রূপশ্রী প্রকল্পে আবেদন করলেই পাওয়া যাবে নগদ ২৫,০০০ টাকা l কিভাবে আবেদন করবেন দেখে নিন সহজ পদ্ধতি l Rupashree Prakalpa 2023

রাজ্যের বাসিন্দাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু করা হয়েছিল একটি সামাজিক নিরাপত্তা মূলক প্রকল্প যার নাম Rupashree Prakalpa। তবে এই প্রকল্পের অধীনে, রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া ও দুর্বল পরিবারগুলি কে এককালীন ২৫,০০০/- টাকা আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে।

কিন্তু এই প্রকল্পের অধীনে এই ফায়দা তারাই নিতে পারবেন, যে সকল পরিবারের বার্ষিক আয় ১.৫০ লাখ টাকার কম সেই সমস্ত পরিবার গুলি এই আওতায় থাকবে।তো চলুন এবার দেখে নেওয়া যাক এই প্রকল্পের আবেদন পদ্ধতি থেকে শুরু করে নানান খুঁটিনাটি সম্পর্কে।

পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু হলো গতিধারা প্রকল্প। যেখানে আবেদন করলেই পাওয়া যাবে গাড়ি কেনার জন্য নগদ টাকা। Gatidhara Prakalpa 2023

★আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাকঃ

মূলত এই রুপশ্রী প্রকল্পের আবদন করা হয়ে থাকে অফলাইনেই। সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে রুপশ্রী ফর্ম ডাউনলোড করে নিতে হবে তারপর তা বিয়ের আগেই ফিলাপ করে নিকটবর্তী BDO/SDO/ অফিসে জমা করতে হবে,এছাড়াও আপনি চাইলে বিডি অফিস থেকেও সেই ফর্ম সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে নিতে পারবেন।

তবে এই সম্পূর্ণ ফর্মটি আপনাকে ইংরেজিতে ফিলাপ করতে হবে। পাত্র পাত্রীর নাম,ঠিকানা, ফটো, বাবার নাম, মায়ের নাম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ,ধর্ম, পারিবারিক ইনকাম, পাসপোর্ট সাইজের কালার ফটো, একাউন্ট নাম্বার ইত্যাদি বসিয়ে দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।

★রুপশ্রী প্রকল্পে আবেদন করতে হলে মানতে হবে যেসকল শর্তঃ-

১) আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে।

২) আবেদন জমা দেওয়ার দিন পর্যন্ত তাকে অবিবাহিতা হতে হবে।

৩) প্রস্তাবিত বিবাহটি তার প্রথম বিবাহ হতে হবে।

৪) প্রস্তাবিত পাত্রের বয়স অবশ্যই ২১ বছর হতে হবে।

৫) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

৬) পারিবারিক বাৎসরিক আয় ১.৫০ লাখ টাকার বেশী হবে না।

৭) আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

৮) ফর্মের সহিত দুই কপি পাসপোর্ট সাইজের কালার ছবি (পাত্রী ও পাত্রের) বসাতে হবে।

৯) বয়সের প্রমাণপত্রঃ মাধ্যমিকের অ্যাডমিট / জন্মের শংসাপত্র / ভোটার কার্ড / প্যান কার্ড / আধার কার্ড ইত্যাদির স্ব-স্বাক্ষরিত জেরক্স দিতে হবে । (উভয়ের)।

১০) ফর্মের সহিত বিবাহের নিমন্ত্রন কার্ড দিতে হবে ।

১১) অবিবাহিত ও বাৎসরিক আয়ের ঘোষনা লাগিবে।

পশ্চিমবঙ্গের সমস্ত উচ্চমাধ্যমিক পড়ুয়াদের মিলবে বিনামূল্যে ট্যাবলেট। তাই এই স্কিমের সুবিধা পেতে অবশ্যই জেনে রাখুন আবেদন পদ্ধতি │WB Govt. Tablet Scheme 2023 

★রূপশ্রী প্রকল্পে টাকা ঢুকেছে কিনা তা চেক করবেন যেভাবেঃ

১) Rupashree Prakalpa এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।

২) এরপর Status Check এ ক্লিক করে Application Number ও কোন সালে আবেদন করেছেন তা বসিয়ে সাবমিট করুন।

৩) এরপর নিচে সমস্ত তথ্য চলে আসবে, কবে টাকা পাবেন, আবেদন কতদূর পর্যন্ত ভেরিফিকেশন হয়েছে ইত্যাদি সবকিছুর তথ্য।

wriiten by- Dulal Roy

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment