বর্তমানে যুগের সাথে তালে তাল মিলিয়ে সাধারণ মানুষের অনলাইনের মাধ্যমে বিভিন্ন পেমেন্ট অ্যাপ এর মাধ্যমে টাকা লেনদেনের প্রবণতা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। তবে এটি শুধু পশ্চিমবঙ্গের নাগরিকদের ক্ষেত্রেই দেখা যায় সেটা নয়, বিভিন্ন রকম সমীক্ষা থেকে জানা গিয়েছে যে, সমগ্র ভারতবর্ষের নাগরিকদের ক্ষেত্রেই অনলাইনের মাধ্যমে UPI মারফত লেনদেনের প্রবণতা আকাশছোঁয়া।
আর তাতেই ক্রমান্বয়ে Phone Pay,Google Pay,,amzon pay,Paytm-এর মতো থার্ড পার্টি অ্যাপগুলির চাহিদা এবং জনপ্রিয়তা দুই’ই বাড়ছে। গত অক্টোবর মাসে দেশজুড়ে উৎসবের আমেজেPhone Pay,Google Pay,,amzon pay,Paytm-এর মতো অ্যাপগুলির মাধ্যমে প্রায় ৭৩০ কোটি টাকা লেনদেন করা হয়েছিলো। আর তাতেই রীতিমতো নড়েচড়ে বসেছিলেন National Payments Corporation of India-এর কর্তারা।
সেক্ষেত্রেই ভারতের নাগরিকদের ক্ষেত্রে UPI Payment-এর জন্য Phone Pay,Google Pay,amzon pay,Paytm-এর মতো অ্যাপগুলি যাতে একচেটিয়া না হয়ে ওঠে তা নিশ্চিত করতেই NPI -এর তরফে ইতিপূর্বে জানানো হয়েছিলো যে, একটি পেমেন্ট অ্যাপের মাধ্যমে দেশের মোট লেনদেনের কত শতাংশ লেনদেন করা যাবে তা নির্ধারণ করে দেবে NPI ।
ওই নির্দেশিকায় পেমেন্ট অ্যাপ গুলোকে আরও জানানো হয়েছিল যে, সমগ্র দেশের UPI Transaction ৩০ শতাংশ একটি পেমেন্ট অ্যাপের মাধ্যমে করা যেতে পারে। এর বেশি লেনদেন কোনোভাবেই করা সম্ভব নয়। নভেম্বরের মাসের শুরুতেই এই বিশেষ নির্দেশিকাটি জারি করা হয়েছিলো NPI -এর তরফে।
এর পাশাপাশি, আরো জানানো হয়েছিলো যে, এই ডিসেম্বর মাসের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে RESERVE BANK OF INDIA এবং NPI -এর তরফ থেকে ।
এই নির্দেশিকাকে কেন্দ্র করেই রাজ্যের জনগণ তথা বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্যে নানা প্রকার জল্পনা-কল্পনা এবং বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। তবে এবারে সেই সমস্ত বিতর্ককে উড়িয়ে দিয়ে NPI -এর তরফে জানানো হয়েছে যে, আগামী দিনে এই মোবাইল অ্যাপ গুলোর মাধ্যমে দেশের মোট UPI লেনদেনের কত শতাংশ সম্পন্ন করা যাবে তা সীমাবদ্ধ করার সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো।
বিগত শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে Phone Pay,Google Pay,,amzon pay,Paytm-–এর মতো অ্যাপগুলি সহ সমগ্র দেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, এই অ্যাপ গুলোর মাধ্যমে লেনদেনের পরিমাণ সীমাবদ্ধ করার সময়সীমা পিছিয়ে ৩১শে ডিসেম্বর,২০২৪ করা হয়েছে, যদিও ইতিপূর্বে এই সিদ্ধান্তের সময়সীমা ছিল ৩১শে ডিসেম্বর,২০২২ তারিখ পর্যন্ত।