আজকের বাজারে অনলাইন লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ইউপিআই বিভিন্ন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে অনায়াসে করা যায় এই ইউপিআই পেমেন্ট। আর ঠিক এই কারনেই বদলে যাচ্ছে UPI-এর নিয়মকানুন। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) বিষয়ে।
সেই বিজ্ঞপ্তিতে সুপারিশ করা হয়েছে, পরবর্তী আর্থিক বছরের প্রথম দিন অর্থাৎ ১ এপ্রিল ২০২৩ থেকে UPI-এর মাধ্যমে করা মার্চেন্ট পেমেন্টের উপর প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট বা PPI চার্জ নেওয়া উচিত। যদি ২০০০ টাকার বেশি ইউপিআই ট্রানজাকশন হয় এবং তা বিভিন্ন প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্টের (PPIs) মাধ্যমে হয়, তাহলে ১.১ শতাংশ ইন্টারচেঞ্জ ফি দিতে হবে।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই ‘ফি’- এর পরিমাণ রিভিউ করা হবে। নতুন নিয়ম চালু হলে ব্যাঙ্ক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের আয় কিছুটা হলেও বৃদ্ধি পাবে।
★ইউপিআই- এর নতুন নিয়মে যা বলা হয়েছেঃ
১) বর্তমানে যদি ডিজিটাল ওয়ালেট যেমন- পেটিএম- এর মাধ্যমে ইউপিআই ২০০০ টাকা বা তার বেশি পেমেন্ট করা হয় তাহলে ১.১ শতাংশ ইন্টারচেঞ্জ ফি দিতে হবে।
২) ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে যদি ২০০০ টাকার কম ইউপিআই পেমেন্ট করা হয় তাহলে নতুন নিয়ম গ্রাহ্য হবে না।
৩) মার্চেন্ট বা ব্যবসায়ীর তরফে এই ‘ফি’ প্রযোজ্য হবে। মার্চেন্ট বা ব্যবসায়ী যাঁর থেকে টাকা পেয়েছেন তাঁকেই দিতে হবে এই ইন্টারচেঞ্জ ফি।
৪) সেক্ষেত্রে ব্যবসায়ী ভোক্তাকে টাকা দেবেন নাকি দেবেন না সেটা বেছে নিতে পারেন।
৫) প্রতিদিন যে ইউপিআই ট্রানজাকশন করা হয়, অর্থাৎ ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, সেটা ফ্রিতেই হবে। আলাদা করে কোনও টাকা দেওয়ার প্রয়োজনীয়তা নেই।
NPCI-এর তরফে জারি করা নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হলে সেই লেনদেনের উপর কোনও চার্জ নেওয়া যাবে না। NPCI-র তরফে জানানো হয়েছে, UPI পেমেন্টে ব্যাঙ্ক বা গ্রাহককে চার্জ করা হবে না। এই পরিবর্তন আসছে শুধু প্রি-পেমেন্ট ওয়ালেটে অন্তর্ভুক্ত নতুন ব্যবস্থার উপর এই চার্জ ধার্য করা হবে। ১ শতাংশ পর্যন্ত নতুন চার্জ নেওয়া হতে পারে।
★এই ইন্টারচেঞ্জ ফি আসলে কী?
টাকা ট্রানজাকশনের প্রসেসিংয়ের ক্ষেত্রে একটি ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কের ক্ষেত্রে এই ইন্টারচেঞ্জ ফি চার্জ করতে পারে। এক্ষেত্রে যিনি টাকা পাচ্ছেন তিনি প্রদানকারীর ব্যাঙ্কে ওই ফি অর্থাৎ টাকা দেবেন।
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।