২০২৩ সালে কোন রেশন সামগ্রী বিতরণে নতুন নিয়ম l জেনে নিন বিস্তারিত তথ্য l Ration distribute 2023

২০২৩ সালের শুরুতেই খাদ্য দপ্তরের তরফে  সমস্ত রেশন কার্ড হোল্ডারদের জন্য এক দারুন সুখবর নিয়ে আসা হলো। তবে এই ফ্রী রেশনের মেয়াদ বাড়ানোর ডেট ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে। আর বর্তমানে ঐ বিজ্ঞপ্তিতে সরকারের তরফে এক নতুন নির্দেশিকাও জারি করা হয়েছে এবং সেই নির্দেশিকায় বলা হয়েছে যে এবার থেকে রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী রেশনে পাওয়া দ্রব্যের পরিমাণের তালিকাও প্রকাশ হয়েছে ওই বিজ্ঞপ্তি তে। তো চলুন আর দেরি না করে একে একে দেখে নেওয়া যাক,যে ভারত সরকারের কোন কোন রেশন কার্ডে কত মাল পাওয়া যাবে। 

কোন কোন কার্ডে কত মাল পাওয়া যাবে (Ration Distribution 2023)

আপনার রেশন কার্ডে যদি 

RKSY-1 হয়,

তাহলে যা পাবেনঃ

১) চাল মিলবে ২ কেজি মাথাপিছু।

২) পুষ্টিযুক্ত আটা মিলবে ২ কেজি ৮৫০ গ্রাম মাথাপিছু।

৩) গম মিলবে ৩ কেজি মাথাপিছু।

রেশন কার্ডে যদি RKSY-2 হয় তাহলে যা পাবেনঃ

১)  চাল মিলবে ১ কেজি মাথাপিছু।

২) গম মিলবে ৩ কেজি মাথাপিছু।

রেশন কার্ড যদি অন্ত্যোদয় অন্নযোজনা বা AAY কার্ড অন্তর্ভুক্ত হয়ঃ

১) চাল মিলবে ২১ কেজি পরিবারপিছু।

২) পুষ্টিযুক্ত আটা মিলবে ১৩ কেজি ৩০০ গ্রাম পরিবারপিছু।

৩) গম মিলবে ১৪ কেজি পরিবারপিছু।

৪) চিনি মিলবে ১ কেজি পরিবারপিছু ১৩.৫০ টাকা/কেজি দরে। 

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা অনুযায়ী কার্ড হোল্ডার রা পাবেন

১) ৩ কেজি ৭৫০ গ্রাম চাল মাথাপিছু।

২) ১ কেজি ২৫০ গ্রাম গম মাথাপিছু।

আপনার রেশন কার্ডে যদি বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত বা SPHH কার্ড অন্তর্ভুক্ত হয় তাহলে কী কী পাবেনঃ 

১) চাল মিলবে ৩ কেজি মাথাপিছু।

২) পুষ্টিযুক্ত আটা মিলবে ১ কেজি ৯০০ গ্রাম মাথাপিছু।

৩) গম মিলবে ২ কেজি পরিবার পিছু।

কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি কবে এবং কি ভাবে পাবেন l জেনে নিন তার সমস্ত খুটিনাটি তথ্য l

 প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা অনুযায়ী কার্ড হোল্ডার রা পাবেন

১) ৩ কেজি ৭৫০ গ্রাম চাল মাথাপিছু।

২) ১ কেজি ২৫০ গ্রাম গম মাথাপিছু।

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment