National Institute of Fashion Technology 2023-পরীক্ষার প্রবেশপত্র NIFT UG/PG প্রোগ্রাম এবং NLEA (UG) B.Des-এর জন্য প্রকাশ করা হবে আগামী ১৫ জানুয়ারী তে । আর BF Tech পরীক্ষা হবে আগামী 5 ফেব্রুয়ারী। প্রার্থীরা NIFT-এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট niftadmissions.in-এ গিয়ে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন।
National Institute of Fashion Technology UG/PG প্রোগ্রাম এবং NLEA (UG) B.Des-এর জন্য NIFT 2023 হল একটি প্রবেশিকা পরীক্ষা। এবং BF টেক ফেব্রুয়ারী 5, 2023 এ অনুষ্ঠিত হতে চলেছে। এই NIFT 2023পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে 2023 সালের মে মাসে ।
১৫ জানুয়ারির মধ্যে ৮২ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবে রাজ্য,ঘোষণা নবান্নের l Student Credit Card
National Institute of Fashion Technology (NIFT) 2023-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি:
প্রথমে niftadmissions.in-এই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলতে হবে।
এরপর হোমপেজে গিয়ে প্রবেশপত্রের লিংকটিতে ক্লিক করতে হবে।
সেখানে আপনার লগইন বিবরণ গুলি পূরণ করতে হবে।
তারপর আপনার NIFT 2023-এর অ্যাডমিট কার্ড স্ক্রিনে প্রদর্শিত হয়ে যাবে।
এরপর আপনি এডমিট কার্ডটি ডাউনলোড করুন এবং ভবিষ্যতে আরো প্রয়োজনের জন্য প্রিন্টআউট নিতে পারেন।
written by- subir barman
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।