স্টাফ সিলেকশন কমিশনের তরফে ১১,৪০৯ টি শূন্যপদে কর্মী নেওয়া হচ্ছে l যোগ্যতা মাধ্যমিক পাস l SSC MTS Application Form 2023

সমস্ত চাকরি-প্রার্থী দের জন্য আবারো দারুন একটি সুখবর কেননা ইতিমধ্যেই স্টাফ সিলেকশনের পক্ষ থেকে একাধিক শূন্য পদে নেওয়া হচ্ছে কর্মী। এবং আপনি যদি হাইস্কুল অর্থাৎ দশম শ্রেণি পাশ করে থাকেন এবং সরকারি চাকরিতে নিয়োগের অপেক্ষায় থেকে থাকেন তাহলে এই সুখবর শুধুমাত্র আপনার জন্যই।

ইতিমধ্যেই স্টাফ সিলেকশন কমিশন (SSC) কেন্দ্রীয় সরকারের বিভাগ, সাংবিধানিক সংস্থা, অফিসগুলিতে গ্রুপ সি-এর ১১,৪০৯ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতি বছর আয়োজিত SSC মাল্টি টাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াটি SSC দ্বারা সংগঠিত হবে। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই নিয়োগের আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সমস্ত খুঁটিনাটি –

প্রকাশিত হলো JEE মেইন ২০২৩ এর অ্যাডমিট কার্ড l কী ভাবে ডাউনলোড করবেন দেখে নিন সহজ পদ্ধতি। JEE Main Admit Card 2023 Download

★যে সমস্ত পদে লোক নেওয়া হবেঃ

এই নিয়োগে মাল্টি-টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ। এখানে ১০,৮৮০ গুলি শূন্য পদ রয়েছে। এবং হাভালদার (সিবিআইসি এবং সিবিএন) এই সমস্ত নিয়। এখানে ৫২৯ টি শূন্য পদ রয়েছে।

★SSC MTS এর আবেদনপত্র 2023ঃ

স্টাফ সিলেকশন কমিশনের এই সময়ের মাল্টি টাস্কিং পরীক্ষার মাধ্যমে, কেন্দ্রীয় বিভাগগুলিতে গ্রুপ সি-এর অধীনে ১০,৮৮০ জন মাল্টি টাস্কিং স্টাফ এবং সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) এবং সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্স (সিবিএন) পদে গ্রুপ সি-এর অধীনে মোট ৫২৯ হাভালদার নেওয়া হবে তার মানে বর্তমানে SSC MTS পরীক্ষা ২০২৩ এর মাধ্যমে মোট ১১,৪০৯ টি পদেই কর্মী নিয়োগ করা হবে।

★মোট শূন্যপদের সংখ্যাঃ

এই নিয়োগের জন্য মোট ১১৪০৯ টি শূন্য পদ রয়েছে।

★শিক্ষাগত যোগ্যতাঃ

MTS শূন্যপদে ২০২৩-এর জন্য আবেদনকারীদের অবশ্যই যে কোনও একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী পাস থাকতে হবে। এছাড়াও পাসের শংসাপত্র অবশ্যই থাকা বাধ্যতামূলক।

বয়স সীমাঃ

১) CBN (রাজস্ব বিভাগ) এ MTS এবং হাভালদারের কাজে আবেদনের জন্য ১৮-২৫ বছর মধ্যে হতে হবে। (অর্থাৎ ০২.০১.১৯৯৮ এর আগে এবং ০১.০১.২০০৫ এর পরে নয়) জন্মগ্রহণ হতে হবে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে শিক্ষা সংসদের নতুন নির্দেশিকা জারি করা হলো l না মানলে বাতিল হতে পারে আপনার উত্তরপত্রও l WBCHSE Exam 2023

২) ১৮-২৭ বছর (অর্থাৎ জন্ম ০২.০১.১৯৯৬ এর আগে নয় এবং ০১.০১.২০০৫ এর পরে নয়) CBIC (রাজস্ব বিভাগ)-এ হাভালদার এবং MTS-এর নির্দিষ্ট পদের জন্য।

★নিযোগ পদ্ধতি সম্পর্কে জেনে নিনঃ

SSC MTS এবং হাভালদার নিয়োগ পরীক্ষার অধীনে নির্বাচন প্রক্রিয়ায় ইতিমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। যার অধীনে SSC টিয়ার ২ পেপার সরিয়ে দিয়েছে, তবে এর আগে পর্যন্তও MTS পরীক্ষার অধীনে টিয়ার ১ এবং টিয়ার ২ ছিল। যার মধ্যে টিয়ার ২ বর্ণনামূলক ধরণের ছিল কিন্তু এখন SSC MTS হাভালদার নিয়োগের অধীনে শুধুমাত্র একটি পরীক্ষাই নেওয়া হবে কিন্তু এই পরীক্ষাটি কম্পিউটার ভিত্তিকই হবে।

পরীক্ষাটি ২টি সেশনে অনুষ্ঠিত হবে যাতে প্রথম সেশনে যুক্তি ও গণিত থেকে ২০-২০ টি প্রশ্ন করা হবে। যেখানে দ্বিতীয় অধিবেশনে সাধারণ সচেতনতা ও ইংরেজি থেকে ২৫টি করে প্রশ্ন থাকবে। এবং শুধুমাত্র সেই সকল প্রার্থী যারা সেশন ১ ক্লিয়ার করবেন তাদের সেশন ২ এর পেপার পরীক্ষা করা হবে। মেধা শুধুমাত্র অধিবেশন ২ কর্মক্ষমতা ভিত্তিতে তৈরি করা হবে।

★ নিচে বিস্তারিত দেওয়া হলোঃ

১) কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBE)।

২) শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)/ শারীরিক মান পরীক্ষা (PST) (শুধুমাত্র হাভালদার পদের জন্য)।

★আবেদন পদ্ধতিঃ

১) সবার প্রথমে, প্রার্থীদের স্টাফ সিলেকশন কমিশন- ssc.nic.in-এর অফিসিয়াল ওয়েবসাইট ব্রাউজ করতে হবে।

২) হোম পেজে যাওয়ার পর, সর্বশেষ সংবাদ বিভাগে এসএসসি এমটিএস বিজ্ঞপ্তি ২০২৩ দেখুন।

৩) এখন আপনি SSC MTS পরীক্ষার ২০২৩ বিজ্ঞপ্তির বিজ্ঞাপন ডাউনলোড করতে পারেন।

৪) সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ুন এবং যোগ্যতা, বেতন, এসএসসি এমটিএস আবেদন ফর্ম ২০২৩ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিবরণ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পান।

৫) আপনার যোগ্যতা যাচাই করুন এবং তারপর SSC MTS পরীক্ষার আবেদনপত্র ২০২৩ পূরণ করুন, যদি আপনি আগ্রহী হন।

৬) এবং তারপরে, প্রার্থীদের অবশ্যই বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিশদ অনুযায়ী নির্ধারিত আবেদন ফি প্রদান করতে হবে।

৭) এখন আপনি SSC MTS আবেদন ফর্ম ২০২৩-এ যে বিবরণগুলি পূরণ করেছেন তা পরীক্ষা করুন।

৮) তারপর শেষ তারিখের আগে অনলাইন SSC MTS ২০২৩ আবেদনপত্র জমা দিন।

মধ্যশিক্ষা পর্ষদের তরফে সমস্ত স্কুল শিক্ষকদের জন্য কড়া নির্দেশিকা জারি।

★গুরুত্বপূর্ণ তারিখ সমূহঃ

১) আবেদন শুরুর তারিখ ১৮ জানুয়ারী ২০২৩

২) আবেদনের শেষ তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৩

Official Website- ssc.nic.in

Written by – Dulal Roy

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment