ঘরে বসে নিজের মোবাইল ফোন থেকেই করে ফেলুন রেশন কার্ডের ভুল সংশোধন। কি ভাবে করবেন দেখে নিন পদ্ধতি। ration card correction

আজকের দিনে দাড়িয়ে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকদের জন্য ভোটার কার্ড,ও আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়েই দাঁড়িয়েছে। আর এর সাথে সাথেই রেশন কার্ডও একটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি হয়ে দাড়িয়েছে।প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই সমস্ত নাগরিকদের ভুলে কিংবা অন্য কোনো কারণে ডিজিটাল রেশন কার্ডে নানাবিধ তথ্যে ভুল থেকে যায়।

আর এই রেশন কার্ডে ভুল তথ্য থাকার কারণে নাগরিকদের নানাক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। যার ফলে কিভাবে ডিজিটাল রেশন কার্ডের এই ভুল তথ্যগুলি সংশোধন করা সম্ভব তা নিয়ে নাগরিকদের মধ্যে নানাবিধ প্রশ্ন উঠেছে। আর ঠিক সে কথা মাথায় রেখেই আজ আমরা এই প্রতিবেদনে জানাতে চলেছি যে কিভাবে আপনি আপনারা ভূল রেশন কার্ডের ভুল তথ্যগুলি আপনার নিজের ফোন থেকে খুব সহজেই সংশোধন (Ration Card Correction) করতে পারবেন।

ঘরে বসে নিজের মোবাইল থেকেই AAY রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করুন। কি ভাবে করবেন দেখে নিন। Ration card update 2023

এবার জেনে নেওয়া যাক কিভাবে বাড়িতে বসেই নিজের রেশন কার্ডের সমস্ত ভুল তথ্যগুলি সংশোধন (Ration Card Correction) করে নেওয়া যায়ঃ

১) বাড়িতে বসে নিজের রেশন কার্ডের সমস্ত রকম ভুল সংশোধন করার জন্য প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ -এ যেতে হবে।

২) পরবর্তীতে হোম পেইজে থাকা RATION CARD অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে অন্য আসবে তার মধ্যে থেকে আপনাকে Apply for correction in the existing ration card অপশনে ক্লিক করতে হবে।

৩) উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ আসবে যাতে আপনাকে আপনার মোবাইল নম্বরটি সঠিকভাবে লিখতে হবে এবং Get OTP অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে যেটিকে সঠিকভাবে সঠিক স্থানে লিখে Proceed অপশনে ক্লিক করতে হবে।

৪. তারপর আপনাকে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং রেশন কার্ডের নম্বরটি সঠিকভাবে লিখে search অপশনে ক্লিক করতে হবে।

৫. এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তার একেবারে বাঁদিকে থাকা Dashboard বাটনে ক্লিক করতে হবে। অপশনটিতে ক্লিক করলেই আপনার সামনে আপনার পরিবারের সমস্ত সদস্যদের রেশন কার্ডের সকল তথ্য চলে আসবে।

৬. এরপর উক্ত পেজের একেবারে নিচের দিকে অনেকগুলি অপশন দেখতে পাবেন। এই অপশনগুলির মধ্যে থেকে আপনাকে Apply for Form 5 এর আওতায় থাকা Apply Now অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলেই আপনি আপনার এবং আপনার পরিবারের অন্য সদস্যদেরস রেশন কার্ডের যেকোনো ভুল তথ্য সংশোধন করতে পারবেন।

৭) উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ আসবে যাতে আপনার পরিবারের সদস্যদের সমস্ত তথ্য থাকবে। এইখান থেকেই আপনি আপনার এবং আপনার পরিবারের যেকোনো সদস্যের নাম, পিতার নাম, লিঙ্গ, ঠিকানা সহ যেকোনো তথ্য সংশোধন করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে ভুল সংশোধন করার পাশাপাশি আপনাকে সাপ্লিমেন্টারি ডকুমেন্টও আপলোড করতে হবে। সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড কিংবা প্যান কার্ড আপলোড করতে পারবেন। অন্যদিকে, ঠিকানায় ভুল থাকলে আপনার ঠিকানা সংশোধনের পাশাপাশি ঠিকানার প্রমাণপত্র আপলোড করতে হবে।

দুয়ারে রেশন প্রকল্পে আসতে চলেছে এক বিরাট পরিবর্তন, এই নিয়ম অমান্য করলে আর পাবেন না রেশন সামগ্রী │Duare Ration new rules 2023

৮) . সমস্ত তথ্য সংশোধন করার পর আপনাকে ওই পেজটির একেবারে নিচের দিকে থাকা NEXT অপশনে ক্লিক করতে হবে। NEXT অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ আসবে যাতে আপনি যে তথ্যগুলো পরিবর্তন করেছেন সেই সমস্ত তথ্যের একটি প্রিভিউ দেখতে পারবেন। সমস্ত তথ্য ঠিক থাকলে এই পেজের একেবারে নিচের দিকে থাকা Terms and Conditions অপশনে ক্লিক করে Proceed বাটনে ক্লিক করতে হবে।

৯) পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজ আসবে তাতে আপনার সামনে পুনরায় কতোগুলি টার্মস অ্যান্ড কন্ডিশন রাখা হবে, এগুলিতে টিক করে নিচে থাকা GET OTP অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে যে OTP আসবে সেটি সঠিকভাবে লিখে SUBMIT OTP অপশনে আপনাকে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনটিতে ক্লিক করলেই আপনার আবেদনপত্রটি সঠিকভাবে জমা হয়ে যাবে।

written by- Dulal Roy

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment