পুরনো ১০০০ টাকার নোটের বদলে পেয়ে যান ১ লক্ষ টাকা, কিভাবে পাবেন জানুন বিস্তারিত │Old 1000 Rupees Notes Value in India

আগের পুরনো ১০০০ টাকার নোট কোনো ব্যক্তির (OLD RS/- 1000 NOTE) কাছে থাকলেই হয়ে যাবেন লাখপতি, কিভাবে ওই নোট/নোটগুলি বিক্রি করবেন, জেনে নিন সেই পদ্ধতি । পূর্বের বন্ধ হওয়া পুরনো নোট বা কয়েন অনেকেই সংগ্রহ করে রাখেন। এর আগেও অনেকবার এরকম পুরনো নোট বা কয়েন বিক্রি করে টাকা রোজগার করার বহু পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে।

এবার প্রশ্ন হচ্ছে এই টাকার বদলে টাকা রোজগার বিষয় অথবা কিভাবে এই নোট বিক্রয় করবেন,আর এই OLD RS/- 1000 NOTE – এর মূল্যই বা কত হতে পারে, এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে এই প্রতিবেদনটিতে জানানো হবে। এবং যদি আপনি ক্রেতা পেয়ে যান তবে আপনার কাছে সেটা যথেষ্ট লাভজনক হতে পারে। কারণ এই পুরনো NOTE অথবা Coin যদি আপনার কাছে থাকে, তাহলে তার বদলে আপনি যে পরিমাণে টাকা উপার্জন করতে পারবেন, তা ধারণার বাইরে।

গুরুত্বপূর্ণ নানা আপডেট উঠে এলো আধার কার্ড নিয়ে l এই কাজ না করলে এখন থেকে আর সরকারি কোনো রকম প্রকল্পের-সুবিধা পাবেন না l 

এই বিষয়টি নোটবন্দির পরে বহুবার অনেক জায়গায় শোনা গিয়েছে।যে ১০০০ টাকার নোট যদি কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলে তিনি তার বদলে এক মুহূর্তে সরাসরি ৩ লক্ষ টাকা কমিয়ে নিতে পারবেন। তবে সব নোটের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য নয়, কিছু বিশেষ পুরোনো 1000 টাকার নোটে এই সুবিধাটি দেওয়া হচ্ছে। বন্ধ হয়ে যাওয়া ১০০০ (OLD RS/- 1000 NOTE VALUE)টাকার গুরুত্ব কতখানি

শুধুমাত্র ১০০০ টাকার নোট নয়, যদি আপনার কাছে পুরনো কয়েন থাকে, তাহলে তার বদলে আপনি প্রায় ১ হাজার গুন বেশি দাম পেয়ে যাবেন। আপনার কাছে যদি বিশেষ প্রকার পুরনো কয়েন, বা নোট থাকে তবে আপনি মোটা টাকা পেতে পারেন। এবার জেনে নিন, এই ১০০০ টাকার নোট কিভাবে বিক্রি করা সম্ভব হবে? যার বদলে মোটা টাকা আয় করা যেতে পারে ।

যদি কোনো ব্যক্তির কাছে ১০০০ টাকার পুরনো নোট থাকে, আর সেই নোটের সিরিয়াল নম্বর AH 1775 এবং সেই নোট যদি প্লাস্টিকের নোট হয়, তাহলে সরাসরি তার বদলে ৩ লক্ষ টাকা পেয়ে যাবেন। এ তো সবেমাত্র ১০০০ টাকার কথা বলা হল , এবার যদি কোনো ব্যক্তির কাছে ৫০ পয়সা বা ৫০ টাকার কয়েন (Coin) থেকে থাকে, আর সেই কয়েনে যদি রানীর দুটি ছবি থাকে, তাহলে সেই কয়েনের থেকে ১০০০ গুন বেশি দাম পেয়ে যেতে পারেন।

কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি কবে এবং কি ভাবে পাবেন l জেনে নিন তার সমস্ত খুটিনাটি তথ্য l

এর আগেও বহুবার কয়েন বা সিকি বিক্রি করে টাকা রোজগারের বিভিন্ন পন্থা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তবে মনে রাখবেন, টাকা বা কয়েনের বদলে লক্ষ লক্ষ টাকা উপার্জন করার আগে যথেষ্ট সতর্কতা সকলকেই অবলম্বন করতে হবে।

কারণ এই ধরনের প্রলোভন দেখিয়ে অনেক সময় প্রতারকরা সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে চরম ক্ষতি করে দেয়। এরকম বহু উদাহরণ রয়েছে, আর এই বিষয়ে রিজার্ভ ব্যাংক বার বার গ্রাহকদের সতর্কও করেছেন । আর মনে রাখবেন RBI কখনও পুরনো নোট নিয়ে ক্রয় বিক্রয় করে না, তাই কেউ যদি রিজার্ভ ব্যাংকের নাম করে আপনাকে ফোন করে, তবে সেটা জালিয়াতির ফাঁদ হতে পারে।

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment