আপনি যদি আবাস যোজনার আওতায় বাড়ি পাবার প্রাপ্য হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্যই। এমনিতেই গোটা রাজ্যে এই আবাস যোজনার আয়োতায় যারা বাড়ি পাবার প্রাপ্য তাদের বাড়িতে ভেরিফিকেশনের জন্য ইতিমধ্যেই অফিসার লেবেলের নানা কেউ, যেমন বিডিও, এসডিও,ও থানার আইসি থেকে শুরু করে আরো অনেকেই পৌঁছে যাচ্ছে গ্রাহকদের বাড়ি বাড়ি, আর তাদের অনেক আগেই পৌঁছে যাচ্ছেন আশা কর্মী, ও অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে,সিভিক ভলেন্টিয়ার, ও পঞ্চায়েত কর্মীদের অনেকেই। তাই বর্তমানে গোটা রাজ্য এই ভেরিফিকেশনের দিকে প্রখর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, যে কবে পাবো এই ঘরের টাকা। তবে ইতিমধ্যেই Bangla Awas Yojana-এর আওতায় আসা বাড়ি প্রাপকদের তালিকা ভেরিফিকেশনের কাজ পঞ্চায়েত ভোটার অনেক আগেই শুরু হয়ে গিয়েছে।
আবাস যোজনা আওতায় সরকারি নির্দেশিকায় যা বলা হয়েছেঃ
কেন্দ্রীয় সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে,যে যত শীঘ্র সম্ভব প্রধানমন্ত্রী আবাস যোজনায় ( PM Awas Yojana) ন্যায্য বাড়ি প্রাপকদের তালিকা দ্রুত তৈরি করে ফেলতে হবে। তবে আরো বলা হয়েছে যে ডিসেম্বর মাসের মধ্যেই আবাস যোজনার সমস্ত রকম কাজ প্রায় চূড়ান্ত পর্যায় নিয়ে আসতে হবে। এবং সেই কাজের মধ্যে যাতে ফাঁক কোনো রকম ভ্যাজাল না থাকে।আর সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার মোট তিনটি স্তরে এই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করে দিয়েছে।
প্রায় দীর্ঘ অনেকদিন ধরেই কেন্দ্রীয় সরকার আবাস যোজনার জন্য বরাদ্দ টাকা বন্ধ করে রেখে দিয়েছিল। কেন্দ্রের অভিযোগ, PM Awas Yojana এর নাম বদলে Bangla Awas Yojana করেই চালানো হচ্ছে। তাই এই ঘর বাবদ কোনো রকম টাকা দেওয়া হবে না।
কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় যে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ফলক প্রতিটি জায়গাতেই লাগাতে হবে। যে সমস্ত উপক্তারা এই পিএম আভাস যোজনার ঘরের আওতায় আসবেন। তবে তার সঙ্গে Bangla Awas Yojana এর বাড়ির প্রাপকদের তালিকায় বিরোধীদল বিশেষ করে বিজেপির অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার কড়া সিদ্ধান্ত জানিয়েছে।
সমস্ত গ্রাহকের জন্য SBI দুর্দান্ত এক পরিষেবা নিয়ে এলো l এবার বাড়িতে বসেই ভিডিও কলের মাধ্যমে হবে ব্যাংকের সমস্ত কাজ
রাজ্য সরকারকে এরপরই সরকারি নির্দেশিকা অনুযায়ী রাজ্যের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরীর যাচাইকরনের জন্য এলাকায় প্রথমে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, পঞ্চায়েত কর্মীদের দিয়ে ভেরিফিকেশনের কাজ করা হচ্ছে। এরপরে একই যাচাইকরণের কাজ করবেন BDO, SDO, থানার IC এবং DM। ন্যায্য প্রাপকের কাছে যাতে আবাস যোজনার বাড়ি পৌঁছায় সেই উদ্দেশ্যেই এই কাজ শুরু করা হয়েছে।
PM Awas Yojana এবং বাংলা আবাস যোজনায় কত টাকা কারা পাবেনঃ
ত্রুটিমুক্ত উপভোক্তা নির্বাচন এবং Bangla Awas Yojana List তৈরি করার জন্য যে ১৫ দফা শর্তাবলী দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছেঃ-
১) পূর্বে আগে যদি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনা, গীতাঞ্জলি,এবং বাংলা আবাস যোজনা,এই ধরনের কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে সেই ব্যক্তি এই এই প্রকল্পের টাকা পুনরায় পাওয়ার যোগ্য নন।
২) এমনকি যদি কোনো ব্যাক্তির পাকা বাড়ি থেকে থাকে তাহলে সেই ব্যাক্তি এই প্রকল্পের সুবিধা কোনো ভাবেই নিতে পাবেন না।
৩) কোনো ব্যাক্তির যদি আড়াই একরের বেশি কৃষি জমি বা বানিজ্যিক অকৃষি জমি থাকলে তিনিও তালিকা থেকে বাদ পড়বেন।
৪) যন্ত্র চালিত নৌকা, কৃষির কাজে ব্যবহৃত দামী সরঞ্জাম থাকলে তিনিও যোগ্য নন।
৫) ৫০০০০ টাকার ঋণ পাওয়া যায় এরকম কিষান ক্রেডিট কার্ড, ফোন, ফ্রিজ, মোটরবাইক থাকলে তিনি এই সুবিধা পাবেন না।
৬) মাসিক ১০ হাজার টাকার উপরে আয় হলে কিংবা আয়কর যদি দেন, তাহলে তিনি এই আবাস যোজনার সুবিধা পাবেন না।
★পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিক বলেন যে, প্রত্যেকটি শর্ত মান্য করেই সবকটি গ্রাম থেকে তথ্যভান্ডারে ৪৯ লক্ষ ২২ হাজার উপভোক্তার নামের তালিকা রয়েছে। এরপর সেখান থেকেই ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮ জনকে বাড়ি দেওয়ার জন্য তালিকা তৈরি করা হচ্ছে। এখানে কারোর সুপারিশ থাকলে চলবে না। কোনো ভুয়ো নাম থাকলে তাও বাদ পড়বে।
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।