ঋণ পরিশোধে অক্ষম VI (VODAFONE IDEA), 5G লঞ্চের কোনো নাম গন্ধ নেই!, তাহলে কী হবে VI গ্রাহকদের? │VODAFONE IDEA Breaking news

কিছুদিন পূর্বেই ভারতে AirtelReliance Jio 5G লঞ্চ করেছে । কিন্তু এখনও পর্যন্ত 5G লঞ্চের নাম করছেন না দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea। আর সেই কারণেই প্রতি মাসে হু হু করে কমছে গ্রাহক সংখ্যা। এর জন্য ঋণের পরিমাণও দিনে দিনে বেড়েই চলেছে, আর এই ঋণ পরিশোধে অক্ষম হয়ে পড়ছে VI telecom কোম্পানিটি।

এদিকে প্রায় প্রতি সপ্তাহেই ভারতের নতুন নতুন শহরে চালু হচ্ছে Reliance JioAirtel এই দুই সংস্থার 5G সার্ভিস। ইতিমধ্যেই দেশের 72টি শহরে 5G নেটওয়ার্ক লঞ্চ করেছে Reliance Jio সংস্থাটি । এমতাবস্থায় এখনও পর্যন্ত 5G লঞ্চ পিছিয়ে থাকার কারণে অনেক গ্রাহক হারাতে হচ্ছে VI telecom সংস্থাটিকে।

এইদিকে 5G লঞ্চ করতে মাথার ঘাম পায়ে পড়ছে ভোডাফোন আইডিয়ার, আর সংস্থারটির ঘাড়ে রয়েছে বিপুল পরিমাণ ঋণের বোঝা। টেলিকম সংস্থার তরফ থেকে প্রায় 7,000 কোটি টাকা লোন চাওয়া হয়েছে।

Airtel DTH সেট-টপ বক্স l আপগ্রেড করার সময় এবং ধামাকাদার অফার সম্পর্কে জেনে নিন।

জানা গিয়েছে, Indus Towers নামে এক সংস্থার কাছে বিপুল পরিমাণ ঋণ পরিশোধ করতেই এই অর্থ সংগ্রহ করার পরিকল্পনা নিয়েছে VI । দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাঙ্কের সঙ্গে এই বিষয়ে কথা শুরু করেছে টেলিকম সংস্থাটির। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসার কারণে VI সংস্থার ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।

গত বছর মানে 2022 সালের সেপ্টেম্বর মাসে মোট 7,595.5 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছিল VI । এই মাসে প্রায় 60 লক্ষ সাবস্ক্রাইবার VI ছেড়ে অন্য নেটওয়ার্কে যোগ দিয়েছিলেন। অদূর ভবিষ্যতে 5G লঞ্চের কোনও পরিকল্পনা না থাকার কারণে এই সংখ্যা আরও বেড়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে।

VI (VODAFONE IDEA) নিয়ে কেন্দ্রের চূড়ান্ত পরিকল্পনা কী তা জানার অপেক্ষায় রয়েছেন ঋণদাতারা। অন্যদিকে সরকারের আশা, কোনভাবে ঋণ পেয়ে এ যাত্রায় বেঁচে যাবে ধুঁকতে থাকা টেলিকম সংস্থাটি।

বাজারে 5G নেটওয়ার্ক চলে আসতেই বেহাল 4G নেটওয়ার্ক , অভিযোগের ঝড় প্রত্যহ বাড়ছে Jio ও Airtel গ্রাহকদের।

এই বিষয়টি উচ্চ পর্যায়ে পৌঁছানোর পর ব্রিটিশ সরকার ভারত সরকারের কাছ থেকে চূড়ান্ত স্পষ্টতা পাওয়ার জন্য, ইকুইটি রূপান্তর ঘোষণা করার জন্য কূটনৈতিক চ্যানেল ব্যবহার করতে প্ররোচিত করেছে। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা, এবং VI এর একজন প্রোমোটার, সম্প্রতি টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে ইকুইটি রূপান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করতে দেখা করেছিলেন।

এই মুহূর্তে VI এর 5G লঞ্চের কথা বাদ দিলেও গ্রাহক ধরে রাখতে সংস্থার প্রয়োজন 4G নেটওয়ার্ক বিস্তার। একই সঙ্গে আরও বেশি সার্কেলে VI-WiFi সার্ভিস লঞ্চ করা প্রয়োজন। এই কোম্পানিটির আর্থিক পরিস্থিতির জন্য মূলত পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন অনেক গ্রাহকেরা ।

রাতারাতি নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ার পরিকল্পনা না থাকলেও অনেকেই লম্বা ভ্যালিডিটি রিচার্জ না করার পরামর্শ দিচ্ছেন VI গ্রাহকদের।

written by- subir barman

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment