ইতিমধ্যেই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অর্থাৎ UIDAI এর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে ডেপুটেশনের ভিত্তিতে একাধিক শূন্য পদে নেওয়া হচ্ছে কর্মী তবে সেই পথগুলি সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হলো। ১) সিনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার, ২) প্রাইভেট সেক্রেটারি, ৩) সেকশন অফিসার, ৪) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অফিসার এবং ৫) অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র প্রকাশিত করা হয়েছে। এই পদে সমস্ত ইচ্ছুক ও আগ্রহী প্রার্থীরা খুব শীঘ্রই আবেদন করতে পারবেন এই নিয়োগে। তবে আপনাদের জানিয়ে রাখি যে এই নিয়োগের বিষয়ে আরও বিশদে জানতে সকল প্রার্থীরা UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।
তো চলুন এবার জেনে নেওয়া যাক এই নিয়োগের সমস্ত বিস্তারিত সম্পর্কেঃ
আবেদনের তারিখ সমূহঃ
এই নিয়োগের প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। তবে আগামী ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে সকল ইচ্ছুক প্রার্থীকে আবেদন করতে হবে। সমস্ত প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
সিনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসারের পদের জন্য আবেদনকারী প্রার্থীকে কেন্দ্রীয় সরকারের প্যারেন্ট ক্যাডার বা বিভাগে রেগুলার পোস্টে থাকা অফিসার হতে হবে এবং পে ম্যাট্রিক্স লেভেল ৯ অনুযায়ী দুই বছরের নিয়মিত চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।বেতন ম্যাট্রিক্স লেভেল ৮ অনুযায়ী পাঁচ বছরের নিয়মিত সার্ভিসের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীরা যাঁরা রাজ্য সরকার বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা স্বায়ত্তশাসিত সংস্থায় প্রয়োজনীয় অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট গ্রেডে রেগুলার সার্ভিস দিয়েছেন তাঁরাও আবেদনের যোগ্য।চার্টার্ড অ্যাকাউন্টেন্ট/কস্ট অ্যাকাউন্টেন্ট/এমবিএ (ফিনান্স)-র পেশাগত যোগ্যতা থাকা প্রার্থীরা বা যাঁরা কেন্দ্রীয়/ রাজ্য সরকারের সংগঠিত অ্যাকাউন্টস ক্যাডারের এসএএস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বা আইএসটিএম দ্বারা সংগঠিত ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্টস ট্রেনিং সফল ভাবে সম্পন্ন করেছেন তাঁরাও আবেদনের যোগ্য।এছাড়াও প্রার্থীদের কম্পিউটারে প্রাথমিক দক্ষতা থাকা আবশ্যিক ।
বয়সসীমাঃ
এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতনঃ
১) এই নিয়োগে সিনিয়র অ্যাকাউন্ট অফিসার- লেভেল ১০ হাজার টাকা দেওয়া হবে।
২) প্রাইভেট সেক্রেটারি- লেভেল ৮ হাজার টাকা দেওয়া হবে।
৩) সেকশন অফিসার- লেভেল ৮ হাজার দেওয়া হবে।
৪) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার- লেভেল ৮ হাজার টাকা দেওয়া হবে।
৫) অ্যাকাউন্টেন্ট- লেভেল ৫ হাজার টাকা দেওয়া হবে।
আবেদন পদ্ধতিঃ
সকল প্রার্থীদের UIDAI -এর ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। এরপর সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ প্রতিষ্ঠানের নিজস্ব ঠিকানায় পাঠাতে হবে।
যে ঠিকানায় তথ্যগুলি পাঠাতে হবেঃ
Unique Identification Authority of India (UIDAI), Regional Office, Delhi, Below supreme court Metro Station, Pragati Maidan, New Delhi- 110001’।