যদি আপনিও বেশিরভাগ সময় ফ্লাইটে যাতায়াত করে থাকেন, তাহলে এবার আপনার জন্য রয়েছে ভীষণ খুশির খবর। আপনার পরবর্তী সময়ের ফ্লাইটে যাওয়ার খরচ এবার অনেকটাই কম হয়ে যেতে পারে। তাই আর দেরি না করে Domestic অথবা International যেকোন ফ্লাইট বুক করার পূর্বে এই খবর জেনে রাখা অত্যন্ত জরুরি। এবার আমরা আপনাদেরকে জানাবো কিভাবে আরও সস্তায় এই টিকিট বুক করে নিতে পারেন।
৪০০ টাকার দুর্দান্ত ডিসকাউন্ট পাওয়া যাবে বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট বুকিং এ l Vande Bharat Ticket
Tata Group-এর প্রিমিয়াম এয়ারলাইন Vistara খুব অল্প টাকায় টিকিট বুক করার সুযোগ দিচ্ছে যাত্রীদের। Vistara তাদের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে যাত্রীদের জন্য নিয়ে এসেছে একগুচ্ছ অফার। যেখানে অগ্রিম বুকিং করলে যাত্রীরা অতিরিক্ত ২৩% ছাড় পেয়ে যাবেন। দেশের যে কোন স্থানে হোক কিংবা International ফ্লাইট, সমস্ত ক্ষেত্রেই উপলব্ধ রয়েছে এই অফারটি ।
জানুয়ারি মাসেই উপলব্ধ রয়েছে এই অফার। শুধুমাত্র ১৮৯৯ টাকার বিনিময়ে বিমানে চড়তে পারেন আপনিও। এরপর কিন্ত আর এই অফারের সুবিধাটি পাবেন না আপনারা। তাহলে খুব জলদি নিজের গন্তব্যের টিকিটটি বুক করে ফেলুন।
এই অফারের বিশদ বিবরণ নিচে দেওয়া হল-
আপনি আগামী ২৩ জানুয়ারি ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩ অবধি এই অফারের টিকিট বুক করতে পারেন। দেশের যে কোন স্থানে যান,মাত্র ১৮৯৯ টাকা থেকে টিকিটের দাম শুরু হচ্ছে আর International ফ্লাইটের ক্ষেত্রে ১৩,২৯৯ টাকা থেকে দাম শুরু হচ্ছে।
নিজের মোবাইল থেকে অনলাইনে ট্রেনের কনফার্ম টিকিট বুকিং করার সহজ পদ্ধতি l জানালো রেল কতৃপক্ষ | Confirm Train Ticket Booking
অগ্রিম টিকিট বুক করার ক্ষেত্রে ২৩% এর বড়সড় ডিসকাউন্ট দিচ্ছে এই সংস্থাটি। তাই এখনই সুবিধা নিয়ে নিন অফারের। প্রসঙ্গত vistara এয়ারলাইন্সের ৫১% শেয়ার রয়েছে টাটাদের কাছে এবং বাকি ৪৯% রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের কাছে। এছাড়া air india কেনার পর সেটিকে vistara– র সাথে মিশিয়ে দেওয়ার ঘোষণা করে টাটা গোষ্ঠী।
written by subir barman
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।