CHSL টায়ার 1 এবং CGL টায়ার 2 পরীক্ষার সময়সূচী ও অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে বিস্তারিত জেনে নিন l SSC Exam Date 2023

স্টাফ সিলেকশন কমিশনের তরফে (SSC) তার নিজেদের ওয়েবসাইটে অর্থাৎ ssc.nic– এই সাইটে সম্মিলিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2023 (Tier-I) এবং সম্মিলিত স্নাতক স্তরের পরীক্ষা 2023 (Tier-II)-এর পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। এবং বলা হয়েছে এখানে যেসব প্রার্থীরা SSC সিএইচএসএল নিয়োগ 2023-এর জন্য আবেদন করেছেন এবং যারা এসএসসি সিজিএল টিয়ার 1 পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ইতিমধ্যেই তাদের এডমিট ও সময়সূচী প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে সেই সময়সূচী নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

WBCS 2023 এর ফলাফল এবং মেধা তালিকা কিভাবে ডাউনলোড করবেন। দেখে নিন বিস্তারিত পদ্ধতি। WBCS Result 2023

★এসএসসি পরীক্ষার সময়সূচিঃ

১) SSC CHSL টায়ার 1 পরীক্ষা শুরু হতে 09 মার্চ থেকে এবং শেষ হবে 21 মার্চ 2023 এ।

২) SSC CGL টায়ার 2 পরীক্ষা শুরু হবে 02 মার্চ থেকে এবং শেষ হবে 07 মার্চ 2023এর মধ্যে।

★SSC CHSL টিয়ার 1 অ্যাডমিট কার্ড 2023 প্রকাশের তারিখঃ

স্টাফ সিলেকশন কমিশনের তরফে বলা হয়েছে যে সেই সমস্ত প্রার্থীদের প্রবেশপত্রই আপলোড করা হবে যাদের আবেদন গ্রহণ করা হয়েছে। এই ধরনের প্রার্থীরা কমিশনের আঞ্চলিক ওয়েবসাইট থেকে এসএসসি টিয়ার 1 অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন। আশা করা হচ্ছে যে SSC CHSL অ্যাডমিট কার্ড 2023 ফেব্রুয়ারি 2023 এর শেষ সপ্তাহে প্রত্যাশিত।

★SSC CHSL টিয়ার 1 অ্যাডমিট কার্ড 2023 প্রকাশের তারিখঃ

কমিশন প্রার্থীদের প্রবেশপত্র আপলোড করবে যাদের আবেদন গ্রহণ করা হবে। এই ধরনের প্রার্থীরা কমিশনের আঞ্চলিক ওয়েবসাইট থেকে এসএসসি টিয়ার 1 অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সক্ষম হবেন। আশা করা হচ্ছে যে SSC CHSL অ্যাডমিট কার্ড 2023 ফেব্রুয়ারি 2023 এর শেষ সপ্তাহে প্রত্যাশিত।

প্রকাশিত হয়ে গেল UPSC IFS Prelims 2023-পরীক্ষার বিজ্ঞপ্তি, আজই আবেদন করুন│UPSC IFS Prelims 2023

★এসএসসি CHSL টিয়ার 1 পরীক্ষা 2023 প্রশ্ন তালিকাঃ

SSC CHSL টিয়ার 1-এ 200 নম্বরের 100টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। পরীক্ষার মোড হবে অনলাইনে। SSC সম্মিলিত উচ্চ মাধ্যমিক স্তর (CHSL) পরীক্ষার মাধ্যমে 4500 টি পদে নিয়োগের জন্য আবেদন আমন্ত্রণ জানিয়েছে। 06 ডিসেম্বর 2022 থেকে 04 জানুয়ারী 2023 পর্যন্ত অনলাইন আবেদনগুলি আমন্ত্রণ জানানো হয়েছিল। এসএসসি সিএইচএসএল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এসএসসি সিএইচএসএল টিয়ার 1 এবং টিয়ার 2 এর ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।

written by- Dulal Roy

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment