স্কুল জীবনে পড়াশোনার পাশাপাশি রোজগার করার দাড়ুন কিছু আইডিয়া । যে কাজ অল্প পুজি দিয়ে শুরু করেই লাভবান হওয়া যায়। Part Time Jobs for Students

পড়াশোনার পাশাপাশি সকল ছাএছাএীরা যদি চান তাহলে যে কোনো রকমের পার্ট টাইম কাজ করে নিজের পড়াশোনা খরচ ও নিজের হাতখরচ চালাতে চান তাহলে অবশ্যই সকলকে এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়তে হবে শেষ পর্যন্ত। কেননা এই প্রতিবেদনে আজ আমরা এমন কিছু রোজগার করার দারুন আইডিয়া সম্পর্কে জানাতে চলেছি যে আইডিয়া সম্পর্কে জানলে আশাকরি আপনিও লাভবান হতে পারবেন।

তবে আপনাদের জানিয়ে রাখি যে শুধুমাএ ছাত্রছাত্রী, নয় গৃহিণী, থেকে শুরু করে বেকার যেকোনো ব্যাক্তি একটু সময় দিতে পারলেই ভালো পরিমান টাকা রোজগার করতে পারেন এই উপায় গুলো থেকে। তাই আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এই সমস্ত অসাধারণ কিছু আইডিয়া সম্পর্কে।

চাকরির পাশাপাশি বাড়িতে বসেই Online Income করতে চান? জেনে নিন এই ১০ টি আকর্ষণীয় অনলাইন কাজ সম্পর্কে │Online Income Ideas

★যে সমস্ত উপায় গুলি থেকে আপনি পড়াশোনার পাশাপাশি ভালো উপার্জন করতে পারবেনঃ

১) টিউশন পড়িয়েঃ

ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি সবথেকে ভালো ও সম্মানজনক পেশা হলো টিউশন নেওয়া। কিন্তু এটি অবশ্য বহুকাল আগে থেকেই বেশ প্রতিষ্ঠিত একটি পেশা। এখানে আপনি আপনার পড়ার সাধ্যের মধ্যে থাকা ক্লাসের স্টুডেন্টদের পড়িয়ে (Part Time Jobs for Students) উপার্জন করতে পারবেন। এই পদ্ধতিতে বেশ ভালো উপার্জন করা যায়। তবে আজকাল অনলাইনেও প্রচুর স্টুডেন্টস পাওয়া যায় যাদের টিউশন দিয়ে ভালো রকম টাকা উপার্জন করা য়ায়।

২) কনটেন্ট রাইটিংঃ

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ভালো লিখতে পারেন কিংবা লিখতে ভালোবাসেন ঠিক তারা এই দক্ষতাকে কাজে লাগিয়ে নানা রকম কন্টেন্ট লিখতে পারেন। ঠিক তাদের জন্যই একটু ভালো সূযোগ রয়েছে আর তা হল বিভিন্ন কোম্পানিগুলি তাদের ওয়েবসাইট, ব্লগ এবং সোশ্যাল মিডিয়া পেজে এমন কনটেন্ট রাইটারদের নিয়োগ করে থাকে। শিক্ষার্থীদের দিনের সামান্য একটু সময় লেখালেখি করেই মাসে নূন্যতম ৫,০০০ টাকা উপার্জন করতে পারা যায়। এই কাজটি রোজগারের পাশাপাশি শিক্ষার্থীদের লেখার দক্ষতাও বাড়তে সাহায্য করে।

৩) ফটোগ্রাফি করেঃ

শিক্ষার্থীদের অনেকেই খুব ভালো ছবি তোলেন। ছবির গুণগত মান ভালো হলে , সেই ছবি অনলাইনে বিক্রি করে মোটা টাকা রোজগার করা যায়।

৪)কল সেন্টার কাজ করেঃ

মূলত কোম্পানির গ্রাহকদের পরিষেবা সংক্রান্ত অভিযোগ শুনে সেগুলোর সমাধান করায় এই পেশার কাজ৷ এছাড়াও কোম্পানির বিভিন্ন পরিষেবা সম্পর্কে গ্রাহকদের জানানো, তাদেরকে ম্যানেজ করা ইত্যাদি কাজও করতে হয় এখানে। পড়াশোনার সাথেই ছাত্রছাত্রীরা এই কাজ করে সহজেই আত্মনির্ভর (Part Time Jobs for Students) হতে পারবেন।

সারাদিন মোবাইল না ঘেঁটে ফেসবুক থেকে ইনকাম করার সহজ পদ্ধতি গুলি দেখে নিন। কি কি করতে হবে ধাপে ধাপে দেখে নিন। Facebook Earning

★ইউটিউবিং করেঃ

বর্তমানে Facebook এর মতো অন্য আরেকটি জনপ্রিয় সোশাল মিডিয়া হলো ইউটিউব। প্রায় লক্ষ লক্ষ মানুষ এসব সোশাল মিডিয়া ব্যবহার করছে প্রতি দিন, প্রতি ঘন্টায় এমনকি প্রতি মিনিটে!! এবং এই সংখ্যাটি ক্রমেই বেড়ে চলেছে। প্রায় ৫০০ কোটি মানুষ প্রতিদিন ৪০ মিনিট করে ভিডিও দেখে ইউটিউব এ। তার পাশাপাশি বাড়ছে এসব সোশাল মিডিয়ায় মানুষের আয়ের সুযোগ। হ্যাঁ শুধু মাত্র ইউটিউব থেকেই আয় হাজার হাজার ডলার আয় করা সম্ভব।

written by – Dulal Roy

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment