নতুন বছর মাত্র শুরু হয়েছে আর এর মাঝেই ব্যাঙ্কিং সিস্টেমে নতুনত্ব কিছু নিয়ম জারি করা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংকে । RBI New Guideline 2023 এর সংক্রান্ত বেশ কিছু নয়া পরিবর্তন আনা হচ্ছে। এতে ব্যাংকের গ্রাহকেরা কিভাবে লাভবান হতে পারবেন, সে বিষয়ে জানতে দেখে নিন আমাদের এই বিশেষ প্রতিবেদন।প্রত্যেকটি ব্যাংক এখন থেকে কোর ব্যাঙ্কিং এর আওতায় আস্তে চলেছে বলে এই নিয়ম সকলে গ্রাহকদের জন্যই প্রযোজ্য।
সমস্ত ব্যাংকের গ্রাহককে মানতে হবে RBI-এর নয়া নিয়ম (RBI New Guideline 2023)।
RBI-এর আধুনিক প্রযুক্তিতে ব্যবহার করা হচ্ছে আর্থিক লেনদেন থেকে শুরু করে যাবতীয় সব রকমের বিষয়। তাই ভারতীয় রিজার্ভ ব্যাংক RBI-এর নতুন নিয়মের ক্ষেত্রে আনতে চলেছে বেশ কিছু পরিবর্তন। গ্রাহকদের পরিচয় সংক্রান্ত বিষয়কে KYC তথা Know Your Customer হিসেবেই বলা হয়। এবার থেকে ব্যাংকের KYC সংক্রান্ত এই নতুন আপডেট সকলের জেনে রাখা অত্তন্তই প্রয়োজন
২০২৩ সালে কোন রেশন সামগ্রী বিতরণে নতুন নিয়ম l জেনে নিন বিস্তারিত তথ্য l Ration distribute 2023
RBI new Rules অনুসারে প্রত্যেক গ্রাহককেই নিজের নিজের ব্যাংক একাউন্ট KYC আপডেট বাধ্যতামূলক ভাবে করতে বলা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে । তবে এবার থেকে আর যেতে হবে না ব্যাংকে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে গ্রাহকেরা নিজের নিজের KYC করে নিতে পারবেন প্রত্যেকের ঘরে বসেই।
বর্তমান সময়ে অনলাইন KYC-এর সুবিধা চালু করেছে RBI. নিজের নিজের আধার কার্ড, প্যান কার্ড থাকলেই আপনিও ঘরে বসেই করে নিতে পারেন এই কাজ। এক্ষেত্রে ব্যাংকের প্রতিনিধি মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে ভিডিও কলিং এর দ্বারা Authenticate করলেই একবারে হয়ে যাবে গ্রাহকের KYC Update প্রক্রিয়া।
তাছাড়াও গ্রাহকেরা তাদের নিজের ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রেও এই পদ্ধতির অবলম্বন অবশ্যই করতে পারবেন।তার জন্য নিজের কাছে নতুন ঠিকানার প্রমাণের নথি থাকা আবশ্যক। এরপর অলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করলে, KYC এর মতো একই পদ্ধতিতে নিজের ঠিকানাও পরিবর্তন হয়ে যাবে খুব স্বল্প সময়ের মধ্যেই ।
আর এছাড়াও বিভিন্ন ধরণের আর্থিক বিনিয়োগ, পোস্ট অফিসের শ্রেষ্ঠ স্কিমগুলি, LIC তথা বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রকল্প, ব্যবসা সংক্রান্ত নানা ধরণের প্রতিবেদন সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারেন।
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।