এবার আর ১৮ নয় ১৭ বছর বয়স থেকেই করা যাবে ভোটার কার্ডের জন্য আবেদন। নির্বাচন কমিশনের বড় ঘোষণা । voter id apply under 17

ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি জরুরী ঘোষণা করা হলো সমস্ত ভোটার কার্ড হোল্ডার দের উদ্দেশ্যে। আর সেটি হল যে এখন থেকে আর ১৮ বছর নয় ১৭ বছর বয়স থেকে প্রত্যেকেই ভোটার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। তবে এই কার্ড ১৭ বছরে এপ্লাই করলেও ১৮ বছর না হওয়া পর্যন্ত কোন কার্ড হোল্ডাররাই কার্ড হাতে পাবেন না। 

এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তিনি জানিয়েছেন,ইতিমধ্যেই নতুন ভোটার কার্ড হোল্ডারদের প্রি রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। এবার ১৭ বছর বয়স হয়ে গেলেই সকলেই ভোটার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। 

রূপশ্রী প্রকল্পে আবেদন করলেই পাওয়া যাবে নগদ ২৫,০০০ টাকা l কিভাবে আবেদন করবেন দেখে নিন সহজ পদ্ধতি l Rupashree Prakalpa 2023

তিনি আরো বলেন যে এই ভোটার কার্ড পোস্ট অফিসের মাধ্যমেই পৌঁছে দেওয়া হবে সংশ্লিষ্ট আবেদনকারীর ঠিকানায়। তবে একইসঙ্গে ভোটার কার্ড সংক্রান্ত কিছু নিয়মেও বদল আনা হয়েছে। পুরনো নিয়ম অনুযায়ী, এতদিন ১লা জানুয়ারির আগে জন্মতারিখ থাকলে, নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করা যেত।

 কিন্তু এখন নতুন নিয়মে ভোটার তালিকায় নাম সংযোজন এবং নাম ভুল সংশোধনের জন্য বছরে ৪ বার সময় মিলবে। নির্বাচন কমিশনের আশা, এই পদ্ধতির ফলে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে অনেক জটিলতা কেটে যাবে। এখন থেকে ১৭ বছরের তরুণ তরুণীরাই আবেদন করতে পারবেন ভোটার তালিকায় নাম তোলার জন্য। 

পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু হলো গতিধারা প্রকল্প। যেখানে আবেদন করলেই পাওয়া যাবে গাড়ি কেনার জন্য নগদ টাকা। Gatidhara Prakalpa 2023

প্রয়োজনীয় পদ্ধতি অনুসরণ করে এবং নথিপত্র জমা দিয়েই সকলে আবেদন করতে পারবেন। কিন্তু ভোট দেওয়ার অধিকার ১৮ বছর থেকেই শুরু হবে। তবে ১৭ বছর বয়স থেকেি প্রত্যেকে আবেদন করতে পারবেন ভোটার কার্ডের জন্য। কিন্ত নির্দিষ্ট সময়ে ১৮ বছর পার হলেই পোস্ট অফিসের মাধ্যমে সেই ভোটার কার্ড নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।

wriiten by- Dulal Roy

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment