আগে বহুবার বলেও কোনো কাজ হয়নি। তাই এবার আর কোনোভাবেই তারিখ বাড়াতে চাইছে না সরকার। আগামী ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে PAN নম্বরের সঙ্গে আধার লিঙ্ক না করলে ভুগতে হবে আপনাকে। সম্প্রতি এই বিষয়ে একটি ট্যুইটও করেছে আয়কর দফতর।
সেই ট্যুইটে আয়কর দফতর জানিয়েছে , পরবর্তী আর্থিক বছর থেকে আধারের সঙ্গে প্যান কার্ড যুক্ত না করালে বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড। সেই ক্ষেত্রে ১লা এপ্রিল থেকে গ্রাহকরা এই কাজ না করলে আপনার ১০ সংখ্যার Alphanumeric নম্বরটি নিষ্ক্রিয় হয়ে যাবে।
অধিকাংশ PAN কার্ড হোল্ডার ইতিমধ্যেই তাদের আধারের সঙ্গে PAN কার্ড লিঙ্ক করে ফেলেছেন। কিন্তু কিছু সংখ্যক মানুষ এখনও পর্যন্ত করেনি। income tax department এপ্রিলের আগে এই দুটি ডকুমেন্ট লিঙ্ক করার বিষয়ে গ্রাহকদের অবহিত করেছিল। আয়কর আইন, ১৯৬১ অনুসারে সব PAN কার্ড ধারকদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক। তাই অনেক দেরি হওয়ার আগে এই দুটি কার্ড লিঙ্ক করে ফেলুন।
গুরুত্বপূর্ণ নানা আপডেট উঠে এলো আধার কার্ড নিয়ে l এই কাজ না করলে এখন থেকে আর সরকারি কোনো রকম প্রকল্পের-সুবিধা পাবেন না l Aadhar Card Update
PAN কার্ড বাতিল হলে কী হবে?
যদি একবার একটি PAN কার্ড বাতিল হয়ে যায়, তাহলে একজন ব্যক্তি income tax আইনের অধীনে সব পরিণতির জন্য দায়বদ্ধ থাকবেন। সেই ক্ষেত্রে তাঁকে অনেক রকম সমস্য়ায় পড়তে হবে। যদি PAN বাতিল হয়ে যায়, আপনি income tax রিটার্ন ফাইল করতে পারবেন না।
আবার এমনটাও হতে পারে যে আয়কর ফেরত পাওয়ার ক্ষেত্রে আয়করদাতাদের অসুবিধার মধ্য়ে পড়তে হচ্ছে। মোট কথা, আপনি রিফান্ড পাবেন না। সেই কারণে অতিরিক্ত হারে আপনার কর কাটা হবে।
কীভাবে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাবেন?
১ income tax পোর্টালে যান “https://www.incometax.gov.in/iec/foportal/” ও ‘দ্রুত লিঙ্ক’ বিভাগের অধীনে ‘লিঙ্ক আধার বিকল্প’-এ ক্লিক করুন।
২ এখানে আপনি PAN ও Aadhaar নম্বর লিখুন ও তারপর ‘Validate’-এ ক্লিক করুন।
৩ যদি আপনার aadhar ও PAN ইতিমধ্যেই লিঙ্ক করা থাকে, তাহলে ‘PAN’ ইতিমধ্যেই আধারের সাথে লিঙ্ক করা হয়েছে’ বার্তাটি স্ক্রিনে দেখানো হবে।
৪ যদি PAN আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকে ও আপনি NSDL পোর্টালে একটি চালান প্রদান করেন, তাহলে টাকা জমার বিবরণ ইলেকট্রনিক ফাইলিংয়ে বৈধ হবে। আপনি PAN ও aadhar করার পরে একটি pop-up notification পাবেন, যেখানে দেখানো হবে “আপনার অর্থ জমার বিবরণ যাচাই করা হয়েছে”।
নতুন বছরের শুরুতেই প্রধানমন্ত্রীর ই-শ্রম কার্ডে আবেদন করলে আপনিও পেয়ে যেতে পারেন নগদ ৩,০০০ টাকা l E shram Card Status
৫ এই বিষয়ে বিশদ বিবরণগুলি পূর্ণ হয়ে গেলে, link aadhar এই বিকল্পে ক্লিক করুন ও তারপরে আপনার মোবাইল ফোন নম্বরে প্রাপ্ত ছয়-সংখ্যার OTP লিখুন।
৬ একটি aadhar-PAN লিঙ্কের জন্য অনুরোধ জমা দেওয়ার পরে আপনি status চেক করতে পারেন।
written by subir barman
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।