাতে থাকে। তাই এসব ফিচার চালুর আগে কী করছেন সে ব্যাপারে নিশ্চিত হয়ে তবেই আগানো গুরুত্বপূর্ণ।

Iphone-এ ডাটা ব্যবহারের নিয়ন্ত্রনে যা যা করণীয়:

Iphone Android ফোনে ডাটার ব্যবহার নিয়ন্ত্রন করার জন্য আলাদা আলাদা বিভিন্ন ফিচার রয়েছে। আমরা প্রথমে আইফোনের ডাটার ব্যবহার নিয়ন্ত্রন করার বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করবো।

WIFI assist ডিজাবল করা:

Iphone-এ IOS 9 থেকেই WIFI assist নামের একটি নতুন ফিচার যুক্ত ছিল, যার মাধ্যমে আইফোনে WIFI-এর কম গতি থাকলেও স্বয়ংক্রিয়ভাবেই মোবাইল ডাটা ব্যবহার করা শুরু করতে পারে। এটা নিরবিচ্ছিন্নভাবে অনলাইনে থাকতে আপনাকে সাহায্য করলেও আপনার মোবাইল ডাটা আপনার অজান্তেই ব্যবহার হয়ে যেতে পারে। এইজন্য লিমিটেড ডাটা থাকলে এই ফিচারটি বন্ধ করে রাখাই ভালো।

এই ফিচারটি বন্ধ করার জন্য যা করতে হবে :

১) Iphone -এর সেটিংস পেজে প্রবেশ করুন।

২) তারপর সেখান থেকে ‘Cellular’ অপশনে ক্লিক করুন।

৩) নতুন পেজের একদম নিচে চলে যান স্ক্রল করে। সেখানে ‘Wifi Assist’ নামের পাশে একটি টগল দেখতে পাবেন। এটি বন্ধ করে দিন ট্যাপ করে।

৪) এরপর থেকে আপনার আইফোন আর একা একাই ডাটার ব্যবহার পরিবর্তন করবে না। আপনি নিজের ইচ্ছামতো মোবাইল বা ওয়াইফাইয়ে ডাটা ব্যবহার করতে পারবেন।

Jio Christmas Recharge Cashback। Jio দিতে চলেছে ধামাকা  cashback অফার। না দেখলে আপনিও পস্তাবেন ।

Iphone-এ মোবাইলের ডাটা ম্যানুয়ালি কিভাবে অন করবেন:

আমাদের মধ্যে অনেকেই সবসময় মোবাইলের ডাটা চালু করে রাখি নিজেদের সুবিধার জন্য। কিন্তু এতে করে অতিরিক্ত ডাটা খরচের ঝুঁকি বেড়ে যায়। তাই যখন দরকার তখন মোবাইল ডাটা নিজেই এনাবল করে নেয়া ভালো অভ্যাস।
আপনারা Iphone-এর control centre থেকে সহজেই এই কাজটি করতে পারবেন। face ID থাকা Iphone-এর ডান পাশের কোণা থেকে সোয়াইপ করে আর হোম বাটন থাকা Iphone-এ নিচের কোণা থেকে উপরে swipe করে এই control centre-এ প্রবেশ করতে পারবেন।

বা দিকের কোণায় ৪টি আইকনের মধ্যে যে আইকনটি নেটওয়ার্ক টাওয়ারের মতো দেখতে সেটি ক্লিক করে আপনি মোবাইল ডাটা অন বা অফ করতে পারবেন। এই আইকনটি সবুজ রঙে থাকলে মোবাইল ডাটা চালু থাকে আর ধূসর রঙের হলে তা বন্ধ থাকে।

অন্যান্য অ্যাপে আলাদাভাবে মোবাইল ডাটার ব্যবহার কিভাবে বন্ধ রাখবেন:

অনেক সময়ই লক্ষ্য করা যায় কোনো একটি মোবাইল অ্যাপ আলাদাভাবে অনেক ডাটা ব্যবহার করছে। এক্ষেত্রে আপনি এই ফিচার ব্যবহার করে সহজেই সেই অ্যাপের মোবাইল ডাটার ব্যবহার নিয়ন্ত্রন করতে পারেন। এটি করার জন্য আপনাকে সেটিংসে গিয়ে ‘Cellular’ অপশনে ক্লিক করতে হবে। নিচের দিকে স্ক্রল করতে থাকলে আপনি আপনার Iphone-এ থাকা অ্যাপগুলোর তালিকা ও নামের পাশে ডাটা ব্যবহার বন্ধ করে দিতে টগল পাবেন।

Android-এ ডাটা ব্যবহারের নিয়ন্ত্রনে যা যা করণীয়:

Android ফোনেও রয়েছে ডাটা ব্যবহার নিয়ন্ত্রনের বেশ কিছু ভালো ফিচার। Iphone-এর মতো data limit ফিচারও পাবেন এখানে।

Android-এ মোবাইলের ডাটা ম্যানুয়ালি কিভাবে অন করবেন:

Iphone-এর মতোই Android-এও মোবাইল ডাটা সবসময় অন না রেখে ম্যানুয়ালি অন করা উচিত। মোবাইল ডাটা অন করতে অ্যান্ড্রয়েডে আপনাকে quick সেটিংস মেনু ওপেন করতে হবে যা উপরের কোণা থেকে নিচের দিকে সোয়াইপ করলেই পেয়ে যাবেন।

এখানে উপরে ও নিচের দিকে অ্যারো থাকা আইকনের পাশে আপনার ক্যারিয়ারের নাম দেখতে পাবেন একটি টাইলে। এই টাইলে ট্যাপ করার মাধ্যমে সহজেই মোবাইল ডাটা দ্রুত নিজের ইচ্ছামতো চালাতে পারবেন।

কবে থেকে চালু হবে BSNL 5G পরিষেবা, তার সম্ভাব্য দিন তারিখ জানালেন অশ্বিনী বৈষ্ণব। | BSNL 5g Launch Date

data saver ফিচার ব্যবহার করার উপায়:

data saver ফিচারটি Android-এ মূলত মোবাইল ডাটার ব্যবহার নিয়ন্ত্রন করতে দেয়া হয়েছে। এই ফিচার অন করার মাধ্যমে আপনি আপনার Android-এ থাকা সকল অ্যাপের মোবাইল ডাটার ব্যবহার কমাতে পারবেন।

এই ফিচারটি এনাবল করার পদ্ধতি:

১) প্রথমে অ্যান্ড্রয়েডের সেটিংস অপশনে চলে যান।
২) তালিকা থেকে ‘Network & internet’ অপশনটি সিলেক্ট করুন।
৩) নতুন পেজে ‘Data Saver’ নামের অপশনটি দেখতে পাবেন। ট্যাপ করুন।
৪) এখান থেকে ‘Use Data Saver’ অপশনের পাশে থাকা টগলটি অন করে দিন।

এইভাবে আপনার Data Saver অপশনটি চালু হয়ে যাবে। তবে এটি Iphone-এর মতো পুরোপুরি মোবাইল ডাটা ব্যবহার বন্ধ করবে না। Android নিজে নিজেই বিভিন্ন অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডাটার ব্যবহার কমিয়ে ফেলবে। ফলে অনেক অ্যাপে ফটো বা অন্যকিছু লোড হবে শুধুমাত্র আপনি ক্লিক করলেই।

অন্যান্য অ্যাপে আলাদাভাবে মোবাইল ডাটার ব্যবহার কিভাবে বন্ধ রাখবেন:

Android-এ প্রত্যেকটি অ্যাপে আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড ডাটার ব্যবহার বন্ধ করে রাখতে পারেন। অর্থাৎ আপনি যখন সেই অ্যাপটি ব্যবহার করবেন না তখন সেই অ্যাপ মোবাইল ডাটা ব্যবহার করে ইন্টারনেটে যুক্ত হতে পারবে না। এই ফিচার ব্যবহার করলে মেসেজিং অ্যাপগুলোতে নতুন মেসেজ আসার নোটিফিকেশন নাও পেতে পারেন। তাই সতর্ক হয়ে এই ফিচারটি ব্যবহার করুন।

১) কোন নির্দিষ্ট অ্যাপে ব্যাকগ্রাউন্ড ডাটা ব্যবহার বন্ধ রাখতে সেই অ্যাপের আইকন ক্লিক করে হোল্ড করে ‘App Info’ তে প্রবেশ করুন।

২) Mobile data & Wi-Fi’ অপশনে ক্লিক করুন।
৩) এখান থেকে ‘Background data’ লেখার পাশে টগলটি বন্ধ করে দিন।

এখন থেকে এই অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। এই ফিচারের মাধ্যমে আপনি মোবাইল ডাটার ব্যবহারও একদম কমিয়ে আনতে পারেন। এভাবেই আপনার স্মার্টফোনে চাইলেই আপনি মোবাইল ডাটার ব্যবহার নিয়ন্ত্রন করতে পারেন সহজেই।


written by- subir barman

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment