Primary TET Viral Admit Card | টেট পরীক্ষায় সিট পড়েছে কারও বা লাহোর, তো আবার কারও বা দুবাই! তাই এবার ভাইরাল এডমিট কার্ড নিয়ে মুখ খুললেন  পর্ষদ সভাপতি।

বর্তমানে টেট পরীক্ষা নিয়ে সমগ্র রাজ্যজুড়ে চলছে শুধুই জল ঘোলা আর জলখোলা , একদিকে এমনিতেই চলছে চাকরি প্রার্থীদের আন্দোলন-অনশন, ও অন্যদিকে আদালতে চলছে নানান ধরনের কোটকাচারি ও মামলা। এই সব কিছুর মধ্যেও, দীর্ঘ পাঁচ বছর পর আবারো আগামী ১১ ডিসেম্বর সমগ্র রাজ্য জুড়ে হতে চলেছে প্রাথমিকের টেট পরীক্ষা। আর ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে টেট পরীক্ষার এডমিট কার্ড। 

সাধারনত যে কোনো একটি পরীক্ষার্থীর পরীক্ষার সিটসর্বমোট কতটা দূর পড়তে পারে? সাধারণত  খুব বেশি হলে এক জেলা থেকে অন্য জেলা। এর বাইরে পরীক্ষা কেন্দ্র পড়ার কোন সম্ভাবনাই থাকেনা,  কিন্তু এবার সেই ঘটনাই হলো যা বিগত টেট পরীক্ষাগুলো তেও শোনা বা দেখা যায়নি। ইতিমধ্যেই জেলা, রাজ্য এমনকি দেশের বাইরেও নাকি পরীক্ষাকেন্দ্র পড়েছে! শুনতে অবাক লাগলেও এবার প্রাথমিকের টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে নয়া বির্তক শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশিত টেটের অ্যাডমিট কার্ডে পাকিস্তান,লাহোর এমনকী দুবাইয়েও পরীক্ষার্থীদের সিট পড়ার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

অর্থাৎ অ্যাডমিট অনুযায়ী টেট পরীক্ষা দিতে ওই প্রার্থীকে দুবাইয়ে যেতে হবে।

অয়ন কোলে নামে হুগলির এক পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্রের জায়গায় লেখা রয়েছে এইচসিটি কলেজ মেইন, দুবাই, নীচে লেখা ই আবার এই পরীক্ষার্থীর সিট পড়েছে ওপার বাংলায়, আবার কারও লাহোরে। আর সেইসব অ্যাডমিট কার্ডের ছবিই ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর যা দেখেই শুরু হয়েছে বিতর্ক।

বাড়লো দুয়ারে সরকারের মেয়াদ , চলবে গোটা ডিসেম্বর মাস জুড়েই।

ভূয়ো এডমিট কার্ড নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রতিক্রিয়াঃ

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে যে এমন অ্যাডমিট কার্ডের কোনও অস্তিত্ব নেই।

সোশ্যাল মিডিয়ায়  ভাইরাল হওয়া অ্যাডমিট কার্ডগুলি ভুয়ো বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনকী ওই অ্যাডমিট কার্ডগুলিতে উল্লখিত কোনও প্রার্থী রয়েছে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছে পর্ষদ। পর্ষদ তরফে জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তিও। টেট নিয়ে বিভ্রান্তি ছড়াতে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে বদনাম করতে এই ধরনের ভুয়ো অ্যাডমিট কার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনকী এই ধরনের নমুনা আর পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Comment