Vande Bharat Ticket : ভারতীয় রেলের পক্ষ থেকে এই প্রথমবারই সমস্ত গ্রাহকদের জন্য নিয়ে আসা হলো সেমি হাইস্পিড বন্দে ভারত ট্রেন। তবে ইতিমধ্যেই কলকাতার সুনাম ছড়িয়ে পড়েছে সমগ্র দেশ জুড়ে এই বন্দেভারত ট্রেনটি পশ্চিমবঙ্গ পাওয়ায়।
হাওড়া থেকে ছাড়া এই বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে ৬ দিন চলবে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। তবে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই ট্রেনের টিকিট বুকিং। শুক্রবার সকাল আটটা থেকে টিকিট বুকিং। আর এই ট্রেনের টিকিট চালু হওয়ায় পর থেকেই অর্থাৎ ১ জানুয়ারিতেই অনেক প্যাসেঞ্জার এই গাড়ির টিকিট বুকিং করে ফেলেছেন।
তবে কিছু দিন আগে পর্যন্ত নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য শতাব্দী এক্সপ্রেস ছিল সব থেকে প্রিমিয়াম ট্রেন। আর এবারে শতাব্দী এক্সপ্রেস কে টেক্কা দিল বন্দে ভারত। এই ট্রেনের ফিচার যেমন শতাব্দী থেকে বেশি, ভাড়া তেমনি অনেকটাই বেশি। আর এই বেশি ভাড়ার মধ্যে থেকেও আপনি কি করে ভালো ডিসকাউন্ট পেতে পারেন এই ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে জেনে নিন বিস্তারিত।
যেভাবে টিকিট বুকিং করলে পাওয়া যাবে দারুন ডিসকাউন্টঃ
IRCTC প্রদত্ত তথ্য অনুযায়ী শতাব্দী এক্সপ্রেসের এসি চেয়ারকারের ভাড়া ১৬৪৫ টাকা। এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ২৫০৫ টাকা। অন্যদিকে বন্দে ভারতে এক্সপ্রেস এর ক্ষেত্রে এসি চেয়ার কারের ভাড়া হবে ১৫৬৫ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ২৮২৫ টাকা।
মাত্র ৭ ঘণ্টাতেই এই ট্রেন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি জংশন এ পৌঁছবে।
এই সময়ের মধ্যে যাত্রীদের ব্রেকফাস্ট লাঞ্চ এবং স্ন্যাকস দেবে IRCTC। তবে এ খাবার না নিলে আপনার বেশ কিছুটা টাকা বেঁচে যাবে।
নতুন সালে আপনার প্যান কার্ড অকেজো হয়ে যাওয়ার আগেই করে ফেলুন এই সমস্ত কাজগুলি
খাবার দেওয়া বা না নেওয়া পুরোপুরি কিন্তু যাত্রীদের ইচ্ছার উপরে রয়েছে। তারা যদি কোন খাবার গ্রহণ না করেন তাহলে তারা বেশ কিছুটা টাকা বাঁচাতে পারেন। যদি আইআরসিটিসির তরফে দেওয়া খাবার কোন যাত্রী না গ্রহণ করেন তাহলে বন্দে ভারত এসি চেয়ার কারে টিকিটের খরচ পড়বে ৩৭৯ টাকা কম। অন্যদিকে যদি কোন ব্যক্তি এক্সিকিউটিভ চেয়ার-কারের যাত্রী হন তিনি খাবার না নিলে তার ভাড়া হবে ২৩৯১ টাকা।
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।