পুরোনো সেই সব দিনের কথা কারই বা মনে আছে ,আগের একটা সময় ছিল যখন প্রায় খুব কম সংখ্যক লোকের বাড়িতে হাতে করে চ্যানেল ঘোরানো সাদা কালো TV আর ছাদের ওপর অ্যান্টেনাই ছিল ভরসা। এখন সেসব বদলে Set Top Box ছাড়া গতি নেই, সে কেবল মারফত আসা চ্যানেলই হোক বা ডিশ।
Set Top Box-র মাধ্যমেই ফ্রি টু এয়ার বা পেড চ্যানেল দেখতে হয়। এখন আবার সেই প্রযুক্তিকেও বদলে দিতে চলেছে দূরদর্শন। সরকারি টিভিতে দূরদর্শনের এখন অনেক চ্যানেল রয়েছে ।প্রায় প্রতিটি অঞ্চলে রয়েছে আঞ্চলিক ভাষার চ্যানেল। এই সকল চ্যানেল সবই ফ্রি টু এয়ার। কিন্তু সেই সকল চ্যানেল দেখতে গেলে এখন Set Top Box আবশ্যিক, আর সেটাই এখন বদলে যেতে চলেছে।
মাসে কেবলমাত্র ১৪৫৮ টাকা জমিয়ে আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি!│জেনে নিন এই বিনিয়োগের পদ্ধতি।
TV দেখার জন্য এখন আর Set Top Box-এর প্রয়োজন হবে না। সেই স্থানে এবার Digital satellite tuner লাগিয়ে নিতে পারলেই হল, যা যুক্ত থাকবে Built in satelite tuner সঙ্গে। এই tuner গুলিকে ছাদে অথবা দেওয়ালের গায়ে লাগিয়ে দিতে হবে। তাহলেই TV-তে Set Top Box ছাড়াই ডিডি-র সব চ্যানেল দেখতে পাবেন মানুষ।
আগামী দিনে যাতে TV কিনলেই এই প্রযুক্তি সকল মানুষ পেয়ে যান, সেজন্য TV প্রস্তুতকারক সংস্থাগুলিকেও এই ব্যবস্থা নতুন তৈরি TV গুলির ক্ষেত্রে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সেক্ষেত্রে TV-র মধ্যেই satelite tuner যুক্ত থাকবে আগামী দিনেও । প্রসঙ্গত এখন TV analog transmission পদ্ধতি থেকে বেরিয়ে আসার সবরকম চেষ্টা শুরু করেছে।
written by subir barman
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।