এই স্কলারশিপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের বার্ষিক ১০ হাজার টাকা দেবে রাজ্য সরকার। দেখে নিন আবেদন পদ্ধতি । Nabanna Scholarship 2023

রাজ্যের বেশিরভাগ পরিবারই দরিদ্র মধ্যবিত্ত যার কারণে তাদের ভালো রকম মেধা ও প্রতিভা থাকা সত্ত্বেও তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবার সঠিক সুযোগ পায়না কারণ তাদের কাছে ভালো মেধা ও ভালো প্রতিভা থাকলেও সেই মেধা কে কাজে লাগিয়ে শিক্ষাব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যেতে সবার প্রথমে যেটা প্রয়োজন হয় তা হলো প্রচুর পরিমাণে অর্থের আর যা মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারারের লোকেরা তাদের ছেলে মেয়ের জন্য জোগাড় করতে পারেন না আর সেই কারণেই তারা উচ্চশিক্ষায় যাওয়ার দিক দিয়ে পিছিয়ে থাকে।

আর সেই কারনেই রাজ্যের তরফে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সকল ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই, প্রায় সব সময়ই বেশ কিছু স্কলারশিপ বা বৃত্তি প্রদান করে থাকে। তার মধ্যে একটি হল নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship)।

এই স্কলারশিপে আবেদন করলেই পাওয়া যাবে নগদ 50 হাজার টাকা। কোন স্কলারশিপ এবং কি ভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত। Laduma Dhamecha Yuva Scholarship 2023

এই নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship) প্রদান করা হয় মূলত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকেই।অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা জন্যই এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। মূলত এই নবান্ন স্কলারশিপের অধীনেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে বাৎসরিক ১০ হাজার টাকা দিয়ে থাকে রাজ্য সরকার।

★এবার জেনে নিন এই স্কলারশিপ পাওয়ার জন্য ঠিক কোন ছাত্রছাত্রীরা যোগ্যঃ

আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক পাস করার পর পরবর্তী উচ্চ শিক্ষার জন্য আবেদন করেছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর মাধ্যমিকের ফলাফল ৬৫% এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ৬০% এবং স্নাতকোত্তর এর ক্ষেত্রে ৫৫% নম্বর আবশ্যিক থাকতে হবে। এবং তাছাড়াও সেই ছাএছাএীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার পারিবারের বাৎসরিক আয় ৬০ হাজার টাকার কম হতে হবে।

তাহলেই সেই ছাত্র বা ছাত্রীরা এই স্কলারশিপের জন্য প্রযোজ্য থাকবেন। তবে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে যদি কোনো ছাত্র-ছাত্রী অন্য যে কোন স্কলারশিপ পেয়ে থাকে বা আবেদন করে থাকে তাহলে সে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।

তবে এই স্কলারশিপ এ আবেদন করতে গেলে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এরও প্রয়োজন রয়েছে সেগুলি হল –

১) মাধ্যমিক উচ্চমাধ্যমিক অথবা স্নাতকের মার্কশীট।

২) জয়েন এন্ট্রান্স পরীক্ষা দিলে তাদের ক্ষেত্রে র‍্যাঙ্ক কার্ড থাকা আবশ্যিক।

৩) পৌরসভা/বিডিও/এসএম/এসডিও/ গ্রুপ A অফিসারের থেকে নিয়ে আসা ইনকাম প্রুফ, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার ছবি, দু কপি ফটো। এবং তার সঙ্গে নিয়ে আসতে হবে আবেদনপত্র।

ফিলিপস স্কলারশিপে আবেদন করলেই পাওয়া যাবে নগদ ৫০ হাজার টাকা l জানুন আবেদন পদ্ধতি l Philips Scholarship 2023

★আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিনঃ

এই স্কলারশিপের (Nabanna Scholarship) জন্য আপনাকে অফলাইনে মাধ্যমেই আবেদন করতে হবে। তবে আপনি নবাননের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আবেদন পত্র ডাউনলোড করে নিয়ে সেটিকে ফিলাপ করে করতে পারেন।

আবেদন জমা দেওয়ার ঠিকানাঃ

Department of CMRF Scholarship,
Office of the Chief Minister’s Mini Secretariat
UTTARKANYA’, New Satellite Township,
Fulbari , Near NJP Station , Jalpaiguri

written by- Dulal Roy

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment