আপনি কি কোনো বেসরকারি কর্মচারী ? তাহলে এবার আপনিও পেতে পারেন পেনশন ! কিভাবে জানুন বিস্তারিত। National Payment Scheme

National Payment Scheme –পেনশন কথাটির বাংলা আক্ষরিক অর্থ হল ভাতা বা বৃত্তি । এখন বর্তমানে অনেকেই তাদের পেনশন বা ভাতা নিয়ে চিন্তিত থাকেন। অনেকেই মনে করেন তাদের অবসর জীবন কিভাবে চলবে পেনশন ছাড়া! সেই চিন্তা এখন অতীত। দেশের পেনশন ব্যবস্থা এক আমূল পরিবর্তন আনার প্রচেষ্টায় ন্যাশনাল পেনশন স্কিম (National Payment Scheme)। ন্যাশনাল পেনশন স্কিম বা NPS -এর মাধ্যমে এক নতুন বড় সড় সুবিধা পেতে চলেছেন আপনিও।

এই নতুন নিয়মে একটু একটু করে টাকা জমালে আপনি এক বিরাট অংকের টাকা রিটার্ন হিসাবে পাবেন। মাএ ৩০০০ টাকার বিনিময়ে আপনি পেতে চলেছেন ৪৪ লক্ষ টাকা! অর্থাৎ শুধুমাত্র সামান্য একটু বিনিয়োগ করেই নিশ্চিন্তভাবে কাটতে পারে আপনার অবসর জীবন।

এই সকল কিছুর মুলে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে এই NPS সিস্টেমটি আসলে কি ? আসলে এই NPS সিস্টেমটি ছিল সরকারি ও বেসরকারি কর্মচারীদের জন্য পেনশনের একটি স্কিম। যাতে কর্মচারীরা অবসর জীবন খুব সহজেই নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারে। কিন্তু আগে এটি শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য থাকলেও বেশ কয়েক বছর আগের থেকে এই স্কিম জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।

গতিধারা প্রকল্পে আবেদন করলেই পাওয়া যাবে গাড়ি কেনার জন্য ১.৫ লক্ষ টাকা ভর্তুকি। কি ভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত পদ্ধতি।

কে বা কারা এই ন্যাশনাল পেনশন স্কিম (NPS)-এ আবেদনের জন্য যোগ্য? :

ন্যাশনাল পেনশন স্কিম (NPS)- যেকোনো ভারতীয় নাগরিক ১৮ বছরের উর্ধ্বে হলে তারা এই স্কিমেআবেদনের জন্য যোগ্য। তারা খুব সহজে এই স্কিমের জন্য টাকা জমা করতে পারেন। আপনাকে নূন্যতম ৫০০০ টাকা জমা করতে হবে এবং এই এমাউন্টটি আপনাকে আপনার ৬০ বছর বয়স অবধি জমা করে যেতে হবে।

এই ন্যাশনাল পেনশন স্কিম (NPS)-এ ৬০ বছর বয়স অবধি আপনি মোট কত টাকা জমা করবেন তার ওপর ভিত্তি করেই হবে আপনার পেনশনের অ্যামাউন্ট। অবসর জীবন নিশ্চিন্তে কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত স্কিম। এই (NPS) স্কিমের রিটার্ন পাওয়া যায় ভালো তবে রিটার্ন নির্ভর করছে আপনি কত তাড়াতাড়ি স্ক্রিনের জন্য টাকা জমানো শুরু করছেন এবং কত টাকা করে দিয়ে মোট কত টাকা আপনার জমা হচ্ছে তার ওপর।

একটি সহজ উদাহরণ স্বরূপ আপনি ৩৪ বছর বয়সে এই (NPS) স্কিম চালু করলেন এবং মাসিক ৩ হাজার টাকা বিনিয়োগ করা শুরু করলেন, অর্থাৎ পুরো বছরে আপনি এই স্কিমের ৩৬ হাজার টাকা বিনিয়োগ করছেন যা আপনার ৬০ বছর বয়সে গিয়ে দাঁড়াচ্ছে ৯.৩৬ লাখ টাকা। আপনি পাবেন ১০% ধারে সুদ, যার ফলে আপনি ৬০ বছরের পরে ফেরত পাবেন প্রায় ৪৪.৩৫ লাখ টাকা। টাকাটি নেহাত কম নয়।

Leave a Comment