দেশের সমস্ত বেকার চাকরি-প্রার্থীদের জন্য আবারও দারুন একটি খুসির খবর, আর সুখবর বলছি এই কারনেই যে বর্তমানে আপনি যদি যে কোনো ব্যাঙ্কে চারকির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্যই।
কেননা ইতিমধ্যেই Union Bank এর তরফে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে,তো চলুন এবার জেনে নেওয়া যাক এই ইউনিয়ন ব্যাংকে (Union Bank) চাকরির আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা থেকে শুরু করে আরো নানান বিস্তারিত খুঁটিনাটি সম্পর্কে।
Bank Of India তে প্রচুর পরিমাণে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলছে। মাসিক বেতন ৬৩ হাজার টাকা। Bank Job 2023
★যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবেঃ
বর্তমানে ইউনিয়ন ব্যাংকে এই সমস্ত পদেই কর্মী নিয়োগ করা হবে নিচে তা বিস্তারিত ভাবে একে একে দেওয়া হলঃ
Chief Manager (Chartered Accountant)
Senior Manager(Credit Officer)
Manager(Credit Officer)
★শিক্ষাগত যোগ্যতাঃ
Chief Manager (Chartered Accountant)- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই Institute Of Chartered Accountants Of India এর একজন সহকারী সদস্য হতে হবে। সেই সঙ্গে কোনো Bank/NBFC/FIs/Credit Rating Agency তে Chief Manager পদে কমপক্ষে ৬ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
★বয়স সীমাঃ
এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৫-৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PWD প্রার্থীরা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
Senior Manager(Credit Officer)
এই পদে আবেদন করতে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। সেই সঙ্গে যে কোনো Commercial Bank এ Corporate Credit এর কাজ করার অন্তত পক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
স্নাতক পাশে SBI গ্ৰুপ C পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৯ হাজার টাকা । SBI Group-C Job 2023
★বয়স সীমাঃ
এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PWD প্রার্থীরা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
Manager(Credit Officer)
এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। সেই সঙ্গে যে কোনো Commercial Bank এ Corporate Credit এর কাজ করার অন্তত পক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
★বয়স সীমাঃ
এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২২-৩৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PWD প্রার্থীরা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন
★আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক
Union Bank এর পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে আবেদন করতে হলে আপনাকে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
১) প্রথমে Union Bank এর অফিসিয়াল ওয়েবসাইট www.unionbankofindia.co.in এ প্রবেশ করতে হবে।
২) তারপর সেখানে “Recruitments” অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর যে নতুন window open হবে সেখানে “Careers Overview” লিঙ্কে ক্লিক করতে হবে।
৪) এরপর যে নতুন window open হবে সেখানে রেজিস্ট্রেশনের লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য সমূহ দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৫) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।
৬) Login করার পর একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে নিজের নাম, অভিভাবকের নাম, বয়স, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে এবং আপনি যে পদের জন্য আবেদন করবেন সেটিকে এবং তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাকে Select করে Ok Option এ ক্লিক করে Next Button এ ক্লিক করতে হবে।
৭) এরপর একে একে যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করেছেন সেই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে আবারও Next Button এ ক্লিক করতে হবে।
৮) এরপর আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরি ও OBC ক্যাটাগরির প্রার্থীরা ৮৫০ এবং SC, ST, PWD প্রার্থীরা ১৫০ টাকা করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
৯) সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্ম ও অ্যাপ্লিকেশান ফি এর রিসিপ্ট কপির একটি করে প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দিতে হবে।
নিজ নিজ এলাকার পোস্ট অফিস গুলোতে একাধিক শূন্য পদে চাকরির সুযোগ l যোগ্যতা মাধ্যমিক পাস l দেখে নিন আবেদন পদ্ধতি সম্পর্কে l WB Post Office job 2023
★প্রয়োজনীয় ডকুমেন্টঃ
বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
১) দেশের স্থায়ী নাগরিকত্বের প্রমান পত্র হিসেবে আধার কার্ড স্ক্যান করা।
২) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা ।
৩) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৪) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।
৫) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
৬) কালো ডট পেন দিয়ে করা আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।
৭) হাতে লেখা সেলফ ডিক্লিয়ারেশান সার্টিফিকেট স্ক্যান করা।
নিয়োগ পদ্ধতি সম্পর্কে জেনে নিনঃ
এখানে আবেদনকরা প্রার্থীদের Documents Verification, এবং Personal Interview মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।