দীর্ঘ কয়েক বছর পর আবার নানান বাধা বিপত্তি কে কাটিয়ে এবং প্রশাসনের সহযোগিতার দৌলতেই অবশেষে হতে চলেছে পশ্চিমবঙ্গের Primary TET পরীক্ষা। তবে প্রাথমিক পর্যায়ে TET পরীক্ষা যাঁরা দিচ্ছেন, ইতিমধ্যেই তাঁরা জেনে গিয়েছেন পরীক্ষা সংক্রান্ত নানাবিধ নিয়মকানুন। তবে যে সমস্ত পড়ুয়ারা এখনো পর্যন্ত এই পরীক্ষার নিয়ম কানুন সম্পর্কে অবগত নন। তারা, ইতিমধ্যেই পরীক্ষা দিতে যাবার আগে এই সকল নিয়ম গুলি প্রত্যেকেরই জেনে রাখা একান্ত দরকার। তাই এই প্রতিবেদনের মধ্য দিয়ে টেট পরীক্ষার সমস্ত খুঁটিনাটি তুলে ধরা হলো।
Primary TET বিষয়টি বর্তমানে সকলের কাছেই একটি আলোচনার মূল বিষয় হয়ে দাড়িয়েছে, কারন সেক্ষেত্রে দেখতে গেলে বর্তমানে সমাজে টেট পরীক্ষা নিয়ে নানা রকমের সমস্যা হয়েই চলেছে, তার মধ্যে রয়েছে টেটের প্রশ্নপএ ফাঁস, প্রশ্নভুল,এবং অজ্ঞাত কারণে নম্বর বেড়ে যাওয়া এসস্ত বিষয় রয়েছে প্রচুর পরিমানে।
Primary TET 2022 সংক্রান্ত গাইডলাইনঃ
১) পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে পরীক্ষার্থীদের জন্য থাকবে বায়োমেট্রিক মেশিন, থাকবে সিসিটিভিও।
২) মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে পরীক্ষার্থীদের।
৩) সকাল ১১ টার আগে কোনওভাবেই সেন্টার ইনচার্জের হাতে যাবে না প্রশ্নপত্র, রাখা থাকবে থানায়।
৪) ১২ টা থেকে শুরু হবে পরীক্ষা। ১১টা ৪৫– এর আগে খোলা যাবে না প্রশ্নপত্রের সিল।
৫) ১১ টার পরে হলে ঢুকতে পারবেন না কোনও পরীক্ষার্থী।
৬) ওএমআর শিটের সবুজ প্রতিলিপি নিয়ে বাড়ি ফিরতে পারবেন পরীক্ষার্থীরা।
৭) ডিএলএডের প্রশ্ন বিতর্কের পর সেন্টার ইনচার্জদের বাড়তি সতর্ক করেছে পর্ষদ।
৮) প্রশ্নফাঁস রুখতে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাবে পর্ষদ।
Primary TET পরীক্ষায়ঃ
১) আড়াই ঘন্টার পরীক্ষা।
২) পূর্ণমান ১৫০।
৩) প্রতিটি প্রশ্নে ১ নম্বর, দেড়শো নম্বরের পরীক্ষা।
৪) কোনও নেগেটিভ মার্কিং নেই, মোট ১৫০ টি প্রশ্ন।
৫) ৬০% নম্বর পেলে পাশ। অর্থাৎ ৯০ নম্বর পেতে হবে
৬) সংরক্ষিত দের ৫% ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ ৫৫% পেতে হবে।
৭) টেট ২০১৪ এর রেজাল্ট অনুযায়ী ৮০ পেয়েও অনেকেই চাকরী পেয়েছেন।
৮) এই পরীক্ষায় পাশ করতে হলে আপনি যে বিষয়ে বেশি পারদর্শী সেটি আগে সম্পূর্ণ করে তারপর বাকি বিষয়গুলো ধরবেন।
৯) এবং নির্ধারিত সময়ের আগেআসবেন,ই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। যেগুলো পারবেন না, সেগুলো ও শেষ মুহুর্তে টিক দিয়ে যেহেতু কোনও নেগেটিভ মার্কিং নেই। অনেকেই বিশ্বাস করে পর পর ৪টি C দিলে একটি সঠিক হতে পারে।