PM KISAN নিয়ে বিরাট ঘোষণা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ! এবার অনেকেই পাবেন না টাকা, কেবলমাত্র উপযুক্ত কৃষকরাই পাবেন দ্বিতীয় কিস্তির টাকা। PM KISAN Scheme 2023

PM KISAN Scheme 2023- আমাদের দেশ ভারতবর্ষ সুজলা সুফলা শস্য শ্যামলা এবং একটি কৃষি প্রধান দেশ। তা সত্ত্বেও এখানকার কৃষকরা খুব একটা বেশি রোজগার করতে পারেন না। ফলে অনেক কৃষকেরই মাথার উপর রয়েছে ঋণের বোঝা। এই বোঝা লাঘব করতে আর কৃষকদের চাষের ক্ষেত্রে সাহায্য করতে কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হয়েছে দুর্দান্ত একটি প্রকল্প (PM-KISAN Yojana)। আমাদের এই কৃষিভিত্তিক দেশ ভারতবর্ষে কৃষকদের জন্য এমন প্রকল্প সত্যিই কার্যকরী। এই প্রকল্পটির নাম – পি.এম কিষাণ যোজনা (PM-KISAN Yojana)।‌

ভারত সরকারের পক্ষ থেকে কৃষকদের আর্থিকভাবে সহায়তা প্রদানের জন্যই এই প্রকল্পের (PM-KISAN Yojana) সূচনা। এর মাধ্যমে ভারতের কৃষকদের প্রতিবছর ৬ হাজার টাকা আয়ের সহায়তা প্রদান করা হয়। এই টাকা ৩ টি কিস্তিতে যোগ্য কৃষকদের ব্যাংক একাউন্টে সরাসরি পাঠানো হয়। প্রতি কিস্তিতে কৃষকদের ব্যাংক একাউন্টে ২ হাজার টাকা করে ঢোকে।

PM-KISAN Yojana এটি একটি কেন্দ্র সরকারের প্রকল্প। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে এটি ভারতের চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের (PM-KISAN Yojana) মাধ্যমে এপ্রিল-জুলাই নাগাদ প্রথম কিস্তির টাকা কৃষকেরা পেয়ে যান। 

তারপর এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পান আগস্ট থেকে নভেম্বরের মধ্যে আর তৃতীয় কিস্তির টাকা পান ডিসেম্বর থেকে মার্চের মধ্যে। আর কয়েক দিনের মধ্যেই PM-KISAN যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের একাউন্টে লেনদেনের কাজ শেষ হবে।

এই PM-KISAN যোজনার আওতায় এখনও পর্যন্ত ১২ কোটির বেশি কৃষক সাহায্য পাচ্ছেন। এই যোজনায় যে কোন কৃষক নাম নথিভুক্ত করতে পারবেন। ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে। এখন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে। অনেকের অ্যাকাউন্টেই হয়ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনের টাকা ঢুকছে না। এর জন্য তাদের আধার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক করাতে হবে। বাকিদের একাউন্টে টাকা আগস্ট মাসের মধ্যে পৌঁছে যাবে।

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু হয়ে গেল “প্রচেষ্টা” প্রকল্প , এই প্রকল্প সম্পর্কে জানুন বিস্তারিত।

২৮ শে জুলাই, ২০২৩ থেকে শুরু হয়েছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া। তবে এই টাকা কেবলমাত্র ‘যোগ্য কৃষক’রা পাবেন।‌ যারা পি.এম কিষাণ সম্মান নিধি যোজনার জন্য ই-কেওয়াইসি জমা করেছেন তাঁরাই দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংক একাউন্টে পাবেন।

অফিসিয়াল পোর্টালে ই-কেওয়াইসি জমা করার পদ্ধতি :-

সর্বপ্রথমে pmkisan.gov.in ওয়েবসাইটে লগইন করে ‘ফারমার্স কর্নার’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে থাকবে ই-কেওয়াইসি অপশন। এতে ক্লিক করার পর একটি পেজ খুলে যাবে। সেখানে নিজের আধার নম্বর লেখার পর মোবাইল নম্বর লেখার (PM-KISAN Yojana 2023) অপশন আসবে। 

এরপর নিজের নির্দিষ্ট মোবাইল নম্বর লিখলেই একটি ৪ সংখ্যার ওটিপি ওই নম্বরে চলে আসবে‌। নির্দিষ্ট বক্সে চিঠি লিখে দিতে হবে। তারপর ৬ সংখ্যার নম্বর আর ওটিপি ওটিপি আসবে ফোনে। সিটি নির্দিষ্ট ঘরে সঠিকভাবে লিখে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তাহলেই ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনি চাইলে নিকটবর্তী সিএসসি কেন্দ্রে যোগাযোগ করতে পারেন।

Leave a Comment