নতুন ভাবে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য কী ভাবে আবেদন করবেন জেনে নিন তার সহজ পদ্ধতি গুলি। Swasthya Sathi Card Apply

স্বাস্থ্য সম্পর্কিত একটি উক্তি হল – “স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ।” এই উক্তি সত্যি প্রমাণিত হয় যখনই ছোট ছোট অসুস্থতা আমাদের দৈনন্দিন কাজগুলিতে বাধা পুরোভুক্ত করে। আর যখন কোনো গুরুতর অসুস্থতা ঘটে, তখন শুধুমাত্র রুগী ও পরিবারের উপর নয়, এর আর্থিক এবং মানসিক প্রভাব সম্পূর্ণ সমাজের উপরও পড়ে।

পশ্চিমবঙ্গ সরকার মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প চালাচ্ছে, যেগুলোর মধ্যে স্বাস্থ্য সাথী প্রকল্প (Swasthya Sathi Card Apply) অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পটি মানুষের অসুস্থতার সময় অর্থের টানাপোড়েনের অসুবিধা দূর করে তাদেরকে সহায়তা করে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের উদ্বোধন করেছেন এবং তাকে সূচনা করেন এই প্রকল্প মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

২০২৩ সালে খাদ্য সাথী কার্ডের রেজিস্ট্রেশন ফর্ম PDF কি ভাবে ডাউনলোড করবেন দেখে নিন বিস্তারিত l Khadya Sathi Card download 2023

★স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করতে হলে যে সমস্ত যোগ্যতা থাকতে হবেঃ-

১. যারা সরকার কিংবা সরকারের অধীনস্থ সংস্থায় চাকরি করেন কিন্তু কোনো চিকিৎসা ভাতা পান না। তাদের পরিবার স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য যোগ্য।

২. যেসব পরিবারের কারোর স্বাস্থ্য সাথী কার্ড নেই। তারা এই কার্ডের জন্য আবেদন যোগ্য।

৩. পরিবারের কারোর যদিই এসআই অথবা রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের কোনো হেলথ ইন্স্যুরেন্স এ নাম নথি ভুক্ত করা না থাকে তাহলে তারা স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

★স্বাস্থ্য সাথী কার্ড এর মূল উদ্দেশ্য কিঃ

স্বাস্থ্য সাথী প্রকল্প একটি মৌলিক স্বাস্থ্য বিনিয়োগ যা রাজ্যের দরিদ্র এবং দুর্বল শ্রেণির মানুষদের জন্য তৈরি করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সরকার কঠিন অসুখে ভোগী লোকদের জন্য নির্ধারিত হাসপাতাল এবং নার্সিংহোম গুলিতে বিনা খরচে চিকিৎসা সুবিধা দেওয়া হয়।

এই প্রকল্পের মাধ্যমে পরিবার পিছু ৫ লক্ষ টাকার অনুদান দেওয়া হয় যাতে পরিবার এবং রুগী উভয়ের জন্য কোনো আর্থিক দুর্বলতা হতে না পারে। সাথে সাথে চিকিৎসার মূল্য পরিবারের নিকট থেকে হ্রাস করে দেয়া হয়।

এই প্রকল্পের উদ্দেশ্য হল রাজ্যের স্বাস্থ্যসেবা সুবিধার মাধ্যমে দরিদ্র ও দুর্বল শ্রেণির মানুষদের সাথে সমান অধিকার বিতরণ করা। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সম্পূর্ণরূপে স্বাস্থ্য সেবা সারাদেশে ।

★স্বাস্থ্য সাথী কার্ডের জন্য যেভাবে আবেদন করতে হবে (Swasthya Sathi Card Apply):-

১. অনলাইনে স্বাস্থ্য সাথী প্রকল্পে আবেদন করতে গেলে প্রথমে স্বাস্থ্য সাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://swasthyasathi.gov.in -এ যেতে হবে।

২. এরপর হোমপেজের Apply Online বাটনে ক্লিক করতে হবে।

৩. তারপর Online Application For Swasthyasathi Card এ ক্লিক করতে হবে।

৪. আর একটি নতুন পেজ খুলে যাবে তাতে নিজের ফোন নাম্বার দিতে হবে।

৫. OTP যাবে নির্দিষ্ট নাম্বারে।

৬. OTP লিখে Submit বাটনে ক্লিক করতে হবে।

৭. এরপর স্বাস্থ্য সাথীর অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে।

৮. সেখানে যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে Submit বাটনে ক্লিক করলেই স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য আবেদন সম্পূর্ণ হবে।

বাংলা আবাস যোজনার নিয়মে আসতে চলেছে বড়সড় বদল l তাই এবার ঘরের টাকা পেতে অবশ্যই করতে হবে এই সমস্ত কাজগুলো l PM Awas Yojana scheme

★স্বাস্থ্য সাথী প্রকল্পের মূল বৈশিষ্ট্যঃ

১) এই কার্ডে নাম নথি ভুক্ত করার কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই।

২) কার্ডের মেয়াদ এক বছর অব্দি। প্রত্যেক বছর স্বাস্থ্য সাথী কার্ড রিনিউওয়াল করাতে হবে।

৩) যতোদিন রুগী কোনো হাসপাতাল বা নার্সিংহোমে থাকবেন ততোদিন পর্যন্ত খরচা বহন হবে কার্ডটির মাধ্যমে।

৪) রুগীর ছুটি পাওয়ার পর গাড়ি ভাড়া হিসেবে ২০০-৫০০ টাকা অব্দি দেওয়া হয়।

৫) স্বাস্থ্য সাথী মোবাইল অ্যাপ থেকে নিকটবর্তী হাসপাতালের তালিকা পাওয়া যায়।

৬) GPRS এর মধ্যে দিয়েও নিজের সব চেয়ে কাছের হাসপাতালের নির্বাচন করা যায়।

৭) যিনি এই প্রকল্পের অধীনে আছেন তিনি URN নাম্বার দিয়ে Balance ও Transaction এর বিষয়ে সব ডিটেলস পেয়ে যাবেন।

written by- Dulal Roy

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment