National Payments Corporation of India (NPCI)-র তথ্য অনুযায়ী,গত ২০২১ সালের ডিসেম্বরের তুলনায় মোট লেনদেনের সংখ্যা বিপুল হারে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধির হার শতকরা প্রায় ৭১% বৃদ্ধি পেয়েছে।
UPI-পেমেন্টের লেনদেন-এ ফের নতুন রেকর্ড ভারতের। ডিসেম্বর ২০২২-এ ভারতে মোট ৭৮২ কোটি UPI লেনদেন হয়েছিল। সেক্ষেত্রে মোট লেনদেনের অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে ১২.৮২ লক্ষ কোটি টাকায়। আগের নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে অনেকটাই লেনদেন বেড়েছিল।
নভেম্বরের মাসের তুলনায় বৃদ্ধির হার শতকরা প্রায় ৭.১২% বেশি UPI লেনদেন করা হয়েছে ডিসেম্বর মাসে । তার সাথে সাথে বেড়েছে লেনদেনের অঙ্কও। নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মোট লেনদেনের অঙ্ক শতকরা ৭.৭৩% বেশি।
নতুন সালে আপনার প্যান কার্ড অকেজো হয়ে যাওয়ার আগেই করে ফেলুন এই সমস্ত কাজগুলি
অন্যদিকে মোট লেনদেনের টাকার পরিমাণও বেড়েছে ৫৫% । দেশে UPI-এর ব্যবহার যেই দ্রুত গতিতে বেড়ে চলেছে, তার প্রমাণ এই পরিসংখ্যান।
বছর দু’য়েক ধরেই ক্রমাগত UPI পেমেন্টের সংখ্যা ও মোট টাকার অঙ্ক বৃদ্ধি পেয়ে চলেছে। মাঝের কয়েকটি মাস বাদ দিলে, এই গ্রাফ বেশ চড়াভাবে উর্ধ্বমুখী হয়েছে।
বিগত ২০১৬ সালে UPI ভারতে প্রথম চালু হয়।শুরু শুরুতে এই UPI নিয়ে বহু সমালোচনাও হয়, পরে এটিই দেশের ডিজিটাল মডেলে বিপ্লব। বর্তমানে প্রথম বিশ্বের বহু দেশের কাছেও ভারতের UPI মডেল পাঠ্য বিষয়।
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।