ঠিক কত দিনের মধ্যে আবাস যোজনার বাড়িতৈরি করতে হবে? l জানানো হলো নবান্নের তরফে l জেনে নিন বিস্তারিত l PM Awas Yojana

PM Awas Yojana :ইতিমধ্যেই নবান্ন তরফে জানানো হয়েছে যে এবার আভাস যোজনার অধীনে বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে ৯০ দিনের মধ্যেই।

নতুন বছরের শুরুতেই এবার সরকার আবাস যোজনা স্কিম নিয়ে বেশি গুরুত্ব দিতে চলেছে, 

সোমবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে স্পষ্টভাবেই তা বুঝিয়ে দিয়েছেন মুখ্য সচিব।

এদিন প্রায় দু’ঘণ্টা বিভিন্ন জেলাশাসক ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এমনটাই জানান। মুখ্য সচিব সেই বৈঠকে আবাস যোজনার ৮৯% এরও বেশি বাড়ি অনুমোদন করার জন্য বিভিন্ন জেলাকে ধন্যবাদও জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন যে এর পাশাপাশি আগামী তিন মাসের মধ্যেই সমস্ত বাড়ি তৈরির কাজ শেষ করে ফেলতে হবে। 

ঠিক এমনটাই এই দিনের বৈঠকে তিনি জানান এবং ব্যাপক ভবে ডেড লাইন দিয়ে দেওয়া হয়েছে। এমনটাই খবর সূত্র মারফত। কোন জেলার কেমন পারফরম্যান্স সেই বিষয়ে বিস্তারিত তথ্য এদিন তুলে দেন মুখ্য সচিব জেলাশাসকদের সামনে।

গুরুত্বপূর্ণ নানা আপডেট উঠে এলো আধার কার্ড নিয়ে l এই কাজ না করলে এখন থেকে আর সরকারি কোনো রকম প্রকল্পের-সুবিধা পাবেন না l 

তবে যে অনুমোদনগুলি এখনও দেওয়া হয়নি, সেগুলো যদি দ্রুত দিয়ে দেওয়া হয় সে বিষয়ে এই দিন নির্দেশ দেন মুখ্য সচিব। ৮০ শতাংশের নিচে অনুমোদন হয়েছে মুর্শিদাবাদ জেলায়। ৮০ থেকে ৯০ শতাংশের মধ্যে অনুমোদন হয়েছে কোচবিহার, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, আলিপুরদুয়ার, মালদা, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। ৯১ থেকে ১০০ শতাংশের মধ্যে অনুমোদন হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়।

আগামী ৯ জানুয়ারি থেকে প্রত্যেক মুহূর্তের আপডেট নবান্ন কে দিতে হবে বলেও এদিনের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে। পাশাপাশি প্রত্যেক মাসে আবাস সপ্তাহ পালন করতে হবে জেলাগুলিকে। ৯০ দিনের মধ্যে বাড়ি তৈরির কাজ না শেষ হলে, রাজ্যের আবাস যোজনার অধীনে যে বাড়ি তৈরির সংখ্যা বরাদ্দ হয়েছে সেই কোটা অন্য রাজ্যকে দিয়ে দিতে পারে কেন্দ্র।

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment