Oil India Limited কোম্পানিতে সহকারী পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যে সকল প্রাথীরা এই কোম্পানিতে চাকরি করার যোগ্য তারা চুক্তিভিত্তিক ড্রিলিং/ওয়ার্কওভার অপারেটর, চুক্তিভিত্তিক ড্রিলিং/ওয়ার্কওভার মেকানিক, চুক্তিভিত্তিক ড্রিলিং/ওয়ার্কওভার সহকারী অপারেটর এবং চুক্তিভিত্তিক ড্রিলিং/ওয়ার্কওভার সহকারী মেকানিক বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারেন।
যদি আপনি কেন্দ্রীয় সরকারি চাকরির নিচে কাজ করতে চান, তাহলে আপনি Oil India Limited কোম্পানিতে ওয়ার্কওভার অ্যাসিস্ট্যান্ট অপারেটরের চাকরির জন্য আবেদন করতে পারেন। এই চাকরির জন্য নুন্যতম যোগ্যতা মাধ্যমিক / স্নাতক ডিগ্রি পাশ।
Oil India Limited ড্রিলিং পদে নিয়োগের জন্য ওয়াক-ইন-প্র্যাকটিক্যাল/স্কিল টেস্ট কাম পার্সোনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে সকল প্রার্থীদের নির্বাচন করা হবে। আর এই নির্বাচন প্রক্রিয়ার জন্য কোন ভ্রমণ ভাতা বা মহার্ঘ ভাতা প্রদান করা হবে না।
আপনিও পেতে পারেন L&T Infotech কোম্পানিতে চাকরির সুযোগ, বিশদে জানতে পড়ুন সপূর্ণ প্রতিবেদন│ L&T Infotech Job 2023
Oil India Limited কোম্পানির এই চাকরিগুলি কেবলমাত্র 6 মাসের জন্য চুক্তিভিত্তিক। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ভারতের যেকোনো জায়গায় নিয়োগ করা হবে। ক্যাম্পাসে কোনো মোবাইল ফোন, ক্যামেরা, ইলেকট্রনিক গ্যাজেট সঙ্গে নিয়ে প্রবেশ নিষেধ।
Oil India Limited সহকারী অপারেটর পদে নিয়োগের বিশদ বিবরণ:
সংস্থার নাম:
অয়েল ইন্ডিয়া লিমিটেড(Oil India Limited)
উপলব্ধ পদের নাম:
ড্রিলিং/ওয়ার্কওভার অপারেটর, ড্রিলিং/ওয়ার্কওভার মেকানিক, ড্রিলিং/ওয়ার্কওভার অ্যাসিস্ট্যান্ট অপারেটর এবং ড্রিলিং/ওয়ার্কওভার অ্যাসিস্ট্যান্ট মেকানিক।
অনলাইনে আবেদন শুরুর তারিখ: 30.01.2023
অনলাইনে আবেদন শেষ হওয়ার তারিখ: 03.02.2023
Oil India Limited সহকারী অপারেটর পদের জন্য মোট শূন্যপদ:
পদের নাম
১)ড্রিলিং/ওয়ার্কভার অপারেটর -04
২)ড্রিলিং/ওয়ার্কওভার মেকানিক -04
বেতন=19,500.00 টাকা
A)ড্রিলিং/ওয়ার্কওভার সহকারী অপারেটর -21
B)ওয়ার্কওভার সহকারী মেকানিক -10
বেতন=16,640.00 টাকা
মোট 39 টি শূন্যপদ
শিক্ষাগত যোগ্যতা:
Oil India Limited কোম্পানিতে চাকরির জন্য প্রার্থীরা মাধ্যমিক / স্নাতক ডিগ্রি পাশ থাকলে উপরে উল্লিখিত পদগুলির জন্য আবেদনের যোগ্য।
Power Grid Corp. of India Ltd.(PGCIL)-এ বিভিন্ন শূন্যপদে নিয়োগর জন্য আবেদন করতে, জানুন বিস্তারিত │PGCIL Job 2023
নিয়োগ পদ্ধতি:
আবেদনকারী যোগ্য প্রার্থীদেরকে ওয়াক-ইন-প্র্যাকটিক্যাল/স্কিল টেস্ট কাম পার্সোনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
বয়সসীমা:
ড্রিলিং/ওয়ার্কভার অপারেটরের জন্য – 18 থেকে 45 বছর বয়স হতে হবে।
অন্যান্য সকল পদের জন্য – ১৮ থেকে ৪০ বছর বয়স হতে হবে।
Oil India Limited কোম্পানির এই চাকরির সম্বন্ধে আরও বিশদে জানতে চাইলে oil-india.com এই অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে বিজ্ঞপ্তি পরে নিবেন।
বিজ্ঞাপন নম্বর: HRAQ/CONT-WP-B/23-62
অফিসিয়াল ওয়েবসাইট: oil-india.com
written by- Subir Barman
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।