বর্তমান সময় দাঁড়িয়ে সমগ্র ভারত জুড়ে ও সামাজে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নানা প্রকার প্রকল্প এবং স্কলারশিপের আয়োজন করা হয়ে থাকে প্রায় প্রতিনিয়তই, আর ঠিক সেরকমই এবারও সমাজে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন স্কলারশিপ নিয়ে এলো কেন্দ্রীয় সরকার যার নাম হল পিএম স্কলারশিপ PM Scholarship স্কিম। তবে কেন্দ্রের ঘোষণা অনুসারে ইতিমধ্যেই আবেদন জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই পিএম স্কলারশিপ কি এবং এই স্কলারশিপ কিভাবে আবেদন করতে হবে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত খুঁটিনাটি।
এবার প্রবীণ নাগরিকদের জমার সীমা বেড়ে হল ৩০ লক্ষ টাকা, জানুন বিস্তারিত│Senior Citizen Savings Scheme 2023
★এই স্কলারশিপ আবেদন করতে হলে যে সমস্ত যোগ্যতা অবশ্যই থাকতে হবেঃ
১) স্কলারশিপ স্কিম-এর অধীনে অনুদানের জন্য কেবলমাত্র প্রাক্তন সৈনিক এবং প্রাক্তন কোস্ট গার্ড কর্মীদের পরিবারের সদস্যরাই আবেদন জানাতে পারবেন।
২) এই স্কলারশিপের অধীনে আবেদনের ক্ষেত্রে যেকোনো ছাত্র অথবা ছাত্রীকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, এমবিএ, ডেন্টাল, এমসিএর মত প্রফেশনাল কোর্সে কিংবা যেকোনো টেকনিক্যাল ডিগ্রী কোর্সে পাঠরত হতে হবে।
৩) আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
★মোট অনুদানঃ
PM স্কলারশিপ স্কিমের অধীনে ছাত্রদের প্রতি বছরে ৩০ হাজার টাকা এবং ছাত্রীদের প্রতি বছরে ৩৬ হাজার টাকা প্রদান করা হয়ে থাকে।
★প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
১) সার্ভিং সার্টিফিকেট (সেভিং কর্মীদের ক্ষেত্রে) HOO দ্বারা জারি করা।
২) সংশ্লিষ্ট রাজ্য সরকারের জারি করা শংসাপত্র যা নির্দেশ করে যে রাজ্য পুলিশ কর্মী নকশাল/সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে।
৩) প্রযোজ্য হিসাবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র (MEQ) – ক্লাস 12 তম মার্ক শীট, স্নাতক মার্ক শীট (সব বছরের জন্য) বা ডিপ্লোমা মার্ক শীট (সমস্ত সেমিস্টারের জন্য)।
৪) পিপিও/ডিসচার্জ সার্টিফিকেট/বই (এ থেকে এফ ক্যাটাগরির জন্য বাধ্যতামূলক)।
৫) ডেথ সার্টিফিকেট (মৃত কর্মীদের জন্য প্রযোজ্য)।
৬) অক্ষমতা শংসাপত্র (প্রতিবন্ধী কর্মীদের জন্য প্রযোজ্য)।
৭) প্রতিবন্ধী সার্টিফিকেট।
৮) মৃত কর্মীদের ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট।
এইবার ভারত সরকার CGHS-কে একত্রিত করতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্পের সাথে, জানুন বিস্তারিত বিষয় │Central Government Health Scheme 2023
★আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিনঃ
১) এই স্কলারশিপের অধীনে নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে পড়ুয়াদের প্রথমে কেন্দ্রীয় সৈনিক বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://ksb.gov.in/ -এ যেতে হবে।
২) এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। যদি ইতিপূর্ব রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে থাকে তবে পুনরায় আর তা করার প্রয়োজন নেই।
৩) রেজিস্ট্রেশনের পর আপনাকে যে আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া হবে তার মাধ্যমে আপনাকে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
৪) লগইনের প্রক্রিয়া সম্পন্ন করা হলে আপনার সামনে যে পেজটি আসবে তাতে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলেই আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি চলে আসবে ।
৫) এরপর ওই ফর্মটিতে প্রয়োজনীয় সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত নথিগুলি সঠিকভাবে আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।