বর্তমান সময়ে দাঁড়িয়ে ডিজিটাল রেশন কার্ড তৈরি হওয়ার পর থেকেই রাজ্যের প্রায় প্রত্যেকটি মানুষেরই একাধিক ধরনের রেশন কার্ড রয়েছে, তা খতিয়ে দেখলে দেখা,যাবে যে কারো কাছে রয়েছে RKSY-1, RKSY-2, SPHH, PHH ও GEN এই সমস্ত রেশন কার্ড ছাড়াও অনেকের কাছেই রয়েছে AAY কার্ড। আর ঠিক সেই কারনেই সমস্ত মামুষের মধ্যে নানা গোষ্ঠীর ও আর্থিক দিকের কথা ভিত্তি করেই কিছু রেশন কার্ডের ধরন আলাদা আলাদা রয়েছে।
আর্থিক সেভাবে দেখতে গেলে সকল মানুষজনের মধ্যে এক এক মানুষ এক এক ধরনের রেশন কার্ডের সুবিধা পেয়ে থাকেন। আজকের দিনে দারিয়ে কোন মানুষেরই অজানা নয় যে দেশে,করোনা মহামারীর শুরুর সময় থেকে ঠিক আজকের দিন পর্যন্তও রাজ্য জুড়ে প্রত্যেকটি রেশন কার্ড হোল্ডারদের রাজ্য সরকার ও কেন্দ্র সরকার সম্পূর্ণ বিনামূল্যেই চাল/ডাল ইত্যাদি দিয়ে আসছে ৷
দুয়ারে রেশন প্রকল্পে আসতে চলেছে এক বিরাট পরিবর্তন, এই নিয়ম অমান্য করলে আর পাবেন না রেশন সামগ্রী │Duare Ration new rules 2023
★বর্তমানে রেশন কার্ড যে সমস্ত কাজে ব্যবহৃত হয়ঃ
বর্তমান সময়ে দাঁড়িয়ে আজকের দিনে রেশন কার্ড শুধুমাএই রেশন দোকানের থেকে খাদ্য সামগ্রী কম দামে পাওয়ার জন্যই নয়, এই রেশ রেশন কার্ডটি একটি প্রয়োজনীয় নথিপত্রও।যে কাজ থাকলে বর্তমানে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার পাশাপাশি আমরা ড্রাইভিং লাইসেন্স এছাড়াও পাসপোর্ট তৈরি করার সময় ইত্যাদি ডকুমেন্টস হিসাবে জমা করতে পারি।
★এবার আপনাদের জানাতে চলেছি যে রেশন কার্ডের ক্যাটাগরি কিভাবে পরিবর্তন করা যায়ঃ
আপনাদের প্রথমেই জানিয়ে রাখি যে আজকের এই প্রতিবাদে আমরা জানতে চলেছি কিভাবে RKSY-1 কিংবা RKSY 2 অথবা GEN এই সমস্ত রেশন কার্ড থেকে থাকে তাহলে সেটিকে পরিবর্তন করে কিভাবে SPHH বা PHH কিংবা AAY রেশন কার্ডে পরিণত করা যায় –
★অনলাইনে কিভাবে রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করা যায় তা ধাপে ধাপে দেওয়া হলঃ
১) সবার প্রথমে আপনাকে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) তারপর মোবাইল নাম্বার দিয়ে লগইন করতে হবে।
২০২৩ সালে খাদ্য সাথী কার্ডের রেজিস্ট্রেশন ফর্ম PDF কি ভাবে ডাউনলোড করবেন দেখে নিন বিস্তারিত l Khadya Sathi Card download 2023
৩) এরপর Apply From 8 এ ক্লিক করুন।
৪) যা যা তথ্য চাচ্ছে তা দিয়ে সাবমিট করুন আপনার কাজ হয়ে যাবে।
৫) এরপর Application Status Check এ ক্লিক করে Status Check করতে পারবেন ও e Ration Card Online Download করে নিতে পারবেন।
written by Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।