আয়কর দপ্তরের তরফে ইতিমধ্যেই প্যান কার্ড সম্পর্কে একটি জরুরি নির্দেশ ঘোষণা করা হলো। আর বর্তমান সময়ে দাড়িয়ে এই নির্দেশ না মানলে আপনার প্যান কার্ডও হযে যেতে পারে অকেজো। আর এই খবরটি ইতিমধ্যেই আয়কর দপ্তরের তরফে টুইট করে জানানো হয়েছে যে ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে সমস্ত প্যান গ্রাহকদের , প্যান কার্ড এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক প্রক্রিয়া শেষ করে নিতে হবে। নতুবা আপনার প্যান কার্ডটিও হয়ে যেতে পারে অকেজো।
আর এই কারনের জন্যই পরবর্তীতে আপনি পড়তে পারেন নানান সমস্যায়। তাই আপনি আপনার প্যান কার্ড কে সচল রাখতে, শীঘ্রই করে ফেলুন এই সমস্ত কাজ গুলি। এই প্রসঙ্গে আয়কর দফতরের তরফে গত শনিবার একটি টুইট মারফত জানানো হয়েছে যে, আগামী ৩১ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে প্যান কার্ডটি আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করাতে হবে। পাশাপাশি তা না হলে আগামী ১ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে সম্পূর্ণ অকেজো হয়ে যাবে এই কার্ড।
এছাড়াও এই, টুইটে আয়কর দফতরের তরফে আরো জানানো হয়েছে,যে ‘‘১৯৬১ সালের আয়কর আইন অনুযায়ী, ২০২৩ সালের ৩১ শে মার্চের আগে দেশের সমস্ত প্যান কার্ড গ্রাহকদের বাধ্যতামূলক ভাবে প্যানের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নিতে হবে। আর, যাঁরা এই কাজটি করবেন না ,বা এখনও করেননি তাঁদের আগামী ১ এপ্রিল, ২০২৩ থেকে প্যান কার্ডটি খারাপ হয়ে যাবে।” শুধু তাই নয়, আয়কর দফতর আরও জানিয়েছে, ‘‘যেটি বাধ্যতামূলক, সেটি দরকারিও বটে। তাই আর দেরি না করে আজই প্যানের সঙ্গে আধারের লিঙ্ক করিয়ে ফেলুন।’’
নতুন বছরের শুরুতেই Jio নিয়ে আসতে চলেছে ধামাকা অফার l জলের দামেই মিলবে 5G Jio SmartPhone
প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী ৩১ মার্চের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক না করালে প্যান কার্ড ব্যবহারের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করা থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ কাজও গ্রাহকরা আর করতে পারবেন না। পাশাপাশি, ব্যাঙ্কের কাজের ক্ষেত্রেও সমস্যায় পড়বেন গ্রাহকেরা। এমতাবস্থায়, আয়কর দফতরের www.incometax.gov.in-এই ওয়েবসাইটে গিয়ে প্যানের সঙ্গে আধারের লিঙ্ক করানো যাবে।
এর আগে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত সময় নির্দিষ্ট করা হয়েছিল এই লিঙ্ক প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য । পরে তার সময়সীমা বাড়িয়ে করে দেওয়া হয়েছে ২০২৩ সালের ৩১ মার্চ। তবে এর জন্য, ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ৫০০ টাকা ফি দিতে হচ্ছিল, কিন্তু, তারপর ফের একবার এই সংযুক্তির মেয়াদ ১ বছর বাড়িয়ে দেওয়া হয়।
এমতাবস্থায়, যাঁরা ২০২২ সালের ১ এপ্রিল কিংবা তারপরে আধার এবং প্যান কার্ডের লিঙ্ক করাচ্ছেন, সেক্ষেত্রে তাঁদের খরচ হচ্ছে ১,০০০ টাকা। তবে আধার দপ্তরের তরফ থেকে আরো জানানো হয়েছে যে যে সমস্ত গ্রাহকরা জম্মু-কাশ্মীর থেকে শুরু করে মেঘালয় ও অসমের বাসিন্দা রয়েছেন এবং যাদের বয়সের সীমাও প্রায় ৮০ বছরের উপরে হয়ে গেছে তাদের জন্য এই আধার লিঙ্ক প্রক্রিয়া কার্যকারি নয়।
★প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক অনলাইনে মাধ্যমে যেভাবে করা যেতে পারেঃ
১) সবার প্রথমেই যেতে হবে “https://www.incometax.gov.in/iec/foportal/-এ। এখানে রয়েছে Quick Links বিভাগ, যেখানে Link Aadhaar অপশনে ক্লিক করতে হবে।
২) তারপর প্যান এবং আধার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করতে হবে। সেগুলি দেওয়া হয়ে গেলে Validate অপশনে ক্লিক করতে হবে।
৩) যদি আধার এবং প্যান ইতিমধ্যেই লিঙ্ক করা থাকে, তাহলে আপনার স্ক্রিনে PAN is already linked with the Aadhaar অথবা with some other Aadhaar বার্তাটি দেখা যাবে।
৪) কিন্তু প্যান-আধার লিঙ্ক করা না থাকলে ফি দেওয়ার অপশন আসবে। একটি পপ-আপ বিজ্ঞপ্তি আসার পর টাকা জমা করা করা যাবে।
৫) প্রয়োজনীয় বিবরণ দেওয়ার পরে, Link Aadhaar অপশনে ক্লিক করুন, এবং তারপর আপনার মোবাইল ফোন নম্বরে আসা ৬ সংখ্যার OTP লিখুন।
৬) এই প্রক্রিয়া সফল ভাবে সম্পূর্ণ হয়ে গেলে আপনার প্যান-আধার লিঙ্কের আবেদনের স্ট্যাটাস দেখে নিতে পারবেন।
৭) সাধারণত, আবেদন করার পর ৪-৫ কাজের দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।