পেয়ে যান ৫০ হাজার টাকার পেনশন! মাত্র মাসিক ২০০ টাকা বিনিয়োগের মাধ্যমে,আজই বিনিয়োগ করুন এই সরকারি স্কিমে। National Pension Scheme

এখন প্রায় অনেক চাকরির ক্ষেত্রেই আর পেনশন দেওয়া হয় না। এমতাবস্থায় অবসর জীবনে সুরক্ষা পাওয়ার জন্য হয়রান হয়ে পড়েন অনেক চাকরিজীবীরা। অবসর নেওয়ার পর যে কোনও রকম আপদকালীন পরিস্থিতিতে এই পেনশন চাকরিজীবীদের একটি সুরক্ষা দিয়ে থাকে। কিন্তু সব রকম চাকরিতে সেই ব্যবস্থা না থাকায় আজ থেকেই বিনিয়োগ করা জরুরি।

সকল চাকরিজীবীদের সুরক্ষার্থে সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে। অনেকেই আছেন যাঁরা কোনোরকম ঝুঁকি নিতে চান না। আর সরকারি এই সব প্রকল্প খুবই কম ঝুঁকিপূর্ণ। তাই এখানে নিশ্চিন্তে বিনিয়োগ করা যেতেই পারে। এমন একটি স্কিম রয়েছে যেখানে প্রতিদিন মাত্র ২০০ টাকা বিনিয়োগ করলেই পাওয়া যাবে একটি সুরক্ষিত ভবিষ্যৎ। এই স্কিমটির মেয়াদ পূর্ণ হলে প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকা অবধি পাওয়া সম্ভব।

মাসে কেবলমাত্র ১৪৫৮ টাকা জমিয়ে আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি!│জেনে নিন এই বিনিয়োগের পদ্ধতি।

কেন্দ্রীয় সরকারের জাতীয় পেনশন স্কিমের (National Pension Scheme) অধীনে প্রতি মাসে ৬ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন সকলেই। তাহলে ৬০ বছর বয়সের পর আপনি প্রতি মাসে ৫০ হাজার টাকা পেতে পারেন। এই National Pension Scheme-এ ২ ধরনের অ্যাকাউন্ট হয়। প্রথমটি হল NPS Tier-1 ও অন্যটি NPS Tier-2 অ্যাকাউন্ট। যেই সকল চাকরিজীবীদের PF নেই, তাঁরা Tier-1-এ অ্যাকাউন্ট খুলতে পারেন। এই একাউন্ট খুলতে মাত্র ৫০০ টাকা জমা করতে হবে।

যদি আপনার বয়স ২৪ বছর হয়, তাহলে এই এই National Pension Scheme-এর থেকে সর্বোচ্চ লাভ পেতে পারেন আপনি। ২৪ বছর বয়সে একটি NPS অ্যাকাউন্ট খুলে যদি মাসিক ৬ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করা হয়, তাহলে মোট ৩৬ বছর বিনিয়োগ করা হবে। তাতে এখানে মোট বিনিয়োগ করা অর্থের পরিমাণ দাঁড়ায় ২৫ লক্ষ ৫২ হাজার টাকা। এই বিনিয়োগের উপর ১০ শতাংশ হারে সুদের হার হিসেব করলে বিনিয়োগের মোট অর্থ দাঁড়ায় ২ কোটি ৫৪ লক্ষ ৫০ হাজার ৯০৬ টাকা।

অনলাইনের মাধ্যমে কোনো রকম পুঁজি ছাড়াই ঘরে বসে ইনকাম করুন মোটা অঙ্কের টাকা l কিন্তু কি ভাবে জানুন পদ্ধতি l Earn Money Online

আপনি যদি আপনার মেয়াদপূর্তির আয়ের ৪০ শতাংশ থেকে NPS বার্ষিকীতে বিনিয়োগ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে মোট ১ কোটি ১ লক্ষ ৮০ হাজার ৩৬২ টাকা জমা হবে। এর উপর ১০ শতাংশ হারে রিটার্ন ধরা হলে আপনার অ্যাকাউন্টে মোট ১ কোটি ৫২ লক্ষ ৭০ হাজার টাকা জমা হবে। আপনার ৩৬ বছর বয়স হলে এই National Pension Scheme থেকে সহজেই প্রতি মাসে ৫০ হাজার টাকা পাবেন।

written by subir barman

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment