এবার কৃষি খাতে তৈরী হবে ৩ টি সমবায় সমিতি! কৃষকদের জন্য বড়ো ঘোষণা কেন্দ্রীয় সরকারের │PM kisan scheme 2023

কৃষি খাতে ৩টি সমবায় সমিতি তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সমবায় সমিতির মাধ্যমে কৃষকদের বীজ সরবরাহ, উত্‍পাদিত জৈব পণ্য বাজারজাতকরণ এবং কৃষি পণ্য রপ্তানিতে সাহায্য করা হবে।

বর্তমানে সমগ্র ভারতবর্ষে ৮ হাজারেরও বেশি সমবায় সমিতি রয়েছে। আর এর সঙ্গে যুক্ত ২৯ প্রায় কোটি সদস্য। এই সদস্যরা প্রধানত কৃষি এবং সংশ্লিষ্ট কাজ করে থাকেন।

সমবায় সমিতি আসলে কী:

সমবায় সমিতি এমন একটি সংগঠন, যেখানে ১০ জন বা তার বেশি সদস্য সম্মিলিত প্রচেষ্টায় কল্যাণমূলক কাজকর্ম করে থাকেন। দেশে দুধ, চিনি, সার এবং আবাসনের ক্ষেত্রে একাধিক সমবায় সমিতি রয়েছে। কিন্তু সমবায় প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই খারাপ।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের কোটি কোটি ব্যাঙ্ক গ্রাহকদের জন্য নিয়ে এলো এক নয়া নির্দেশিকা l তবে কি সেই নির্দেশিকা জানুন বিস্তারিত। 

প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৩তম কিস্তি পিছিয়ে যাওয়ার কারণ কী:

এখনও কেন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৩তম কিস্তির টাকা ঢুকছে না? প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কিস্তি পিছিয়ে যাওয়ার কারণটা টা কি ? জাতীয় পর্যায়ে কৃষকদের জন্য কোনও সমবায় সমিতি নেই: কৃষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল বীজ। কৃষকরাই বীজের প্রাথমিক উত্‍পাদক এবং ভোক্তা। কিন্তু বর্তমানে হাতে গোনা কয়েকটি সমবায় সমিতিই বীজের ব্যবসা করে থাকে। এ ক্ষেত্রে জাতীয় পর্যায়ে কোনও কার্যকরী সমবায় সমিতিও নেই। এবার দেখা যাক, কোন তিনটি সমবায় সমিতি থাকবে এবং তাদের কাজ কী হবে।

ভারতীয় বীজ সমবায় সমিতি:

বীজ উত্‍পাদন ও সরকারি ভাবে সংগ্রহের পাশাপাশি এই কমিটি একক ব্র্যান্ডের অধীনে কৃষকদের উন্নত মানের বীজ সরবরাহ করবে। এর জন্য সমবায়ের নেটওয়ার্ক ব্যবহার করা হবে। এতে বীজ প্রতিস্থাপন হার এবং বীজের বৈচিত্র্য প্রতিস্থাপন হার অর্জনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এই সোসাইটির প্রধান প্রবর্তক হবে KRIBHCO।এমনটা জানা গিয়েছে এই বছর দীপাবলীর সময় রাস্তায় নামবে BYD Seal!

নতুন বছরের শুরুতেই প্রধানমন্ত্রীর ই-শ্রম কার্ডে আবেদন করলে আপনিও পেয়ে যেতে পারেন নগদ ৩,০০০ টাকা l E shram Card Status

প্রিমিয়াম ইলেকট্রিক সেডান ন্যাশনাল কো-অপারেটিভ অর্গানিক:

এই সমিতি জৈব পণ্য সরবরাহ করবে। সঙ্গে সমবায় সমিতিগুলিকে প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে। স্বীকৃত অর্গানিস ল্যাব এবং সার্টিফিকেশন এজেন্সিগুলিকে এক ছাতার তলায় এনে কৃষকদের পরীক্ষা এবং সার্টিফিকেশনের সুযোগ করে দেবে। এই কমিটি প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি এবং ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশনের মাধ্যমে জৈব পণ্য উত্‍পাদনকারী কৃষকদের আর্থিক ভাবে সহায়তাও প্রদান করবে।

ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্ট:

এই সমিতি সমবায় সমিতি এবং তাদের সংশ্লিষ্ট ইউনিটের উদ্বৃত্ত পণ্য ও পরিষেবা রফতানির জন্য ছাতা সংগঠন হিসেবে কাজ করবে। ট্রেডিং, সরকারি ক্রয়, স্টোরেজ, প্রসেসিং, মার্কেটিং, ব্র্যান্ডিং, লেবেলিং, প্যাকেজিং, সার্টিফিকেশন থেকে শুরু করে মার্কেট ইন্টেলিজেন্স সংগ্রহ পর্যন্ত, সবই পাওয়া যাবে এখান থেকে। সরকারের রফতানি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজও মৌলিকভাবে এই কমিটির হাতেই থাকবে।

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

written by: subir barman

Leave a Comment