PM Kisan Status :বর্তমানে সমগ্র ভারত জুড়ে এমনও অনেক কৃষক বা চাষি রয়েছে যারা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার PM Kishan ১৩তম কিস্তির আশায় বসে রয়েছে। তবে নানান সূত্র মারফত জানা গিয়েছিল যে চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সমস্ত কৃষকদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অর্থাৎ PM Kishan যোজনার ২,০০০ টাকা ঢুকে যাবার কথা।
তবে বর্তমানে এমন টার কোনোটিই হয়নি। তবে নানা ক্ষেত্রেই মনে করা হচ্ছে যে এই ১৩ তম কিস্তির টাকা না ঢোকার মূল কারণ হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মানি নিধি যোজনার E KYC তে কিছু ভুল থাকার কারণেই ১৩ তম কিস্তির টাকা পাঠাতে দেরি হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে এবার এক নতুন নিয়ম জারি করা হয়েছে।
যাতে অসৎ উপায়ে যে সমস্ত চাষিরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি PM Kishan যোজনার সুবিধা নিচ্ছেন, মূলত তাঁদের কে খুঁজে বের করতেই এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। আর সেই কারনেই এবার PM Kishan যোজনার ১৩তম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের অবশ্যই করতে হবে এই সমস্ত কাজ গুলি। তো চলুন এবার দেখে নেওয়া যাক PM Kishan যোজনার ১৩ তম কিস্তির টাকা পেতে কি কি করতে হবে –
PM Kisan Status কিভাবে দেখবেন ?
পিএম কিষণ যোজনার ১৩ তম কিস্তির টাকা পেতে যে সমস্ত কাজগুলি করতে হবেঃ
তবে নানান সুএ মরফাত জানা গিয়েছে যে নতুন রছরের জানুয়ারি মাসেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি PM Kishan যোজনার ১৩তম কিস্তির টাকা ঢুকে যাবে। তবে এই কিস্তির টাকা পেতে হলে অবশ্যই সকল কৃষককে ই-কেওয়াইসি E KYC বাধ্যতামূলক ভাবে পূরণ করতে হবে।
এবার কৃষি খাতে তৈরী হবে ৩ টি সমবায় সমিতি! কৃষকদের জন্য বড়ো ঘোষণা কেন্দ্রীয় সরকারের
তবে সমস্ত কৃষকদের জানিয়ে রাখা ভালো যে সমস্ত কৃষক এখনও পর্যন্ত নিজেদের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করেনি,ঠিক সেই সমস্ত লোকেদের ওই ১৩তম কিস্তির টাকা পাওয়ার জন্য খুব শীঘ্রই এই ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে করতে হবে আর তা না হলে আপনার ১৩ তম কিস্তির টাকা কোনভাবেই আপনার ব্যাংক একাউন্টে ঢোকানো হবে না।
তবে এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অথবা PM Kishan যোজনার ১২তম কিস্তির টাকা দেওয়ার সময় উত্তরপ্রদেশ রাজ্যে প্রায় ২১ লাখের বেশি লোকের নাম ছেটে ফেলা হয়েছে।। আর এছাড়া ওড়িশা, এবং মধ্যপ্রদেশেও অনেক বড় সংখ্যায় নাম বাদ দেওয়া হয়েছো। তাই যে সকল কৃষক দের নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে বাদ দেওয়া হয়েছে তাঁদের সরকারের তরফে নোটিশ পাঠিয়ে বলে দেওয়া হয়েছে যে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যোজনায় পাওয়া সকল টাকা ফেরত দিতে হবে।
প্রধানমন্ত্রী PM Kishan Yojana-য় একজন কৃষক বছরে কত টাকা পেতে পারেন
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার প্রতি বছর কৃষকদের ৬ হাজার টাকা করে আর্থিক সাহায্য করে থাকে। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। প্রতি বছর ৪ মাস অন্তর অন্তর ৩ কিস্তিতে কৃষকদের এই সাহায্য করা হয়ে থাকে।
দুয়ারে রেশন প্রকল্পে আসতে চলেছে এক বিরাট পরিবর্তন, এই নিয়ম অমান্য করলে আর পাবেন না রেশন সামগ্রী
তবে সমস্ত কৃষকদের জানিয়ে রাখছি যে যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি PM Kishan Status চেক করতে কিংবা যোজনা সম্পর্কে কোনও ধরনের সমস্যা হয় তাহলে, সমস্ত কৃষকরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করতে পারেন অফিসিয়াল লিঙ্ক ও গুরুত্বপূর্ণ কিছু নম্বর নিচে দেওয়া হল –
ই-মেল আইডি হল pmkisan-ict@gov.in। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার হেল্প লাইন নম্বর হল ১৫৫২৬১। এছাড়াও রয়েছে ১৮০০১১৫৫২৬ এবং ০১১-২৩৩৮১০৯২ নম্বর।
Written by Dulal Roy